ফটোশপ হলো ডিজাইনিঙ্গের কাজে বহুল পরিচিত ও ব্যবহারিত এপ্লিকেশান। ফটোশপ তার Attractive Feature ও User Friendly Interface এর জন্যই সবার কাছে এতটা পরিচিত। তবুও ফটোশপ নিয়ে কাজ করতে গেলে আমাদের কিছু কিছু সমস্যা ফেস করতে হয়, (আমাদের বলতে এখানে আমি আমার মতো নতুনদেরকে বুঝিয়েছি। Advance ভাইরা ব্যপারটি এড়িয়ে যাবেন!)। আমার আজকে পোষ্টর বিষয়-বস্তুই হলো এই সমস্যগুলো ও তার সমাধান। চলুন তবে শুরু করা যাক-
সমস্যা-১:- ব্রাশটুল দিয়ে কাজ করতে গেলে আমরা সবচেয়ে বেশি যে সমস্যাটার মুখোমুখি হই সেটা হলো কার্সরের শেপ পরিবর্তন।
আমরা জানি ব্রাশটুল দিয়ে কাজ করতে গেলে ব্রাশের শেপ গোলাকৃতির হয় বা অন্য কোন শেপ হয় যেটা আমাদের ব্রাশে ডিফাইন করে দেয়া আছে এবং আমারা এর সাইজ ছোট বড় করতে পারি। কিন্তু আপনি যদি দেখেন আপনার ব্রাশের চেহারা উপরের ছবির মতো হয়ে আছে, যা ছোট বড় করলেও একই রেজাল্ট! কি করবেন তখন?
সমাধান-১:-যদি আপনার সমস্যাটা ঠিক এইরকম হয়, তবে এর সমাধানের জন্য তেমন কিছুই করতে হবে না শুধুমাত্র Caps Lock বাটনে একটা টিপ ছাড়া।
সমস্যা-২:- আপনি চাচ্ছেন Background এ কোন একটি কালার Fill করতে, কিন্তু তা করতে পারছেন না, কারন Background এ কোন কালারই Fill হচ্ছেনা। শুধু তাই নয়- আপনার ব্রাশটুল, ইরেজটুল, গ্রেডিয়েন্টটুল ইত্যাদি কাজ করা বন্ধ করে দিয়েছে!
সমাধান-২:- এই সমস্যাটি কয়েকটি কারনে হতে পারে-
কারন-১: হয়তো আপনার আর্ট-বোর্ডের কিছু অংশ Rectangular Marquee tool বা অন্য কোন Selection tool দ্বারা Select হয়ে আছে যা আপনি দেখতে পাচ্ছেন না। এর থেকে পরিত্রান পেতে Menu bar থেকে Select-->Deselect এ ক্লিক করুন।
এভাবে যদি কাজ না হয় তাহলে কারন-২ দেখুন।
কারন-২: আপনি হয়তো কোন একক Channels কাজ করছেন। নিশ্চিত হওয়ার জন্য Channel পেলেটে ক্লিক করুন এবং লক্ষ করুন কোন Channel সিলেক্ট হয়ে আছে। যদি কোন একক Channel সিলেক্ট হয়ে থাকে তবে তাকে পরিবর্তন করে RGB তে নিয়ে আসুন (যদি আপনার কালার মুড RGB হয় অন্যথায় CMYK)। নিচের ছবিটি লক্ষ করুন-
এখানে Red সিলেক্ট হয়ে আছে, আপনার উচিৎ হবে RGB সিলেক্ট করা।
কারন-৩: হয়তো Mode নরমাল এর পরিবর্তে অন্যকোনটা হয়ে আছে, অথবা Opacity কমে আছে। সমাধানের জন্য Option bar থেকে Mode পরিবর্তন করুন সাথে Opacity 100 তে আছে কিনা তাও খেয়াল করুন, না থাকলে করে দিন। নিচের ছবিটার দিকে লক্ষ করুন-
উপরের ছবিতে Opacity ঠিক আছে কিন্তু Mode ঠিক নেই, Mode কে Normal এ পরিবর্তন করাটাই আপনার উচিৎ হবে। আশা করি কাজ হবে, না হলে Layer পেলেটের Opacity-র দিকে খেয়াল করুন।
সমস্যা-৩: কাজ করার সময় হঠাত করে সব পেলেট এবং টুলবার Hide হয়ে গেছে, যা কিছুক্ষন আগেও ছিল। কি করে নিয়ে আসবেন?
সমাধান-৩: কোন কারনে হয়তো আপনার কি-বোর্ডের Tab বাটনে চাপ লেগেছে, আর এর সমাধানের জন্যও আপনাকে আর একবার কি-বোর্ডের Tab বাটনে চাপ দিতে হবে।
সমস্যা-৪: আপনি Polygonal Less Tool দিয়ে কাজ করার সময় হঠাত করেই সিলেকশন (আপনার ইচ্ছার অমতে)কপ্লিট হয়ে যায? এই সমস্যাটা আমকে অনেক জ্বালিয়েছে! আপনার ক্ষেত্রও কি এমনটা হয়? যদি আপনার উত্তর হ্যাঁ হয়, তাহলে সমাধান-৪ দেখেন।
সমাধান-৪: এই সমস্যাটা সাধারনত Windows-7 এ বা Vista তে হওয়ার কথা। সমধানের জন্য আপনার C: Drive এর (আপনি যে Drive এ Photoshop Setup দিয়েছেন) Program File >Adobe>Adobe Photoshop (Your Product version) থেকে Photoshop.exe ফাইলটিতে Right বাটনে ক্লিক করে Properties থেকে Compatibility Tab এ যান। এখন Compatibility Mode এ Run this program in compatibility mode for: এর Checkbox এ টিক দিয়ে Windows XP (Service Pack3) সিলেক্ট করুন এবং Privilege Level এর Run this program as an administrator এ টিক দিয়ে Ok বাটনে প্রেস করুন। আশা করি আপনার সমস্যার সল্ভ হবে।
আমার টিউনটি নিয়ে আপনার ভালো লাগা/মন্দ লাগা দুটিই কমেন্টের মাধ্যমে জানান আর হাতে সময় থাকলে আমার ব্লগটি (http://allittips.com)হতে ঘুরে আসতে পারেন
আমি খোকন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 69 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
excellent!!!!!!!