রঙ নিয়ে যত কিছু -১ …(এডুটিউন )

পশ্চিমা ডিজাইন সমালোচকরা বলে আমরা দক্ষিণ এশিয়ানরা নাকি কালার বুঝিনা। ডিজাইনে পড়তে এসে অবশ্য এর কিছু সত্যতা ও খুঁজে পেয়েছি। তবে সেটা সবার ক্ষেত্রে নিশ্চয় না। এক সেমিনারে শৈবাল সাহা রঙ নিয়ে অনেক কথা বলে ছিলেন। শিখেছি ও কিছু কিছু ( রঙের ব্যাপার সেপার অনেক বিশাল, সারা জীবনেও মনে হয় পুরুটা শিখা সম্ভব না।)আজ ভাবলাম আমার শিক্ষাগুলো সবার সাথে শেয়ার করি।

প্রথমেই বলে রাখছি - আমি এখনও শিক্ষার্থী। ভুল ভ্রান্তি হলে মাফ করে দেবেন। তবে চেষ্টা থাকবে সঠিক তথ্য দেওয়ার।

কারা উপকৃত হতে পারেন-

এক কথায় সব শ্রেণীর পাঠকই শিখতে পারবেন অনেক কিছু। আর যারা ডিজাইন এর সাথে আছেন তারাও মিলিয়ে দেখতে পারেন নিজের জানা তথ্য গুলো।

প্রথেমেই জেনে নিই রঙ নিয়ে কেন ভাববো।

-বলা হয়ে থাকে রঙ একজনের ব্যক্তিত্ব প্রকাশ করে। রঙের মাধ্যমে আপনি যে কারো দৃষ্টি আকর্ষণ করতে পারেন, জানিয়ে দিতে পারেন না বলা কথা। তাই ফ্যাশন ডিজাইনার হন বা ওয়েব ডিজাইনার হন কিংবা সাধারণ একজন স্বামী বা প্রেমিক, রঙের ব্যাপারে খোঁজ খবর রাখাটাই নিরাপদ।

রঙ কি?

বৈজ্ঞানিক ভাবে রঙের সংজ্ঞা অনেক বড়। তবে এক কথায় বলা যায় রঙ হল আলোর বর্ণালীর উপজাত যা মানুষের চোখ দ্বারা শোষিত এবং প্রতিফলিত হয়ে মস্তিস্ক দ্বারা প্রক্রিয়াকৃত হয়ে রঙ হিসাবে ধরা দেয়। তরঙ্গ দৈর্ঘ্যের উপর ভিত্তি করে রঙকে আবার ৭ ভাগে ভাগ করা যায়। এগুলো আমরা সবাই জানি।তাই আর আলোচনা করলাম না।

বেসিক কালার স্কিম

আগেই বলেছি রঙ নিয়ে বলতে গেলে অনেক কিছু আসে,তাই এক পোস্টে পুরুটা আলোচনা করা সম্ভব না। আজকের পোস্টে যা থাকছে-

১। কালার হুইল বা রঙের চাকতি

প্রথম কালার হুইলের ধারনা দেন স্যার আইজাক নিউটন 1666 সালে। যার মাধ্যমে রঙ গুলোকে বর্ণীও সম্পর্ক অনুযায়ী সাজানো হয়। পরবর্তীতে তা সম্পাদিত হয়ে বর্তমান অবস্থায় এসেছে।

এই রঙ গুলোকে আবার ভাগ করা হইছে-

প্রাথমিক রঙ (Primary color) : সেই রঙ গুলু যাদেরকে অন্য রঙ দিয়ে তৈরি করা যাবেনা। লাল, হলুদ এবং নীল এই দল ভুক্ত।

দ্বিতীয় রং (Secondary Colors) : যারা দুই প্রকার প্রাথমিক রঙের মিশ্রণ দ্বারা অর্জিত রং। এরা সবুজ, কমলা এবং বেগনি-লাল (Purple).

তৃতীয় রং (Tertiary Colors) : যারা প্রাথমিক এবং দ্বিতীয় রঙের মিশ্রণ দ্বারা অর্জিত রং।

সম্পূরক রং (Complementary Colors): যারা কালার হুইলে একে অপরের বিপরীতে অবস্থিত রং।

অনুরূপ রং (Analogous Colors) : কালার হুইলের উপর অবস্থিত একসঙ্গে থাকা রং রঙ গুলো।

উষ্ণ এবং শীতল রং

কালার হুইল কে উষ্ণ এবং শীতল রং বিভক্ত করা যায়।

উষ্ণ রং গুলো হয়ে থাকে উজ্জ্বল, গতিময়।

শীতল রং গুলোর মধ্যে শান্ত শ্রান্তি ভাব থাকে।

অন্য দিকে সাদা, কালো এবং ধূসর কে নিরপেক্ষ রং হিসাবে বিবেচনা করা হয়।

অনেক সময় লাগলো এই অল্প একটু লিখতে। আজকে এই পর্যন্তই।পরবর্তী পোস্টে উষ্ণ এবং শীতল রং নিয়ে বিস্তারিত ,Tints, শেড, টোন, রঙের হারমনি এবং ভিবিন্ন রঙের অর্থ নিয়ে আলোচনা করব। সঙ্গেই থাকুন।

Mirza Ahmed
Student of Fashion designing

BUFT

রঙ নিয়ে যত কিছু -২

পূর্বে http://www.piokaha.com ফ্যাশন ব্লগে প্রকাশিত।

Level New

আমি mam13113। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 11 টি টিউন ও 35 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

vablam tune ta aro boro hobe, porte portei sesh hoye gelo. Good one 🙂 Chaliye jaan….

    Level New

    @Rashed: হতাশ করার জন্য দুঃখিত। বাংলা লিখতে খুব কষ্ট হয় ভাই। অনেক সময় লেগে যায়। তাই দ্রুত শেষ করতে হল। তবে আগামিতে ভালো কিছু পাবেন।

aro chi
thank you

    Level New

    @ম্যাকসন: ভাই আমার ফ্যাশন ব্লগে প্রকাশিত বলে পোস্ট গুলো লাইফ স্টাইল জাতীয় হয়, কিন্তু tt তো technology ব্লগ, তাই সব গুলো এইখানে শেয়ার করা যাচ্ছেনা।

Level 0

thank you 🙂

ভাল লাগলো 🙂 আমিও বিএউএফটি র স্টুডেন্ট :p