ফটোশপ Effect এর দুনিয়া [পর্ব-০৬] :: Wood Text Effect

বিসমিল্লাহীর রাহমানির রাহীম

কেমন আছেন সবাই, আশা করি ভাল...............,
এইটা আমার ৬ষ্ঠ পর্ব । এর আগে আমি ফটোশপ নিয়ে ৫টি পর্ব প্রকাশ করেছি । মোটামুটি সাড়া পাচ্ছি। তাই আবার হাজির হলাম। নিয়মিত টিউন করা হয় না। যদি আরও সাড়া পাই তাহলে চালিয়ে যাব। আসুন কাজে যাই।

আজ আপনাদের মাঝে যে জিনিস টি নিয়ে এসেছি তা হল Photoshop এ চমৎকার Wood Text Effect ।
এই Effect টি দিলে দেখবেন লেখাটির মধ্যে কাঠের ছাপ পড়বে । Photoshop সম্পর্কে আমার
জ্ঞান সীমিত। আমার সীমিত জ্ঞানে আমি চেষ্টা করেছি কিছু করার জন্য। আর একটা কথা পূর্বে যদি ঠিক আমার
মত কেউ টিউন করে থাকেন তাহলে আমি আন্তরিক ভাবে দুঃখিত । Back to the point

কাজটি করার জন্য আমাদের যা যা দরকার:

  • ১. Adobe Photoshop Cs5
  • ২. একটু ধৈর্য্য ।
  • ৩. আমার দেওয়া Step গুলো অনুসরন।

ফাইনালি দেখতে যেই রকম হবে:

Step-1:

প্রথমেই আপনার Photoshop Cs5 টি ওপেন করুন। New একটা Document খুলুন (1300*800px) Resulation=300। ঠিক এই ভাবে-

Step-2:

এবার Foreground color হিসাবে (#040404) কালার কোডটি দিয়ে Ok করুন। এবার Noise effect
দেয়ার জন্য চলে যান Filter > Noise > Add Noise । মান হিসাবে সেট করুন Amount = 50,
Distribution = Gaussian, Monochromatic Box এ টিক চিহ্ন দিয়ে রাখুন। ঠিক এই ভাবে-

Step-3:

এবার চলে যান Filter > Blur > Motion Blur । মান হিসাবে সেট করুন Angle = 45,
Distance = 115 । ঠিক এই ভাবে-

Step-4:

এখন নতুন একটা Layer নিয়ে নিন। এবার Foreground color হিসাবে (#b97101) কালার
কোডটি এবং Background color হিসাবে (#a5a3a1) এই কালার কোডটি দিয়ে । Gradient
tool এ Click করুন এবং উপর থেকে নিচের দিকে Gradient ‍Apply করুন । ঠিক এই ভাবে-

Step-5:

এবার Layer palate থেকে Layer Mode Overly করে দিন। ঠিক এই ভাবে-

Step-6:

এখন টাইপ টুল এর সাহায্যে আপনার ইচ্ছে মত কোন কিছু লিখুন। তবে Font হিসাবে Arial, Font
size=25pt,Font color=#b97101 দিয়ে Ok করুন। নিচের ছবির মত-

Step-7:

এবার ঠিক উপরের দিকে দেখুন Style লেখা আছে কিনা। যদি থাকে তাহলে Click করুন। আর  যদি না থাকে
তাহলে আনার জন্য চলে যান  Windows > এ গিয়ে  Style এ টিক চিহ্ন দিয়ে দিন। ঠিক এই ভাবে-

Step-8:

এবার Style এর ডান পাশ থেকে এর Dropdown menu তে Click করুন এবং Text Effects  এ ক্লিক করুন।
ঠিক এই ভাবে-

Step-9:

এবার আপনি কত গুলো Textures দেখতে পারবেন। এখান থেকে Wood নামে যে Textures টি আছে
তা Apply করতে হবে। এর জন্য আপনি টাইপিং Layer টি Select রেখে Wood Textures টি তে
একবার Click করুন অথবা Drug করে এনে ছেড়ে দিন। ঠিক এই ভাবে-

Step-10:

এবার Layer এ Mouse Pointer নিয়ে Right Button এ Click করে Rasterize Type এ Click
করুন । ঠিক এই ভাবে-

এবার ‍File>Save as এ গিয়ে file এর নাম এবং Formate jpeg দিয়ে ‍ Save করুন।
ব্যস কাজ শেষ । এবার দেখুন যাদু। ভাল লাগলে কমেন্ট করবেন। আজ এই পর্যন্তই। সবাই ভাল থাকুন।

 >>>আমার ব্লগ থেকে ঘুরে আসুন<<<  

Level 2

আমি মাহদি হাসান CSE। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 19 টি টিউন ও 78 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।

Wish your good luck


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ধন্যবাদ

ফটোশফ এর উপর চেইন টিউন অবশ্যই করবেন। ইতিপুর্বে এ বিষয়ে অনেক টিউন হয়েছিল। আপনার প্রতি বিশেষ অনুলোধ রইল আমরা যারা নতুন তাদের জন্য একটি পুর্ণাঙ্গ প্রজেক্টকে ছোট ছোট ট্যাগ এর মাধ্যমে উপস্থাপন করে চেইন টিটউনটি শেষ করবেন। আপনার ভবিষ্যত টিউন এর জন্য অগ্রিম শুভেচ্ছ রইল।

ভাই আমি আপনার সবগুলো টিউন ভালা ভাবে শিখেছি আমার কাছে অনেক সুন্দর লেগেছে আমি দোয়া করি আপনার পরীক্ষা ভাল হউক। পরীক্ষার পর এ রকম অনেক সুন্দর সুন্দর ফটোশপ এর উপর টিউন করবেন।

আপনার ভবিষ্যত উজ্জল হউক

ধন্যবাদ।

প্রিয় টিউনার,

আপনাকে এই চেইনটি চলমান করার জন্য অনুরোধ করা গেল। দয়া করে আপনার চেইন টিউনটি নতুন পর্ব যুক্ত করুন এবং নিয়মিত আপডেট করুন। ধন্যবাদ।