আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করি মহান আল্লাহ রহমতে ভাল আছেন। আজ উপস্থিত হয়েছি Photoshop এ Web আইকন তৈরীর টিউটোরিয়াল নিয়ে। ওয়েব সাইটে এবং মাল্টিমিডিয়া প্রেজেন্টটেশন এর বিভিন্ন কাজ করতে গিয়ে আমাদের অনেক আইকন বা বাটনের প্রয়োজন হয়। আজকের টুইটে আমি আপনাদের সাথে শেয়ার করব Photoshop এ কিভাবে Web আইকন তৈরী করতে হয়। তো আর কথা না বলে ঝটা ঝট কাজ শুরু করি………….
শুরুতে এক পলকে দেখে নিন কেমন হবে আজকের টুইট দেখতে….
শুরুতে একটা 500 × 300 পিক্সেল নতুন ফাইল তৈরি করুন এবং সাদা রং দিয়ে ভরাট করুন। এখন সরাসরি আইকন তৈরি কাজ শুরু করা যাক। লেয়ার প্যাটান থেকে Create a new layer ক্লিক করুন। Ellipse Tool দিয়ে একটি বৃত্ত আকুঁন।
Step – 2
লেয়ার প্যাটান থেকে Add a Layer Style এ ক্লিক করুন, Stroke এবং Gradient Overly ক্লিক করুন। Gradient Overly এ Zize = 2 , Position = Inside , Fill Type = Gradient , ক্লিক করুন।
Step – 3
লেয়ার প্যাটান থেকে Create a new layer এ ক্লিক করুন, Elliptical Marquee Tool সিলেক্ট করে একটি বৃত্ত আকুঁন। Fill Color = 1c2133 সিলেক্ট করে gradient টুল ভরাট করুন।
Step – 4
এখন, Ctrl চেপে Layer 1 ক্লিক করুন। এর পর কীর্বোড থেকে Ctrl+Shift+I কমান্ড দিন। এবং Delete করুন।
Step – 5
Ctrl + D কমান্ড দিন। লেয়ার প্যাটান থেকে Create a new layer এ ক্লিক করুন। color = 5ebf1a সিলেক্ট করে, Ellipse Tool দিয়ে একটি বৃত্ত আকুঁন।
Step – 6
লেয়ার প্যাটান থেকে Add a Layer Style এ ক্লিক করুন, Stroke এবং Inner Glow তে ক্লিক করুন। Inner Glow এ Blend Mode = Normal , Color = 136906 , Choker = 100%, Size = 12 সেট করুন। Stroke এ Size = 10 , Position = Inside , Color = FFFFFF, সেট করুন এবং OK তে ক্লিক করুন।
Step – 7
Elliptical Marquee Tool দিয়ে উপবৃত্ত আকুঁন। এবার Dodge Tool সিলেক্ট করন ( Brush: 100px, Range: Midtones, Exposure: 20% ) বৃত্তের নীচের অংশে একটু হালকা করুন।
Step – 8
এবার Ctrl+Shift+I কমান্ড দিন। Dodge Tool সিলেক্ট করন বৃত্তের মধ্যে একটু হালকা করুন।
Step – 9
Ctrl+D কমান্ড দিন। লেয়ার প্যাটান থেকে Create a new layer এ ক্লিক করুন। এবার Custom Shape Tool সিলেক্ট করুন এবং যেকোন সেপ ড্র করুন।
Step – 10
লেয়ার প্যাটান থেকে Add a Layer Style এ ক্লিক করুন, Drop Shadow তে ক্লিক করুন। Angle = -15 , সেট করুন।
তো হয়ে গেল আইকন। দোয়া করেইন আরো সুন্দর সুন্দর টুইট করার জন্য। সকলের মঙ্গল কামনায়, আজকে আল্লাহ হাফেজ …..
আমি Abdul Mannan Asif। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 17 টি টিউন ও 31 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ভাল কিছু করতে গেলে অনেক কষ্ট পোহাতে হয়, কিন্তু একটা সময়ের পর কাজের ফলটা চরম আনন্দ দেয় :) মুখবইয়ে আমি ২০১১ইং খেকে টেকটুইটস এবং টেকপৃথিবীতে এডমিন, ২০১২ইং থেকে NanoItBD তে Executive Programmer হিসাবে কাজ করছি।
Nice one dude. I always use “Ico fx” to create icon 😀
and Photoshop to make the icon image.