৩টি সফটওয়্যার প্রয়োজন মনে করলে নিয়ে নিতে পারেন

সালাম সবাইকে, আশা করি মহান আল্লাহ  তায়ালার রহমতে সবাই ভাল আছেন । আবারও হাজির হলাম কিছু দেওয়ার জন্য, হয়ত সবার ভাল নাও লাগতে পারে আবার অনেকের ভাল লাগতেও পারে । বকবকানি বাদ দিয়ে কাজের কথায় আসি ।

যে ভাইবোনরা  graphic design & image editing করেন হয়ত তাদের কাজে লাগবে সফটওয়্যারটির নাম Xara Designer Pro X সাইজ মাত্র 89 mb যদি মেইন পেইজ দেখতে চান এখান থেকে  দেখে নিন ।

সফটওয়্যারটির দাম মাত্র $299.00 বাংলাদেশের টাকায় প্রায় 24435 টাকা 🙁  তাতে কি হয়েছে আমরা ব্যবহার করব ফুলভার্সন তাও আবার ফ্রীতে 🙂

প্রথমে ডাউনলোড করে নিন এখান থেকে  আর  registration ফাইল সাথে দেওয়া আছে  পাসওয়ার্ড arifkhan

সফটওয়্যারটি ইন্সটল করুন সাধারন নিয়মেই, ইন্সটলের পর আপনি ৩০ দিনের জন্য সফটওয়্যারটি ব্যাবহার করতে পারবেন নিচের ছবি দেখুন

Exit program ক্লিক করুন এবং registration করার ফাইলটি ওপেন করুন

registration ফাইলটি ওপেন করলে এই রকম পাবেন, Protein ফাইলটি কপি করুন এবং  C:\Program Files\Xara\Xara Designer Pro X\Protein নামের একটি ফোল্ডার আছে ফোল্ডারটি ওপেন করে সেখানে replace করুন, এবার ডেক্সটপ থেকে Xara Designer Pro X ওপেন করুন

ওপেন করলে এই রকম পাবেন আর উপভোগ করুন আজীবনের জন্য, এটা দিয়ে কিভাবে কাজ করে আমি পারি না তাই ঘাটাঘাটি করলাম না।

===================================================================================================

বর্তমান সময়ে সবাই যার যার কাজে অনেক বড় তাই নিজের একটি ভিজিটিং কার্ড না থাকলে কি হয় ? তাই আপনাদের জন্য নিয়ে আসলাম  EximiousSoft Business Card Designer সাইজ মাত্র 11.7 mb । যদি মেইন পেইজ দেখতে চান এখানে দেখে নিতে পারেন। সফটওয়্যারটির দাম মাত্র  $29.95  আপনার জন্য শুধুমাত্র ফ্রী এবং ফুলভার্সন । সফটওয়্যারটি ডাউনলোড করতে এখানে  ক্লিক করুন পাসওয়ার্ড arifkhan

ইন্সটল করুন সাধারন ভাবেই registration করার জন্য key সাথে দেওয়া আছে

ইন্সটল করার পর এভাবে পাবেন

registration করতে দেখানো জায়গায় ক্লিক করুন এবং registration বক্সে কী টা পেস্ট করে দিন উপভোগ করুন আজীবনের জন্য ।

পারি না তার পরেও নিজের নামের কার্ডটি দেখতে কেমন হয় একটু টেস্ট করলাম 🙂

=================================================================================================

যারা অনলাইনে থাকেন তাদের ল্যাপটপ নাই এমন মানুষ খুব কম আছে । ল্যাপটপ আছে তাই ব্যাটারির জামেলাও আছে  তাই আপনাদের জন্য নিয়ে এলাম Battery Care 200.9.8.12 ফাইল সাইজ মাত্র 1 mb । ফাইলটি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন পাসওয়ার্ড arifkhan

আমার সবগুলি  টিউন দেখতে চাইলে এখানে দেখুন

আর কি আজ এই পর্যন্তই আবার দেখা হবে কোন একদিন কোন এক সময়ে সেই পর্যন্ত সবাই ভাল থাকুন সুস্থ আল্লাহ হাফেজ ।

Level 0

আমি অর্জন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 10 টি টিউন ও 417 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

nice tune

Level 0

আমি একবার রার ফাইল নোট প্যাডের সাহায়্যে খুলে ফেলেছিলাম এখন পর্যন্ত সমস্যায় আছি রার ফাইলে ক্লিক করলেই নোটপ্যাড ওপেন হয়। কিভাবে এ থেকে মুক্তি পাব বা কিভাবে এই রার থেকে সফটওয়্যার ইন্সটল করব কেউ জানলে জানিয়ে বাধিত করবেন। http://carifahmad.blogspot.com

    @carifahmad: আপনি যে রার ফাইলটি এক্সট্র্যাক্ট করতে চান তার উপর রাইট ক্লিক করে দেখবেন মেনুতে Open with.. নামের একটি অপশন আছে । ওখানে ক্লিক করলে আপনার কম্পিউটারে ইন্সটল অবস্থায় থাকা কিছু সফটওয়্যার দেখাবে । সেখান থেকে আপনি win rar/win zip/7 zp (যা আপনার পিসিতে ইন্সটল করা আছে ) সিলেক্ট করবেন । এরপর নিচের দিকে দেখবেন “Always select……” লেখা আছে । এর পাশে টিক চিহ্ন দেয়াই থাকবে । তবুও আপনি একবার টিক উঠিয়ে পুনরায় টিক দিয়ে OK চেপে বের হয়ে আসুন ।

    এরপর রার ফাইলে রাইট ক্লিক করলে Extract অপশন দেখতে পাবেন । এভাবে আপনি রার ফাইল এক্সট্র্যাক্ট করতে পারবেন ।

      Level 0

      @রুমার: ধন্যবাদ ভাই। আরেকটু সাহায্য করেন। আমি সার্চ এ win rar/win zip সার্চ দিলে win.com প্রোগ্রামটি আসে এবং এটি উইন্ডো ফোল্ডারের system 32 এর মধ্যে আছে আমি ওভাবে ওপেন উইথ উইন কম দেখিয়ে দেয়ার পর সৃস্ট আইকনে ক্লিক করলে কোন রেসপন্স পাচ্ছি না বা এক্নট্রাক্ট করার জন্য রাইট ক্লিক করলেও জিপ ফাইলে যেমন এক্সট্রাক্ট অল অপশন দেখা যায় তা দেখা যাচ্ছে না।
      আরেকটু বিরক্ত করলাম শেষ ফিনিশিং টা দিবেন??

        @carifahmad: ভাই আপনি winrar, winzip অথবা 7zp সংগ্রহ/ডাউনলোড করে ব্যাবহার করুন ।

        http://filehippo.com/software/archiving/ এই ঠিকানায় গিয়ে দেখতে পারেন।

          Level 0

          @রুমার:বড় দেরি করে ফেলসেন ভােই। আপনাকে অনেক ধন্যবাদ। আমি গুগলে মামার সাহায্য নিয়ে কাজটি সেরে ফেলেছি।

      @carifahmad: @রুমার: “”আমি একবার রার ফাইল নোট প্যাডের সাহায়্যে খুলে ফেলেছিলাম এখন পর্যন্ত সমস্যায় আছি রার ফাইলে ক্লিক করলেই নোটপ্যাড ওপেন হয়””
      সমাধান নিয়ে নিন আপনাকে এত কষ্ট করে এত কিছু করার দরকার নেই শুধু ফাইলটির নাম পরিবর্তন করুন মানে Rename যেমন আপনার ফাইলের নাম ছিল khaikhai.rar এখন হয়ে গেছে শুধু khaikhai তাই এটার .rar লিখে দিন ব্যাস কাজ শেষ আপনার ফাইলটি নোটপ্যাড থেকে রার ফাইলে পরিণত হয়ে যাবে । ধন্যবাদ

        @অর্জন: তাই নাকি ভাই ? আপনি হয়ত জানেন না যে আপনি একটি ফাইলের শেষে এভাবে রিনেম করে দিলেই হবেনা । আপনাকে এজন্য ফোল্ডারস ভিউ থেকে Hide extensions for known file types এর টিক চিহ্ন উঠিয়ে দিতে হবে । নইলে ফাইলের শেষে এক্সটেনশন কি আছে এটা আপনি বলতে পারবেন ফাইলের আইকন দেখে ! কিন্তু, এক্ষেত্রে আপনি নতুন হলে কীভাবে বুঝবেন ? সমাধান যখন দিলেনই তখন কেন খুলে বলবেন না ? আর, আপনার মতে যদি khaikhai নোট প্যাড দিয়ে খুললে এর এক্সটেনশন পরিবর্তন হয়ে যায় তবে তো এটা khaikhai হবেনা ! হবে khaikhai.txt ! নয় কি ?

        আর আমি আপনার কথা শুনে একটি রার ফাইলকে নোট প্যাড দিয়ে খুলে দেখলাম । শুধুমাত্র এর আইকন নোটপ্যাডে পরিবর্তন হয়েছে, এর এক্সটেনশন কিন্তু ঠিকই ছিল !! আশা করি আপনি বুঝতে পেরেছেন ।

valo laglo prio te raklam pore Download>

আপনাকে অনেক ধন্যবাদ