গ্রাফিক্স বা ওয়েব ডিজাইনার যাই হোননা কেন টেক্সটেতো ইফেক্ট দিতেই হয়.কারন প্রায়ই এটার প্রয়োজনীয়তা দেখা দেয়।তাই কিভাবে নজরকারা টেক্সট ইফেক্ট তৈরী করা যায় তা নিচে দেয়া হল।
প্রথমে একটি নতুন ডকুমেন্ট খুলুন ৫০০ বাই ৫০০ Px এর।পরে Edit>Fill থেকে ব্যাকগ্রাউন্ড এর রং কালো করে দিন।
এখন Horizontal Type Tool সিলেক্ট করে নিচের মত অপশনগুলি সেট করুন।
এবার যা ইচ্ছে হয় লিখুন যেমন আমি লিখেছি।
আচ্ছা,এবার Layer>Rasterize>Type করে Rectangular Marquee Tool দিয়ে নিচের মত সিলেক্ট করুন এবং Ctrl+Shift++j প্রেস করে সিলেক্টকৃত অক্ষরটিকে নতুন লেয়ারে নিয়ে আসুন।
এবার নিচের মত দেখাবে
যে লেয়ারটিতে পুরো লেখাটি লিখেছেন সে লেয়ারে গিয়ে প্রথম অক্ষরটির মত প্রতিটি অক্ষর কেটে আলাদা লেয়ারে নিয়ে ইচ্ছেমত Color Overlay থেকে রং দিন।আমি দিয়েছি এগুলো-#074d9d, #0496b7, #00992b, #8c9f09, #a55405,#9f0929.....
এবার সব অক্ষরগুলি মার্জ করে একটি লেয়ারে নিয়ে আসুন(অক্ষরের সবগুলি লেয়ার Ctrl+Click করে সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে Merge Option এ ক্লিক করলেই মার্জ হয়ে যাবে)।তাহলে এখন Ctrl+j প্রেস করে বর্তমান লেয়ারের একটি কপি করুন ও লেয়ারটিতে চলে আসুন এবং Filter>Blur>Motion Blur ক্লিক করে নিচের মত ঠিক করুন
এতে এমন একটি ইফেক্ট পাবেন-
ওকে,ইফেক্ট দিয়েই যেতে থাকি, এবার Select>Load Selection করলে আমাদের মূল লেখাটিতে সিলেকশন নেবে।
এবার মূল লেয়ার(যেখানে লেখাটি প্রথমবার লিখেছেন) এ Blending Option থেকে নিচের মত ঠিক করে ওকে করুন
এখন কপিকৃত লেয়ারটিতে গিয়ে নিচের মত করুন।
ব্যাস কাজ এখানেই শেষ।সবকিছু ঠিকঠাক ভাবে যদি হয়ে থাকে তাহলে শেষ প্রর্যন্ত এরুপ একটি ইফেক্ট পাবেন-
hh এখানে PSD ফাইলটি দেয়া হল।
আমি রেজওয়ান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 23 টি টিউন ও 94 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি মুলত ওয়েব ডেভেলপার।এছাড়া জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পরিসংখ্যান বিভাগে পড়ছি।www.webcoachbd.com সাইটটি ডেভেলপ ও মেইনটিনেন্স আমি করছি।আমি এই সাইটটির একমাত্র স্বত্তাধিকারী।
ধন্যবাদ। খুব ভালো হয়েছে।