Photoshop এ টেকটুইটস রেইনবো টেক্সট ইফেক্ট তৈরী করুন

এই টিউটোরিয়াল এ আমরা শিখব কিভাবে খুব আকর্ষণীয় রংধনু  টেক্সট ইফেক্ট তৈরি করা যায়? টুইট এর Source ফাইল গুলো ডাউনলোড করে নিন ‍, যা আপনার কাজকে কনেক সহজ করবে।

 

Step – 1:

প্রথমে 500 × 500 পিক্সেল সাইজের ইমেজ নিন। বেকগ্রাউন কালার Black করুন।

Step – 2:

Character Layer এ Font Family = SutonnyMJ, Font Size = 25pt, Tracking = 200 সেট করুন। Horizontal Type Tool  ব্যবহার করে টেকটুইটস লিখুন।

Step – 3:

এর পর Layer > Rasterize > Type  কমাণ্ড দিন। Rectangular Marquee Tool  ব্যবহার করে Ctrl+Shift+J  প্রেস করুন। যার ফলে Layer1 নামক একটি নতুন লেয়ার তৈরী হবে।

Step – 4:

Add a layer style এ Color Overlay ক্লিক করুন।

Step – 5:

Bland Mode এর কালার এ ক্লিক করুন। কালর #800cb6  সেট করুন।

Step – 6:

ঠিক Step – 3, 4, 5 এর মত করে তে (# 074d9d) কালার, তে (# 0496b7) কালার, টু তে (# 00992b) কালার, তে (# 8c9f09) কালার,  তে (# a55405) কালার, তে (# 9f0929) কালার সেট করুন।মনে রাখবেন যত বার Rectangular Marquee Tool  ব্যবহার করে Ctrl+Shift+J  প্রেস করবেন প্রতি বারই মূল ( টেকটুইটস ) লেয়ারে সিলেক্ট থাকতে হবে। নিচের ইমেজ এর মত তৈরী করুন।

Step – 7:

সকল লেয়ার গুলোকে merge (Ctrl+E ) করুন। একবার Ctrl+J প্রেস করুন ।মূল ( টেকটুইটস )  লেয়ারে সিলেক্ট করে Filter > Blur > Motion Blur  কমাণ্ড দিন। Angle = -90, Distance = 100  সেট করে OK ক্লিক করুন।

Step – 8:

উপরের ( টেকটুইটস Copy ) লেয়ার সিলেক্ট করুন। Select > Load Selection কমাণ্ড দিন।  এখন  Rectangular Marquee Tool সিলেক্ট করুন। এবার  Alt button ধরে লিখাকে হাফ সিলেক্ট করুন।

Step – 9: গ্রেডিয়েন্ট টুল থেকে সাদা রং দিয়ে নির্বাচিত এলাকায় পূরণ করুন।

Step – 10:

কষ্ট কইরা Ctrl+D প্রেস করুন। আবার Character Layer এ Font Family = SutonnyMJ, Font Size = 10pt, Tracking = 25 সেট করুন এবং Horizontal Type Tool  দিয়ে “প্রযুক্তি কিটচর মিচির” লিখাটি লিখুন। Note: Ctrl+T ব্যবহার করে নিচের ইমেজের মত তৈরী করতে পারেন।

Step – 11:

Add a layer style এ Gradient Overlay ক্লিক করুন। Gradient  = Spectrum, Angle = 0 সেট করুন।

Step – 12:

পর্যায় ক্রমে #800cb6, #074d9d#0496b7#00992b#8c9f09#a55405 এবং #9f0929 সেট করুন।Ok এবং ok ক্রিক করুন।

Step – 13: আশাকরী এখন এই অনেক কাক্ষিত টেকটুইটস রেনবো টেক্সট ইফেক্ট তৈরী হবে ।

নিজে চেষ্টা করুনতো একানা (একটু )

 

Level 0

আমি Abdul Mannan Asif। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 17 টি টিউন ও 31 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

ভাল কিছু করতে গেলে অনেক কষ্ট পোহাতে হয়, কিন্তু একটা সময়ের পর কাজের ফলটা চরম আনন্দ দেয় :) মুখবইয়ে আমি ২০১১ইং খেকে টেকটুইটস এবং টেকপৃথিবীতে এডমিন, ২০১২ইং থেকে NanoItBD তে Executive Programmer হিসাবে কাজ করছি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

NICE TUNE. I LINK ADOBE PHOTOSHOP AND ILLISTRATOR
THANK YOU FOR NICE TUNE

Bhaia, Khub valo hoisa. But lekha gula jodi Konshumj te likhten tahole mone hoy beshi valo hoito.

ভাই ছোট্ট একটা কথা,আপনি একটা টিউটোরিয়াল আমাদের সামনে উপস্থাপন করেছেন যেটার শিরোনাম টেকটুইটস রেইনবো টেক্সট ইফেক্ট।এখন দয়া করে জানাবেন কি রেইনবো টেক্সট ইফেক্টটি কবে থেকে টেকটুইটস রেইনবো টেক্সট ইফেক্ট হল এবং হলে আপনারা কি এটার কপিরাইট ক্লেইম করেছেন(না করলে করে ফেলুন) 😛 ।জাতি যতদূর জানে এ নামে কোন টেক্সট ইফেক্ট নেই বড়জোর এমন হতে পারে রেইনবো টেক্সট ইফেক্ট দিয়ে লেখাটি তৈরি করা হয়েছে আর আপনি আমাদের এভাবে ইফেক্ট দেওয়াটা শিখাচ্ছেন।

আশা করি বুঝতে পেরেছেন।খুব সুন্দর টিউন হয়েছে আর এটাও খুব বড় কোন বিষয় না তবে পরিবর্তন করে দিতে পারেন

জটিল টিউন! আপনার টিউন দেখে ইঙ্কস্কেপে একটা বানাইলাম 😀
অচেনা বালক ভাই আপনেও দেখতে পারেন 😛

Khub e shundor ture.Dhonnobad