আমি হাসান যোবায়ের। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 157 টি টিউন ও 4939 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 166 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।
ধন্যবাদ , আসা করব অন্য টিঊনারদের মতন মাঝ পথে নিরাশ হয়ে যাবেন না। কয়েক বছর আগে একবার ফটোশপ শিখার এটেমড নিয়েছেলাম ইউটিউব এ যথারীতি সার্চ করার পর কেবল ইংলিশ আর উরধূ টিঊটরিয়াল পেলাম সেবার আর শেখা হয় নাই । এবার যখন শুরু করেছি আপনার সাথে সুর মিলিয়ে বলি ” শেষ দেখে ছাড়বো”।
@ক্ষতিয়ান: আশা শেষ পর্যন্ত সাথে থাকবেন। মাঝে মাঝে নিরাশ হয়ে যাই। কেউ রেসপন্স করে না তেমন। সবাই ভিডিও দেখেই খালাস। কি কি সমস্যা রয়েছে বা আরো কি কি এড করলে ভাল হয় এমন কোন পরামর্শ এখন পর্যন্ত পেলাম না। 🙁
হাসান ভাই আমার মনে হয় লিন্ডা এর মত যদি আপনি টিউটোরিয়াল এর সাথে রিলেটেড ইমেজ গুলা আপলোড করে তার ও একটা আলাদা ডাউনলোড লিংক দিয়ে দিতেন তাহলে প্র্যাকটিস করতে সুবিধা হত।
ধন্যবাদ