সম্পুর্ন বাংলা ভাষায় কম্পিউটার প্রোগ্রামিং ও ওয়েব ডেভেলপিং এর উপর ভিডিও টিউটরিয়ালের website bdgeeks এর বয়স প্রায় এক বছর হতে চললো! বর্তমানে সাইটটিতে ২০০ এর মতো ভিডিও টিউটরিয়াল আছে ! আরো নতুনত্ব আনতে bdgeeks এর পক্ষ থেকে ফটোশপ টিউটরিয়াল নিয়ে আসছেন ইরা আহমেদ! নিয়মিত ফটোশপের উপর বাংলায় টিউটরিয়াল পেতে চোখ রাখুন এইখানে! যদিও টিউটরিয়াল গুলো text টিউটরিয়াল এবং বাংলা ব্লগের শুরু থেকেই বিভিন্ন website এ ফটোশপের টিউটরিয়াল দেওয়া হইছে তাই আমাদের পরিকল্পনা কিছুটা ভিন্ন! বর্তমানে বেশ কিছু বিগিনার লেভেলের বেসিক ফতসপ্পিং সম্পর্কে টিউটরিয়াল দেওয়া হইছে! অল্প কিছুদিনের মধ্যেই আরো কিছু টিউটরিয়াল যোগ করা হবে ! তারপর আমাদের লক্ষ্য হবে ওয়েব ডেভেলপিং কেন্দ্রিক! যেমন কিভাবে পি এস ডি ইমেজকে ওয়েবপেজে রুপান্তরিত করা হয়, কিভাবে ফটোশপে ওয়েবপেজ ডিজাইন করা হয়. এছাড়াও থাকবে আধুনিক ওয়েব টেকনোলজিতে কি ধরনের ডিজাইন কনসেপ্ট অনুসরণ করা হয় ইত্যাদি গুরুত্বপূর্ণ ও মজার টপিকএর উপর টিউটরিয়াল! এছাড়াও ফটো manipulation ও এই ধরনের মজার ফটোশপ টিপস ও tricks আপনাদের সাথে শেয়ার করার লক্ষেই আমাদের ফটোশপ সেকশনের যাত্রা! আশা করি আপনাদের নিয়মিত পাশে পাবো!
ফটোশপ টিউটরিয়ালের জন্য চোখ রাখুন এইখানে!
এছাড়াও bdgeeks এর ভিডিও টিউটরিয়ালের জন্য মূল website ভিজিট করতে ভুলবেন না!
আমি ফয়সাল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 84 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
দারুন হবে !!
সাথেই থাকবো , চালিয়ে যান…….