ফটোশপ Effect এর দুনিয়া [পর্ব-০১] :: চমৎকার Text Effect

বিসমিল্লাহীর রাহমানির রাহীম
কেমন আছেন সবাই, আশা করি ভাল...............,
ক্লাসের ব্যাস্ততার জন্য টিউন করা হয় না।  ব্যাস্ততার মাঝেও এই টিউন টি করলাম।
আজ আপনাদের মাঝে যে জিনিস টি নিয়ে এসেছি তা হল Photoshop এ চমৎকার Text Effect ।
Photoshop সম্পর্কে আমার জ্ঞান সীমিত। আমার সীমিত জ্ঞানে আমি চেষ্টা করেছি কিছু করার জন্য।

কাজটি করার জন্য আমাদের যা যা দরকার:

  • ১. Adobe Photoshop Cs5
  • ২. একটু ধৈর্য
  • ৩. আমার দেওয়া Step গুলো অনুসরন।

ফাইনালি দেখতে যেই রকম হবে:

Step-1:
প্রথমেই আপনার Photoshop Cs5 টি ওপেন করুন। New একটা Document খুলুন (১৩০০*৭৬৮px)
Resulation=300।

Step-2:
এবার foreground Color হিসাবে #373535 Set করে paint Bucket tool এর সাহায্যে fill করতে হবে।

Step-3:
এবার Filter> Noise>add noise এ গিয়ে নিচের picture এর মত সব দিয়ে ok করুন।

Step-4:
এবার Filter>Blur>Motion Blur এ গিয়ে নিচের picture এর মত সব দিয়ে ok করুন।

Step-5:
এবার মেনু বার থেকে লেয়ার এ গিয়ে Duplicate layer নিন এবং ok করুন।

Step-6:
এবার foreground color হিসাবে #c57c08 দিন এবং fill করুন।
Layer palate হতে নিচের picture এর মত সব দিন।

Step-7:
এবার Type tool দিয়ে আপনার ইচ্ছে মত কোন কিছু লিখুন। Font হিসাবে (Agency FB)
Bolt এবং Size=48px দিন।

Step-8:
লেখার কালার হিসাবে দিন #bcbbba এই কালার কোড টি।

Step-9:
এবার ctrl চেপে লেখাটি Select করুন এবং layer এ গিয়ে duplicate layer তৈরি করুন।
এবার (ctrl+d) চেপে Deselect করুন।এবার duplicate layer টি select করে উপরে
layer>Rastarize>Type এ গিয়ে Rastarize করুন।

Step-10:
এবার duplicate layer টি ctrl চেপে select করে foreground color হিসাবে সম্পূর্ণ্ Black color দিয়ে
(alt+backspace) দিয়ে Fill করুন। এবার লেখাটি Select থাকা অবস্থায় Keyboard থেকে Down ও Right
Arrow key চেপে (Alt+Backspace) চেপে Black color  দিয়ে Fill করুন। এই ভাবে 20 বার দিন।
তারপর main text টি Drug করে duplicate layer এর উপরে দিয়ে দিন (যেমন আমার এখানে Main text  হল
Love)।

Step-11:
এবার Layer>layer style>Babel and Emboss এ গিয়ে নিচের picture এর মত মান গুলো দিন।

Step-12:
এবার Layer>layer style>Inner Shadow এ গিয়ে নিচের picture এর মত মান গুলো দিয়ে Ok করুন।

এবার ‍File>Save as এ গিয়ে file এর নাম এবং Format  jpeg দিয়ে ‍ Save করুন।
ব্যস কাজ শেষ । এবার দেখুন যাদু। আজ এই পর্যন্তই। সবাই ভাল থাকুন। সমস্যা হলে জানাবেন।

>>>Download Source file<<<

>>>আমার ব্লগ থেকে ঘুরে আসুন<<<

Level 2

আমি মাহদি হাসান CSE। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 19 টি টিউন ও 78 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।

Wish your good luck


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Mobile dia pore moza pacchina… Barite Computer dia porte hobe.

Level 2

ভাল লেগেছে। চালিয়ে যান। সাথেই আছি। ধন্যবাদ।

Thanks

good.

ore dada 10 no. a eshey atke gesi. Black color diye lekhata fill koresi. arrow key ki chepe dhore rakhte hobe? naki 1 bar kore chepe chere dite hobe? 20 bar chepesi shudu 1ta lekhai durutte shorese kintu copy hoyni? 10 no. optionta abar ektu bujiye den dada.