ফটোশপ Effect এর দুনিয়া [পর্ব-০২] :: Blur Text Effect

বিসমিল্লাহীর রাহমানির রাহীম
কেমন আছেন সবাই, আশা করি ভাল...............,
ক্লাসের ব্যাস্ততার জন্য নিয়মিত টিউন করা হয় না।  ব্যাস্ততার মাঝেও এই টিউন টি করলাম।
আজ আপনাদের মাঝে যে জিনিস টি নিয়ে এসেছি তা হল Photoshop এ চমৎকার Blur Text Effect ।
Photoshop সম্পর্কে আমার জ্ঞান সীমিত। আমার সীমিত জ্ঞানে আমি চেষ্টা করেছি কিছু করার জন্য।

কাজটি করার জন্য আমাদের যা যা দরকার:

  • ১. Adobe Photoshop Cs5
  • ২. একটু ধৈর্য্য ।
  • ৩. আমার দেওয়া Step গুলো অনুসরন।

ফাইনালি দেখতে যেই রকম হবে:

Step-1:
প্রথমেই আপনার Photoshop Cs5 টি ওপেন করুন। New একটা Document খুলুন (1300*500px) Resulation=300।

Step-2:
এবার foreground Color হিসাবে #040404 Set করে paint Bucket tool এর সাহায্যে fill করতে হবে।

Step-3:
এখন টাইপ টুল এর সাহায্যে আপনার ইচ্ছে মত কোন কিছু লিখুন। Font হিসাবে Arial, Font size=16pt,Font
color=#17fb06 দিয়ে Ok করুন। নিচের ছবির মত।

Step-4:
এবার আপনার লেখার লেয়ারটিকে Ctrl চেপে Mouse দিয়ে Select করুন।তাহলে লেখাটি Select হবে।

Step-5:
এবার লেয়ারটি Select থাকা অবস্থায় চলে যান Select > Modify > Feather এ। তাহলে একটা Box আসবে
ঐ খানে মান 2 দিয়ে Ok করুন।

Step-6:
এবার চলে যান Filter > Blur > Radial Blur । ওকে চাইলে ওকে দিন। এই খানে কিছু মান change করতে
হবে। মান হিসাবে (Amount= 100, Blur Method= Zoom এবং Quality= Best ) দিয়ে Ok করুন।

Step-7:
এই Effect টি পুনরায় দিতে Keyboard থেকে Ctrl+F Press করুন। তাহলে দেখতে এই রকম হবে।

Step-8:
এবার Select >Inverse নির্বাচন করুন। আগের মত Keyboard থেকে Ctrl+F Press করুন। এবার
Ctrl+D  চেপে Deselect করে দিন।


এবার ‍File>Save as এ গিয়ে file এর নাম এবং Formate jpeg দিয়ে ‍ Save করুন।
ব্যস কাজ শেষ । এবার দেখুন যাদু। আজ এই পর্যন্তই। সবাই ভাল থাকুন।

>>>আমার ব্লগ থেকে ঘুরে আসুন<<<

Level 2

আমি মাহদি হাসান CSE। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 19 টি টিউন ও 78 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।

Wish your good luck


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

প্রিয় টিউনার আপনার টিউনটি টেকটিউনস চেইন টিউন হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। অভিনন্দন আপনাকে!

টেকটিউনসে চেইন টিউন কীভাবে প্রক্রিয়া হয় তা জানতে টেকটিউনস সজিপ্র এর https://www.techtunes.io/faq “চেইন টিউন” অংশ দেখুন।

নিয়মিত চেইন টিউন করুন। এখন থেকে আপনার নতুন করা চেইন টিউন গুলো টেকটিউনস থেকে চেইন এ যুক্ত করা হবে। চেইন টিউনে যুক্ত হবার ফলে চেইনের প্রতিটি পর্ব একসাথে থাকবে।

চেইনে নতুন পর্ব যুক্ত হলে তা টেকটিউনসের প্রথম পাতায় দেখা যাবে এবং “সকল চেইন টিউনস” https://www.techtunes.io/chain-tunes/ পাতায় চেইন টিউনটি যুক্ত হবে।

ধন্যবাদ আপনাকে।

মেতে থাকুন প্রযুক্তির সুরে আর নিয়মিত করুন চেইন টিউন!

খুব সুন্দর,চালিয়ে জান।পিকচার ইফেক্ট এর অপেক্ষায় আছি