এই ভিডিও টিউটোরিয়ালটিতে আমরা জানব ফটোশপের Content Aware Fill অপশনটি সম্পর্কে। এটি CS5-এর নতুন এবং খুব দরকারী একটি অপশন। এই টিউটোরিয়ালে আপনারা দেখবেন কিভাবে Content Aware Fill অপশনটি ব্যবহারের মাধ্যমে ছবি থেকে যে কোন অপ্রয়োজনীয় অংশ খুব সহজে এবং অল্প সময়ে দূর করে ফেলা যায়। আর এই টিউটোরিয়ালটির মাধ্যমে আমরা আমাদের ভিডিও টিউটোরিয়ালের কাজ শুরু করলাম। কেমন হল, প্লিজ জানাবেন…
যাদের ইন্টারনেট স্পীড স্লো, ইউটিউবে দেখতে গিয়ে ঝামেলায় পড়ে যান, তাদের জন্য
ডাউনলোড লিঙ্কঃ http://www.mediafire.com/?97tff70wf8fwm69
আমি ছবির ছেলে। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 9 টি টিউন ও 49 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
শেখার চেষ্টা করছি অনেক কিছুই।কিন্তু শেষ পর্যন্ত শেখা হয় না কিছুই।তারপরও যতটুকু শিখতে পারি তা শেয়ার করতে ভালোবাসি অন্যদের সাথে।পড়াশোনা অন্য বিষয়ে হলেও কম্পিউটারের প্রতি রয়েছে অদম্য আগ্রহ।মাঝে মাঝে মনে হয় এরচেয়ে আর ভালো কোনো বন্ধু হতেই পারে না।স্বপ্ন অনেক, তার মধ্যে একটি হলো গ্রাফিক্স ডিজাইনার হওয়া।তাইতো আজকে আমার এই...
থ্যংকস ফর ইওর টিউটোরিয়াল। আই নীড সি এস ৩ টিটি।