এই টিউনটি techtunes এ আমার দ্বিতীয় টিউন। আমি নতুন লেখক, তাই আমার লেখার মাঝে যদি কোন ভুল ক্ষমা সুন্দর চোখে দেখবেন। এবার আসি মুল কথাই। ডিজাইন জগতে অন্যতম কাজ বিজনেস কার্ড ডিজাইন। আমি আজ আপনাদের সাথে সাধারণ বিজনেস কার্ড ডিজাইন বিষয়ে একটি টিউটোরিয়াল শেয়ার করছি।
প্রথমে এডোব ফটোশপে ৫৮০px by ৩২০px একটি নতুন ফাইল খুলি। ফাইল টি (#0893c1)কালার দিয়ে ফিল করি। এরপর প্রথম লেয়ার একটি ডুবলিকেট লেয়ার নিই। ডুবলিকেট লেয়ারে একটি ফিল্টার প্রয়োগ করি। Filter> Texture > Texturizer.ভ্যালু যথাক্রমে নিদ্ধারন করি scaling - 116, Relief – 15 and light – Top.
একই লেয়ারে আর একটি ফিল্টার প্রয়োগ করি। Filter > Blur > Motion Blur. ভ্যালু যথাক্রমে নিদ্ধারণ করি। Angle – (-49), Distance – 570px.
এখন উপরের লেয়ারের লেয়ার মুড পরিবর্তন করে linear Burn সিলেক্ট করি।
এবার pen tool এর সাহায়্যে একটি নতুন লেয়ারে একটি প্যাথ তৈরি করি সেটা সিলেকশনে পরিনত করে আপনার পছন্দের যেকোন gradient color কালার দিয়ে ফিল করি। এখানে আমি এডোব ইলাস্টটলের blend option ব্যবহার করে কালার কবিনেশান তৈরি করে নিয়েছি।
এবার একটি নতুন লেয়ার নিয়ে pen tool দিয়ে দুইটি প্যাথ তৈরি করি এবং সেটা সিল্কেশনে পরিনত করে প্রথম যে কালার কোড দিয়ে ছিলাম সেটা দিয়ে পুরণ করতে হবে।
আবার একটি নতুন লেয়ার নিয়ে সেখানে Elliptical Marquee Tool দিয়ে কিছু ওভাল তৈরি করে নিম্নের লেয়ার স্টাইল টি প্রয়োগ করি। Layer >Layer style > Bevel and Emboss. এবং এর ভ্যালু নিদ্ধারন করি style – Inner Bevel, Smooth – 100, Direction – Down, Size – 1, soften – 0. Angle– 120.
এবার আপনার প্রয়োজন মত ইনফরমেশান type tool সাদা রং বা আপনার পছন্দের রং ব্যবহার করতে পারেন।
এবার একটি লোগো তৈরি করে ছবির মত করে বা আপনার পছন্দ মত স্থান সেট করুন।
আমি shahinur102। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 5 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
পুরো টিউটোরিয়ালটা এখানে দিলে কি হত? শেষে নাহয় আরো টিউটোরিয়ালের জন্য আপনার ব্লগে যাওয়ার আমন্ত্রন জানাতেন। আর কিছু মনে করবেননা, ডিজাইনটা জঘন্য। আগে কাজ শিখুন তারপর কাজ শেখান।