বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামুআলাইকুম । সবাইকে আমার আন্তরিক প্রীতি, সম্মান, শুভেচ্ছা ও ভালবাসা জ্ঞাপন করছি। আশাকরি আল্লাহ্র অশেষ রহমতে সবাই ভালো আছেন।
বর্তমান প্রেক্ষাপটে বাচ্চাদের ছবি আঁকা ফরজ হয়ে দাঁড়িয়েছে। যাদের সমর্থ আছে তারা অংকন টিচার দিয়ে শিশুকে ছবি আঁকা শিখাচ্ছেন। বাচ্চামন হল উর্বর জমির মত। আজ যে বিষয়টি শিশুর মনে ভালোলাগা দিয়ে গ্রহন করাতে পারবেন তা শিশুমনে স্থায়ী ভাবে গেঁথে থাকবে। আর জোর করে কিছু করানো হলে তাতে হয়তো আজ ভাল ফল দেখিয়ে কাল তা ভুলে যাবে। আজকের এই টিউনটি ছবিতে রং করা বিষয়ক। যদি শিশুকে কিছুটা আনন্দের মাধ্যমে কিছু শিখাতে পারেন তাতে দোষ কি? আর সেই সাথে নিজেরও একটু ঝালাই হয়ে গেলো!!!
এখানে বিভিন্ন ক্যাটাগরির হাজার হাজার ছবি পাবেন।
আমি Build a home এর মধ্যে ঢুকেছি। আপনি আপনার ইচ্ছে মত যে কোনো ক্যাটাগরি থেকে ছবি বাছাই করতে পারেন। একটু খুঁজে দেখুন পেতে পারেন অসম্ভব সুন্দর কোনো ছবি।
ছবি সিলেক্ট করার পরে এমন দেখাবে। Print ক্লিক করে প্রিন্ট করে নিতে পারেন। তারপর ওয়াটার কালার, ক্যান্ডেল কালার বা রং পেন্সিল দিয়ে মনের মাধুরী মিশিয়ে রং করতে পারেন।
আর আপতত প্রিন্ট করতে না চাইলে ছবিটি সেইভ করতে পারেন। আমি ছবিটি সেইভ করেছি।
সেইভ করা ছবিটি পেইন্ট দিয়ে ওপেন করুন।
এখন রং করার পালা। Fill ক্লিক করে সিলেক্ট করুন। Colors থেকে পছন্দের রং ক্লিক করুন।
এবা শুধু ছবির উপর বিভিন্ন রং দিয়ে ক্লিক করুন।
আরও রং চাইলে এডিট কালার থেকে রং বেছে নিন। এখানে প্রায় ৭মিলিয়ন কালার পাবেন।
রং করার আগের ছবিটি।
রং করার পরের ছবিটি। (আমি ১ মিনিটে ছবিটি রং করেছি)
মতামত জানাবেন।
কষ্ট করে আমার এই টিউনটি দেখার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি আপনাদের ভালবাসায় সিক্ত ও পরিতৃপ্ত। আপনাদের ব্যাপক সাড়া আমার নিত্যদিনের প্রেরণা।
আমি মোঃ আসিফ- উদ-দৌলাহ্। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 115 টি টিউন ও 1147 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
মা ও বাংলা ভাষার কাঙ্গাল
ভাইজান আপনি দেহি আমাগোরে বাচ্ছা কালে নিয়া যাইতেছেন 😀 এখন কি আমার আকাআকির বয়স আছে আর আমার বাচ্ছা ও তো নাই যে শিখবো 🙁