ফটোশপে সহজে দৃষ্টিনন্দন ওয়ালপেপার/ব্যাকগ্রাউন্ড তৈরী ২য় পর্ব

এ পর্বে আমরা গ্লাস এফেক্টের মাধ্যমে কিভাবে সুন্দর একটি ওয়ালপেপার তৈরী করা যায় তা দেখব। প্রথমে আপনার মনিটরের রেজুলেশন অনুযায়ী পিক্সেল দিয়ে নতুন ফাইল খুলুন আমি ১৩৬৬* ৭৬৮ পিক্সেল ও রেজুলেশন ৩০০ ব্যবহার করেছি।

Background এর উপর নতুন একটি লেয়ার খুলে তাতে আপনার পছন্দমত Gradient ব্যবহার করুন।  এখন নতুন একটি লেয়ার নিয়ে তাতে কালো-ট্রান্সপারেন্ট Gradient  প্রয়োগ করুন।

এখন দু'টি লেয়ার মার্জ করতে হবে। এবার লেয়ারের একটি কপি করে ট্রান্সফর্ম টুলের সাহায্যে নতুন লেয়ারকে ঘুরাতে হবে (ছবির মত)। এখন যে কোন লেয়ারের (CTRL+U) হিউ সারচুয়েশন কমিয়ে লেয়ার দু'টির মধ্যে রংয়ের সামান্য পার্থক্য করতে হবে।

এবার  লেয়ার দু'টি merge করে Filter>Disort>Glass দিন, আমি Distortion 15, Smoothness 3, Scaling 50% ব্যবহার করেছি

এবার Type টুলের সাহায্যে আপনার পছন্দমত লেখা যোগ করুন। এবং লেয়ারটিকে টেনে নিচে নিয়ে আসুন (Change Layer Order) । এখন উপরের লেয়ার মাস্কিং করে radial gradient টুল দিয়ে (ব্যাকগ্রাউন্ড কালার কালো) এমনভাবে ড্রাগ করুন যাতে আপনার লেখার ডান-বাম উভয়দিকের প্রান্ত কিছুটি ঝাপসা থাকে।

লেখাকে  অবশ্যই Rasterize করে লেয়ারকে কপি করে নিচের লেয়ারে Filter > Blur > Gaussian Blur প্রয়োগ করুন (আমি এর মান ৫ ব্যবহার করেছি)

এবার আপনি চাইলে কোন Shape যোগ করতে পারেন।

ফলাফল

Level New

আমি Iqbal Ahmed। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 8 টি টিউন ও 83 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

অনেক সুন্দর হয়েছে। কিভাবে এরকম সুন্দর করে ওয়েব সাইটের বেনার বানানো যায়?

    ব্যানার তৈরীর জন্য একটি থিম জরুরী যা আপনার সাইটের সাথে সামঞ্জস্যপূর্ণ। আগামীতে ব্যানার ডিজাইনের উপর লেখা পাবেন ইনশাআল্লাহ।

Level 0

থ্যঙ্কস বস।জটিল টিউন।

    মন্তব্যের জন্য ধন্যবাদ।

Level 2

আমি শুরু থেকেই আছি। ধন্যবাদ।