ছবি নিয়ে দারুন সব কাজ :: গ্রাফিক্স ডিজাইনার হতে হবে না:: চমকে দিন অন্যকে!!!!

বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামুআলাইকুম । সবাইকে আমার আন্তরিক প্রীতি, সম্মান, শুভেচ্ছা ও ভালবাসা জ্ঞাপন করছি। আশাকরি আল্লাহ্‌র অশেষ রহমতে সবাই ভালো আছেন।

আমি চাই সবাই এক এক জন ডিজাইনার হয়ে উঠবে। কাজের চমকে ভুলে যাবে নিজেকে। নিত্যদিন নিজেকে নিজে অতিক্রম করে যাবে। দিয়ে যাবে ব্যাতিক্রমি উপহারের পর উপহার। আমার ক্ষুদ্র জ্ঞানে মনেকরি কাজ শেখার মূল মন্ত্র হল সবার আগে আগ্রহ তৈরি হওয়া। আমি আপনাদের সবসময় সহজ জিনিস উপহার দিতে চেয়েছি তার মানে এই নয় যে কঠিনকে এড়িয়ে গিয়েছি। আমি চাই আপনারা আমার সাথে থাকুন। ধীরে ধীরে এগিয়ে যাই কৃটিক্যালের রাজ্যে।

কাজটি শুরু করতে এখানে ক্লিক করুন 

ওয়েব সাইটটি একটু নেড়েচেড়ে দেখলে বুঝতে পারবেন। এখানের যে স্টাইলটি আপনার পছন্দ হয় সেটির উপরে ক্লিক করুন

আপনার পছন্দের স্টাইলটি ক্লিক করার পর এরকম দেখতে পাবেন। From Disk ক্লিক করে আপনার কাঙ্খিত ছবিটি ওপেন করুন।

ওপেন করা ছবিটির প্রিভিউ দেখতে পাবেন। যেমন আমার ছবিটি দেখাচ্ছে।

১. আবার শুরু করতে চাইলে।

২. ইফেক্ট বা স্টাইল পরিবর্তন করতে চাইলে।

৩. ছবি পরিবর্তন করতে চাইলে।

৪. ফেসবুক কিংবা  টুইটারে শেয়ার করতে চাইলে।

৫. ছবিটি সেইভ করতে চাইলে।

৬. ই-মেইলে ই-কার্ড হিসেবে সেন্ড করতে চাইলে।

ফেসবুক কিংবা  টুইটারে এভাবে শেয়ার করতে পারেন।

এখান থেকে করা হয়েছে।

 

 

 

ছবির আউটপুটের সাথে ওয়েবসাইটটির এড্রেস যুক্ত করা থাকে। যদি এই যুক্ত করা লেখাটি সরানোর উপায় জানা না থাকে তাহলে ম্যানুয়্যালি কিভাবে সরানো যায় তা নিয়ে আলাদা একটি টিউন করবো। দয়া করে জানাবেন।

কেউ অফলাইনে এই কাজগুলো করতে চাইলে আমার এই টিউনটি দেখতে পারেন। টিউনটি দেখার জন্য এখানে ক্লিক করুন।

কষ্ট করে আমার এই টিউনটি দেখার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি আপনাদের ভালবাসায় সিক্ত ও পরিতৃপ্ত। আপনাদের ব্যাপক সাড়া আমার নিত্যদিনের প্রেরণা।

Level 2

আমি মোঃ আসিফ- উদ-দৌলাহ্। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 115 টি টিউন ও 1147 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

মা ও বাংলা ভাষার কাঙ্গাল


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

জটিল জিনিস ! আপনার নিত্য নতুন আবিষ্কারের কল্যানে এ্যনিমেশন আগ্রহ বাড়ছে । আবসরে একটু ঘাটাঘাটিও করছি । ভালই লাগতেছে ।

Level 0

সুন্দর পোস্ট , জটিল জিনিস !

ওয়াও!!! দারুন।

ভালই মনে হচ্ছে,তবে ছবির চাইতেও মানুষের আবেগ প্রকাশের ভাষা অনেক বিস্তৃত বলে ছবির মাঝে কোন কিছুকে ধরে রাখতে আগ্রহ কম।হয়ত একদিন ক্যামেরার ক্ষমতা মানুষের চোখের মতই হবে।তখন হয়তবা আমি থাকব না,তবে থাকলে অবশ্যই আমার আরেক শখ ফটোগ্রাফির বিষয় প্রকৃতি থেকে মানুষ হবে 🙂

    @Ochena Balok: ছবির মাধ্যমে স্মৃতিকে জানা অজানা সবার সাথে খুব সহজে শেয়ার করা যায়। আর আবেগ একদম নিজস্ব ব্যাপার। ধন্যবাদ চমৎকার টিউমেন্টের জন্য!!!

Level 0

fatafti tune bro.duaa roilo.

Level 0

জটিল জিনিস তো। অনেক ধন্যবাদ।

অজস্র ধন্যবাদ।

বরাবরের মতোই চিত্রে চিত্রে চিত্তাকর্ষক প্রানবন্ত টিউন হয়েছে ছোট নবাব।

ছবি আর কবি, কোথায় যেন এক অসাধারন মিল দেখা যায়। হয়তো আসিফ ভাই সেটা বুঝতে পেরেছেন।

Level 0

,kiu.

Nice