টিউটোরিয়াল নিয়ে টিউন করে বুঝতে পারছি কেন অন্য সবাই টিউটোরিয়াল চেইন টিউন শুরু করেও ছেড়ে দেয়। এর অন্যতম কারণ হলো যাদের জন্য এত কষ্ট করে টিউটোরিয়াল তৈরি করা হয় তাদের কোন সাড়া শব্দ পাওয়া যায় না। 🙁 এমন না যে টিউটোরিয়াল কেউ দেখছে না; দেখছে কিন্তু তেমন রেস্পন্স দিচ্ছে না। কারণ কি কেউ বলতে পারেন?
আমার অন্যান্য টিউনের তুলনায় টিউটোরিয়াল টিউনে তেমন সাড়া পাচ্ছি না। 🙁 দয়া করে সাড়া দিবেন। না হলে কিভাবে বুঝবো টিউটোরিয়ালের অদৌ দরকার কিনা।
ইউটিউব ব্রাউজ কিভাবে করতে হবে আগের টিউনে বলেছি তাই এখানে আবার দিচ্ছি না। তবে অনেকেই বলছেন ডাউনলোড করতে পারছেন না। কিভাবে ব্রাউজ এবং ইউটিউব ভিডিও ডাউনলোড করবেন তা জানার জন্য দেখুন এই পোস্ট।
এই পর্বে ফাইল কিভাবে সেভ করা যায় সেটা নিয়ে আলোচনা করা হয়েছে। অনেক ফরম্যাটের ভিড়ে কোন ফরম্যাট ব্যবহার করবেন সেটা জানতে পারবেন এই টিউটোরিয়াল এ।
নতুন এই পর্বে crop Tool এবং perspective tool নিয়ে আলোচনা করা হলো।
খুবই আনন্দের সাথেই জানাচ্ছি বাংলাদেশে ইউটিউব বন্ধ থাকা সত্ত্বেও ভিডিও টিউটোরিয়ালগুলো এখন পর্যন্ত ১৬০০+ বার দেখা হয়ে গেছে। আশা করি এই ভিউ সংখ্যা ১৫০০০ এ যেতে বেশিদিন লাগবে না। 🙂
এই পর্বে luminance নিয়ে আলোচনা করা হয়েছে। সাথেই থাকুন।
এই পর্বে অটো কমান্ডগুলো সম্পর্কে আলোচনা করা হয়েছে। আশা করি কাজে লাগবে।
এই পর্বে হিস্টোগ্রাম নিয়ে আলোচনা করা হয়েছে। গ্রাফের সাহায্যে ইমেজ সম্পর্কে ধারণা পেতে হিস্টোগ্রামের ভুমিকা রয়েছে অনেক।
পুরো টিউনটি উপরে দেয়া আল্ট্রা সার্ফ ওপেন করে দেখলে ভাল মতো দেখা যাবে।
সব শেষে আমার ফেসবুক ফ্যানপেজের সাথে পরিচয় করে দিচ্ছি। নিয়মিত আমার সকল পোস্টের আপডেট পেতে আমার ফ্যানপেজে জয়েন করুন। আপনাদের যদি কোন উপকার করে থাকি তাহলে আমার ফ্যানপেজে একটা লাইক আশা করতেই পারি। আশা করি নিরাশ করবেন না।
আমি হাসান যোবায়ের। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 157 টি টিউন ও 4939 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 166 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।
নতুন কিছু করার দারুন আকাঙ্ক্ষা!
hasan jobayer vai … amader oneker ai shomossha j bandwith kom speed kom tai download kore dekhty problem hoy jamon dhorun graphics er bishoy e amar agroho acy apnar tune er notification o dekhci but download kore dekhy kaj korty parci na pdf file dily amader jonno shubidha hoto…r tune er jonno thanks