VGA ক্যামেরায় উঠানো ছবি কে সুন্দর করে তুলুন Adobe Light Room দিয়ে

আমি যে পোস্টটা লিখছি তা অনেকরই হয়ত জানা। যারা না জানেন তাদের জন্য আমার এই পোস্টটা।

আমাদের অনেকেরই মোবাইল আছে যাতে VGA ক্যামেরা আছে। কিন্তু সমস্যা হল VGA ক্যামেরায় উঠানো ছবি সাধারনত ভাল হয় না। আপনি যদি চান তাহলে VGA ক্যামেরায় উঠানো ছবি প্রিন্ট করতে পারেন। আর তার জন্য আপনাকে যা করতে হবে তা হল Adobe Light Room আপনার পিসিতে থাকতে হবে।

প্রথমে এই লিঙ্ক থেকে সফটওয়্যারটা ডাউনলোড করে নিন ।

কার্যপ্রণালী -

  • ১. প্রথমে Adobe Light Room অপেন করুন।
  • ২. File>Import Photo from Disk আপনার ছবি টি Import করুন।
  • ৩. তারপর ডান পাশের Window তে saved preset পুলডাওন মেনু দেখতে পাবেন default setting সিলেক্টেড আছে ওখান থেকে Creative-cyanotype select করুন। তারপর আবার saved preset পুলডাওন মেনু থেকে Creative-Direct Positive select করুন।
  • ৪. এখন Saved preset পুলডাওন মেনুর নিচে white Balance পুলডাওন মেনু থেকে Auto select করুন।
  • ৫.Tone control window থেকে auto tone Button-এ ক্লিক করুন। Clarity প্রয়োজন মত কমিয়ে নিন। এছাড়াও আরো আন্যান্য parameter আছে তাদের কে কমিয়ে বাড়িয়ে ছবি সুন্দর করতে পারেন।
  • ৬. File>Export গিয়ে location দেখিয়ে দিয়ে Export button-এ ক্লিক করুন।

কোন ভুল থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।

Level 0

আমি বিস্ময় বালক। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 39 টি টিউন ও 68 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

eta to brother, buy/try korar jonno download kora jai….buy korar taka nai…try korle koto din use korte dibe?

কেন কপি পেস্ট করেন ?

আপনার লেখার ঠিক নিচেই দেখুন “আপনার জন্য আরও টিউন” রয়েছে । ”
VGA ক্যামেরায় উঠানো ছবি কে সুন্দর করে তুলুন Adobe Light Room দিয়ে ” এখান থেকে হুবহু কপি করে দিলেন ?
https://www.techtunes.io/tips-and-tricks/tune-id/3191

failamir akta sima thaka dorkar

https://www.techtunes.io/tips-and-tricks/tune-id/3191 আমার পোস্ট । হুবহু কপি মারেলন মিয়া? তাড়াতাড়ি রিমুভ মারেন । ফাজিল কোথাকার