বিসমিল্লাহীর রাহমানির রাহীম
কেমন আছেন সবাই, আশা করি ভাল...............,
ক্লাসের ব্যাস্ততার জন্য নিয়মিত টিউন করা হয় না। ব্যাস্ততার মাঝেও এই টিউন টি করলাম।
আজ আপনাদের মাঝে যে জিনিস টি নিয়ে এসেছি তা হল Photoshop এ চমৎকার Blood Text Effect ।
এই Effect টি দিলে দেখবেন লেখার মধ্যে দিয়ে Blood গড়িয়ে পড়ছে। Photoshop
সম্পর্কে আমার জ্ঞান সীমিত। আমার সীমিত জ্ঞানে আমি চেষ্টা করেছি কিছু করার জন্য।
প্রথমেই আপনার Photoshop Cs5 টি ওপেন করুন। New একটা Document খুলুন (1300*800px) Resulation=300। ঠিক এই ভাবে-
এবার Foreground হিসাবে (#040404) কালার কোডটি দিয়ে paint Bucket Tool এর সাহায্যে fill করুন।
এখন টাইপ টুল এর সাহায্যে আপনার ইচ্ছে মত কোন কিছু লিখুন। Font হিসাবে Arial, Font size=60pt,Font
color=#f7f8f3 দিয়ে Ok করুন। নিচের ছবির মত।
এবার চলে যান Image >Image Rotation > 90 CW । ঠিক এই ভাবে-
এবার চলে যান Filter > Stylize > Wind । এই খানে কিছু Change করতে (Method=Wind, Direction=From The right) হবে ঠিক এই ভাবে-
এবার Keyboard থেকে 3 বার Ctrl+F চাপুন । তাহলে এই রকম দেখাবে-
আবার চলে যান Image >Image Rotation > 90 CCW । ঠিক এই ভাবে-
এবার চলে যান Filter > Distort > Ripple । মান হিসাবে Set করুন (Amount =150, Size= Medium)
ঠিক এই ভাবে-
এবার Background Color হিসাবে (#fc0505) কোডটি দিয়ে Ok করুন।
এবার চলে যান Filter > Sketch > Stamp এ। মান হিসাবে Set করুন (Light/Dark Balance= 25,
Smoothness= 15) ।
এবার File>Save as এ গিয়ে file এর নাম এবং Formate jpeg দিয়ে Save করুন।
ব্যস কাজ শেষ । এবার দেখুন যাদু। আজ এই পর্যন্তই। সবাই ভাল থাকুন।
আমি মাহদি হাসান CSE। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 19 টি টিউন ও 78 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।
Wish your good luck
যারা জানে না তাদের কাজে আসবে ধন্যবাদ 🙂