বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামুআলাইকুম । সবাইকে আমার আন্তরিক প্রীতি, সম্মান, শুভেচ্ছা ও ভালবাসা জ্ঞাপন করছি। আশাকরি আল্লাহ্র অশেষ রহমতে সবাই ভালো আছেন।
এক সময় যা গ্রাফিক্সের সর্বোচ্চ সফটওয়্যার দিয়েও সম্ভব হতো না সময়ের চলমান ধারায় আজ তা পানি-ভাত। আমার মনে পড়ছে সেই সময়ের কথা যখন আমি ফটোশপ ৪.৫ দিয়ে কাজ করি। একদিন চারকোনায় চারটি কুনো ব্যাঙের ছবি দিয়ে একটি রূপক টাকার মডেল তৈরি করেছি। দেখে অনেকের চোখ ছানা বড়া। আমার ছবির পাশে শাহরুখ খানকে নিয়ে আসায় অনেকেই অবাক নয়নে চেয়ে থেকেছে।
আর আজ এ সমস্ত কাজ একটি মোটামুটি মানের মোবাইল সেট দিয়েই করা সম্ভব। তবে অন্তর দিয়ে লক্ষ্যনীয় একটি বিষয় হল তখন যেমন আইডিয়ার ঘাটতি ছিলো আজও আছে। মাল্টিমিডিয়া রিলেটেড যে কোনো পেষায় বা কাজে নিজেকে প্রতিষ্ঠত করার সর্বপ্রথম শর্ত কৃয়েটিভিটি। আর শুধু কৃয়েটিভিটি মাথায় নিয়ে ঘুরলেই হবে না ; কাজেও লাগাতে হবে।
যাই হোক আজ দিচ্ছি চমৎকার একটি লিংক যা দিয়ে অনায়াসে ছবি নিয়ে অনেক কিছু করে দেখানো সম্ভব। এই ওয়েবসাইটটি দক্ষ অদক্ষ সবার কাছেই সমানভাবে জরুরী। ধরুন আমি ফটোশপে অসম্ভব ভালো কিন্তু এমন কোথাও আছি যেখানে ফটোশপ নেই কিন্তু নেট আছে লিংকটি হাতের কাছে থাকলে জরুরী কাজ চালানো যাবে।
ছবি নিয়ে কাজ করার ওয়েবসাইটটি দেখা যাবে।
১. Choose File ক্লিক করুন।
২. যে ছবিটিকে নিয়ে কাজ করতে চান সেই ছবিটি ওপেন করুন।
আমার ওপেনকৃত ছবিটি দেখা যাচ্ছে।
সাইটটির নিচের দিকে দেখতে পাবেন ফ্রেম, বডার, কালার, ইফেক্ট সহ বহুরকম স্টাইল। আপনার যা পছন্দ শুধু তার উপর একটি ক্লিকই যথেষ্ট।
ছবি সেইভ করতে চাইলে Save এর নিচে Download to my computer ক্লিক করুন।
ছবির উপর লেখা যুক্ত করতে চাইলে। উপরের টুলবার থেকে Add Text ক্লিক করলে একটি টেক্সট বক্স দেখতে পাবেন। টেক্সট বক্সের মধ্যে আপনার কাংখিত লেখাটি লিখে Add Text ক্লিক করলেই লেখাটি ছবির সাথে দেখা যাবে।
Color & Contrast থেকে সুন্দর ভাবে কালার ম্যানেজমেন্ট করা যাবে। এছাড়াও এই সাইটিতে ছবি নিয়ে অনেক ধরনের কাজ করা সম্ভব ।
এখানে বিভিন্ন ধরনের ফ্রেম পাবেন। একটু ঘেটে দেখুন। দারুন সব কাজ নিজেই আবিষ্কার করতে পারবেন।
কষ্ট করে আমার এই টিউনটি দেখার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি আপনাদের ভালবাসায় সিক্ত ও পরিতৃপ্ত। আপনাদের ব্যাপক সাড়া আমার নিত্যদিনের প্রেরণা।
আমি মোঃ আসিফ- উদ-দৌলাহ্। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 115 টি টিউন ও 1147 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
মা ও বাংলা ভাষার কাঙ্গাল
ভালো খুবই ভালো