ইমেজ এডিটিং সফটওয়্যার হলো এখন বর্তমান সময়ের অন্যতম চাহিদা। ওয়েব ইন্টারফেস তৈরি বা আপনার ফ্যামিলি ছবি ক্রপিং বা এডিট করার জন্য একটা ইমেজ এডিটরের প্রয়োজন।
এখানে টপ ইমেজ এডিটিং সফটওয়্যার নিয়ে আলোচনা করা হলো।
5. Pixelmator
এটা বেশ শক্তিশালী ইমেজ এডিটিং সফটওয়্যার ম্যাক এর জন্য। চমৎকার ইন্টারফেসের এই সফটওয়্যার দিয়ে খুব সহজেই ইমেজ এডিটিং করা যায়। ম্যাক ইউজারদের জন্য সেরা সফটওয়্যার এটি যদি না ফটোশপের ফিচারের অধিক চাপ অথবা মূল্যের ছাড়।
এটা ওপেন সোর্স ভেক্টর গ্রাফিক্স এডিটর যেমন রয়েছে , Adobe Illustrator, CorelDraw, এবং Xara X। ওয়েব স্ট্যান্ডার্ডস ফরম্যাট সাপোর্ট করে।
ওয়েব ডিজাইনারদের জন্য এটা এডোবের ইমেজ এডিটর সফটওয়্যার। ফটোশপের চেয়ে অনেক ক্ষেত্রে এটা বড় ভাইয়ের মত। এমন অনেক কাজ রয়েছে যা ফটোশপের চেয়ে এটা দিয়ে বেশি ভাল হবে।
এটা অনেক পরিচিত একটি ওপেন সোর্স সফটওয়্যার যা সকল অপারেটিং সিস্টেম সাপোর্ট করে (Linux, Mac, and Windows)। এটার রয়েছে কাস্টোমাইজেবল ইন্টারফেস যা দিয়ে খুব সহজেই ভিউ পরিবর্তন করা যাবে।
বলাই বাহুল্য ফটোশপ সব দিকে দিয়েই এখন পর্যন্ত সেরা অবস্থানে রয়েছে। ফিচারের সমারোহ রয়েছে ফটোশপে যা দিয়ে মনের মত এডিট করা যায় ইমেজ। তবে ভাল করে এডিটিং করতে হলে অনেক কিছু জানতে হবে। প্রোফেশনাল সফটওয়্যার হিসেবে এই সফটওয়্যার এর বিকল্প নেই।
পোস্টটি লিখেছেন টিউটোহোস্টের অনলাইন মার্কেটিং বিভাগে কর্তব্যরত ও টেকটিউনসের টপ টিউনার হাসান যোবায়ের। পূর্বে প্রকাশিত টিউটোহোস্ট ব্লগ।
আমি টিউটোহোস্ট। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 162 টি টিউন ও 69 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
টিউটোহোস্ট বাংলাদেশের একটি জনপ্রিয় ওয়েব হোস্টিং সেবাদানকারী প্রতিষ্ঠান। যুক্তরাস্ট্র এবং যুক্তরাজ্য ভিত্তিক দ্রুতগতির বেশ কিছু ওয়েব সারভারে গুরুত্বপূর্ণ তথ্যগুলো নিরাপদে সংরক্ষণ করা হয়। আমরা এদেশে ২৪ ঘন্টা এবং বছরে ৩৬৫ দিন অনলাইন এবং ফোন সাপোর্টের ব্যবস্থা রেখেছি। বাংলেদশসহ অনেক দেশের জনপ্রিয় ওয়েবসাইট আমাদের সারভার ব্যবহার করছে।
😛 😛 😛