২ দিন আগে একটা পোস্ট করেছিলাম আমার করা দুটি 3ds Max Design নিয়ে। অনেকে অনেক রকম মন্তব্য করেছে। সেই মন্তব্যর ফলাফলই বলা চলে এই ডিজাইনটি। এটিও কোন Tutorial দেখে করা না। নিজের করা। ছবি বড় করে দিলে ভালো হতো, কিন্তু দেয়া যাচ্ছে না। যারা যারা মন্তব্য করেছেন তাদের সবাইকে ধন্যবাদ। For more info visit----> www.saifulsworld.webs.com
আগের টিউন-- https://www.techtunes.io/graphics-designing/tune-id/154190
আমি সাইফুল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 8 টি টিউন ও 34 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
সাইফুল সাহেব খুব সুন্দর হয়েছে তবে টি-টেবিলের ডিজাইনটায় একটু খেয়াল করুন টি-টেবিলটা তুমি সুফার নিচু করে রেখেছ। ডিজাইনটা সুফা এবং টি-টেবিল উচ্চতা সমান সমান হবে। ডিজাইন করার আগে এগুলোও খেয়াল রাখতে হয়। তবে চালিয়ে যাও ভবিষ্যৎ উজ্জল হওয়ার সম্ভবনা বেশি।