ফটোশপে মোজাইক ইফেক্ট – করে দেখুন খুবই সহজ ও কাজের

অরিজিনাল/প্রখম ছবি।

যেমনটা করবো

ব্যবহার, আমরা সাধারনত এইধরনের ছবি দেখি বিভৎস কিছু ঘোলা করার জন্য বা একই ধরনের অন্য কোন কারনে। ফটোশপে কোন ছবিতে এই ধরনের ইফেক্ট দেওয়া খুবই সহজ।

০১। ফটোশপে কোন একটি ছবি ওপেন করুন।

০২। যে অংশে ঐ ইফেক্ট দিতে চাচ্ছেন সেটুকু সিলেক্ট করুন।

০৩। Filter > Pixalate > Mosaic সিলেক্ট করুন।

০৪। সেল সাইজ এর Value পরিবর্তন করে আপনার কাংখিত রেজাল্ট তৈরী করুন।

ব্যাস হয়ে গেল।

কোন কিছু বুঝতে অসুবিধা হলে অনুগ্রহ করে জানাবেন।

Level 0

আমি সামির কবির। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 30 টি টিউন ও 130 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

Freelancer web designer !


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভাল লাগল । চালিয়ে যান ।

Good!!!