সালাম সবাইকে, আশা করি মহান আল্লাহ তায়ালার রহমতে সবাই ভাল আছেন । আবারও হাজির হলাম কিছু দেওয়ার জন্য, হয়ত সবার ভাল নাও লাগতে পারে আবার অনেকের ভাল লাগতেও পারে । বকবকানি বাদ দিয়ে কাজের কথায় আসি ।
যে ভাইবোনরা graphic design & image editing করেন হয়ত তাদের কাজে লাগবে সফটওয়্যারটির নাম Xara Designer Pro X সাইজ মাত্র 89 mb যদি মেইন পেইজ দেখতে চান এখান থেকে দেখে নিন ।
সফটওয়্যারটির দাম মাত্র $299.00 বাংলাদেশের টাকায় প্রায় 24435 টাকা 🙁 তাতে কি হয়েছে আমরা ব্যবহার করব ফুলভার্সন তাও আবার ফ্রীতে 🙂
প্রথমে ডাউনলোড করে নিন এখান থেকে আর registration ফাইল সাথে দেওয়া আছে পাসওয়ার্ড arifkhan
সফটওয়্যারটি ইন্সটল করুন সাধারন নিয়মেই, ইন্সটলের পর আপনি ৩০ দিনের জন্য সফটওয়্যারটি ব্যাবহার করতে পারবেন নিচের ছবি দেখুন
Exit program ক্লিক করুন এবং registration করার ফাইলটি ওপেন করুন
registration ফাইলটি ওপেন করলে এই রকম পাবেন, Protein ফাইলটি কপি করুন এবং C:\Program Files\Xara\Xara Designer Pro X\Protein নামের একটি ফোল্ডার আছে ফোল্ডারটি ওপেন করে সেখানে replace করুন, এবার ডেক্সটপ থেকে Xara Designer Pro X ওপেন করুন
ওপেন করলে এই রকম পাবেন আর উপভোগ করুন আজীবনের জন্য, এটা দিয়ে কিভাবে কাজ করে আমি পারি না তাই ঘাটাঘাটি করলাম না।
===================================================================================================
বর্তমান সময়ে সবাই যার যার কাজে অনেক বড় তাই নিজের একটি ভিজিটিং কার্ড না থাকলে কি হয় ? তাই আপনাদের জন্য নিয়ে আসলাম EximiousSoft Business Card Designer সাইজ মাত্র 11.7 mb । যদি মেইন পেইজ দেখতে চান এখানে দেখে নিতে পারেন। সফটওয়্যারটির দাম মাত্র $29.95 আপনার জন্য শুধুমাত্র ফ্রী এবং ফুলভার্সন । সফটওয়্যারটি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন পাসওয়ার্ড arifkhan
ইন্সটল করুন সাধারন ভাবেই registration করার জন্য key সাথে দেওয়া আছে
ইন্সটল করার পর এভাবে পাবেন
registration করতে দেখানো জায়গায় ক্লিক করুন এবং registration বক্সে কী টা পেস্ট করে দিন উপভোগ করুন আজীবনের জন্য ।
পারি না তার পরেও নিজের নামের কার্ডটি দেখতে কেমন হয় একটু টেস্ট করলাম 🙂
=================================================================================================
যারা অনলাইনে থাকেন তাদের ল্যাপটপ নাই এমন মানুষ খুব কম আছে । ল্যাপটপ আছে তাই ব্যাটারির জামেলাও আছে তাই আপনাদের জন্য নিয়ে এলাম Battery Care 200.9.8.12 ফাইল সাইজ মাত্র 1 mb । ফাইলটি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন পাসওয়ার্ড arifkhan
আমার সবগুলি টিউন দেখতে চাইলে এখানে দেখুন
আর কি আজ এই পর্যন্তই আবার দেখা হবে কোন একদিন কোন এক সময়ে সেই পর্যন্ত সবাই ভাল থাকুন সুস্থ আল্লাহ হাফেজ ।
আমি অর্জন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 10 টি টিউন ও 417 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
nice tune