এ পর্বে আমরা গ্লাস এফেক্টের মাধ্যমে কিভাবে সুন্দর একটি ওয়ালপেপার তৈরী করা যায় তা দেখব। প্রথমে আপনার মনিটরের রেজুলেশন অনুযায়ী পিক্সেল দিয়ে নতুন ফাইল খুলুন আমি ১৩৬৬* ৭৬৮ পিক্সেল ও রেজুলেশন ৩০০ ব্যবহার করেছি।
Background এর উপর নতুন একটি লেয়ার খুলে তাতে আপনার পছন্দমত Gradient ব্যবহার করুন। এখন নতুন একটি লেয়ার নিয়ে তাতে কালো-ট্রান্সপারেন্ট Gradient প্রয়োগ করুন।
এখন দু'টি লেয়ার মার্জ করতে হবে। এবার লেয়ারের একটি কপি করে ট্রান্সফর্ম টুলের সাহায্যে নতুন লেয়ারকে ঘুরাতে হবে (ছবির মত)। এখন যে কোন লেয়ারের (CTRL+U) হিউ সারচুয়েশন কমিয়ে লেয়ার দু'টির মধ্যে রংয়ের সামান্য পার্থক্য করতে হবে।
এবার লেয়ার দু'টি merge করে Filter>Disort>Glass দিন, আমি Distortion 15, Smoothness 3, Scaling 50% ব্যবহার করেছি
এবার Type টুলের সাহায্যে আপনার পছন্দমত লেখা যোগ করুন। এবং লেয়ারটিকে টেনে নিচে নিয়ে আসুন (Change Layer Order) । এখন উপরের লেয়ার মাস্কিং করে radial gradient টুল দিয়ে (ব্যাকগ্রাউন্ড কালার কালো) এমনভাবে ড্রাগ করুন যাতে আপনার লেখার ডান-বাম উভয়দিকের প্রান্ত কিছুটি ঝাপসা থাকে।
লেখাকে অবশ্যই Rasterize করে লেয়ারকে কপি করে নিচের লেয়ারে Filter > Blur > Gaussian Blur প্রয়োগ করুন (আমি এর মান ৫ ব্যবহার করেছি)
এবার আপনি চাইলে কোন Shape যোগ করতে পারেন।
ফলাফল
আমি Iqbal Ahmed। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 8 টি টিউন ও 83 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
অনেক সুন্দর হয়েছে। কিভাবে এরকম সুন্দর করে ওয়েব সাইটের বেনার বানানো যায়?