ফটোশপ Effect এর দুনিয়া [পর্ব-০৩] :: Blood Text Effect

বিসমিল্লাহীর রাহমানির রাহীম

কেমন আছেন সবাই, আশা করি ভাল...............,
ক্লাসের ব্যাস্ততার জন্য নিয়মিত টিউন করা হয় না।  ব্যাস্ততার মাঝেও এই টিউন টি করলাম।
আজ আপনাদের মাঝে যে জিনিস টি নিয়ে এসেছি তা হল Photoshop এ চমৎকার Blood Text Effect ।
এই Effect টি দিলে দেখবেন লেখার মধ্যে দিয়ে  Blood গড়িয়ে পড়ছে। Photoshop
সম্পর্কে আমার জ্ঞান সীমিত। আমার সীমিত জ্ঞানে আমি চেষ্টা করেছি কিছু করার জন্য।

কাজটি করার জন্য আমাদের যা যা দরকার:

  • ১. Adobe Photoshop Cs5 (পূর্বের Version হলেও সমস্যা নেই)
  • ২. একটু ধৈর্য্য ।
  • ৩. আমার দেওয়া Step গুলো অনুসরন।

ফাইনালি দেখতে যেই রকম হবে:

Step-1:

প্রথমেই আপনার Photoshop Cs5 টি ওপেন করুন। New একটা Document খুলুন (1300*800px) Resulation=300। ঠিক এই ভাবে-

Step-2:

এবার Foreground হিসাবে (#040404) কালার কোডটি দিয়ে paint Bucket Tool এর সাহায্যে fill করুন।

Step-3:

এখন টাইপ টুল এর সাহায্যে আপনার ইচ্ছে মত কোন কিছু লিখুন। Font হিসাবে Arial, Font size=60pt,Font
color=#f7f8f3 দিয়ে Ok করুন। নিচের ছবির মত।

Step-4:

এবার চলে যান Image >Image Rotation > 90 CW । ঠিক এই ভাবে-

Step-5:

এবার চলে যান Filter > Stylize > Wind । এই খানে কিছু Change করতে (Method=Wind, Direction=From The right) হবে ঠিক এই ভাবে-

Step-6:

এবার Keyboard থেকে 3 বার Ctrl+F চাপুন । তাহলে এই রকম দেখাবে-

Step-7:

আবার চলে যান Image >Image Rotation > 90 CCW । ঠিক এই ভাবে-

Step-8:

এবার চলে যান Filter > Distort > Ripple । মান হিসাবে Set করুন (Amount =150, Size= Medium)
ঠিক এই ভাবে-

Step-9:

এবার Background Color  হিসাবে (#fc0505) কোডটি দিয়ে Ok করুন।
এবার চলে যান Filter > ‍Sketch > Stamp এ। মান হিসাবে Set করুন (Light/Dark Balance= 25,
Smoothness= 15) ।

এবার ‍File>Save as এ গিয়ে file এর নাম এবং Formate jpeg দিয়ে ‍ Save করুন।
ব্যস কাজ শেষ । এবার দেখুন যাদু। আজ এই পর্যন্তই। সবাই ভাল থাকুন।

 >>>আমার ব্লগ থেকে ঘুরে আসুন<<<

Level 2

আমি মাহদি হাসান CSE। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 19 টি টিউন ও 78 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।

Wish your good luck


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

যারা জানে না তাদের কাজে আসবে ধন্যবাদ 🙂

Thanks! Really nice and cool.

এবার Background Color হিসাবে (#fc0505) কোডটি দিয়ে Ok করুন। OK KORAR POR TEXTA TO COLOR HOYNA. COLOR EFFECT TA DEBAR JONNE KEYBOARD THEKE KISU KORTE HOBE KINA? NAILE TO TEXT TA WHITE E ROYE JAI. PLS ADVICE

THANKS MAHDI VAI AJKE HOYESE VERY SIMPLY. OIDIN KENO J HOYNI JANI NA. ANY WAY CARRY ON WE ARE GETTING INTEREST.