সাদা-কালো বেকগ্রাউন্ডে রঙ্গিন ছবি! (ফটোশপ ইফেক্ট)

আমারা এরকম ইফেক্ট প্রায়ই দেখে থাকি যে, সাদা-কালো ব্যাকগ্রাউন্ডে রঙ্গিন ছবি; কৌতুহল জাগে এরকমের করে নিজের ছবিটাকে করার জন্য। আপনার সেই কৌতুহল মেটানোর জন্যই আমার আজকের এই টিউন, আশা করি ভাল লাগবে। কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক।

প্রথমে যে কোন একটি ছবি ফটোশপ দিয়ে Open করুন। লেয়ার পেলেটের একেবারে নিচে Create new fill or Adjustment Layer নামক একটা বাটন আছে, তাতে ক্লিক করে Hue/Saturation অপশনটি সিলেক্ট করুন (লেয়ার পেলেটটি যদি আপনার না থাকে তাহলে Window মেনু থেকে Layer এ ক্লিক করুন)।

Hue/Saturation নামক একটি পপ-আপ বক্স আপনার সামনে আসবে। এখানে Hue স্লাইডারটা টেনে একেবারে বামপাশে নিয়ে আসুন অথবা Hue এর ঘরে -১৮০ লিখে দিন এখন আবার Saturation এর স্লাইডারটি টেনে বামপাশে নিয়ে আসুন অথবা -১০০ লিখে দিন।

সব ঠিকঠাক হয়ে থাকলে OK বাটনে ক্লিক করুন। আপনার টোটাল ছবিটা সাদা-কালো হয়ে যাবে। এখন টুলবার থেকে ব্রাশ টুলটি সিলেক্ট করুন।

আপনার কার্সরটি একটি গোল বৃত্তের মতো হবে। Set foreground color হিসাবে কালো সেট করুন ।

এখন ছবির যে অংশ আপনি রঙ্গিন করতে চান সে অংশের উপর দিয়ে মাউস ড্রাগ করুন। কি ঘটছে?

ফাইনালি আপনি ছবিটি নিচের ছবির মতো পাবেন।

ক্যামন লাগলো আমার টিউনটি? ভালো লাগা, না লাগা দু’টুই মন্তব্যের মাধমে জানাবেন, আর হাতে সময় থাকলে আমার ব্লগটি থেকে ঘুরে আসতে পারেন।

Level 0

আমি খোকন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 69 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

এটা তহ রঙ্গিন ফটো কে সাদা কাল করে রঙ্গিন করা… কিন্তু সাদাকাল পিকচার কে কিভাভে করব ?? র ব্যাকগ্রাউন্ড change টা কি ভাভে করব এক্তু বলবেন প্লয।। সচ্রীনশত হলে ভাল হয়। ।thanks for your tune.

    @dipttabd: আপনি যখন Hue/Saturation কমিয়ে দিবেন তখনই ছবিটি সাদা-কালো হয়ে যাবে আর সাদা-কালো ছবি থেকে রঙ্গিন ছবি করতে হলে https://www.techtunes.io/photography/tune-id/19413/ টিউনটি দেখেন। ধন্যবাদ মন্তব্য করার জন্য।

details hole valo hoto………plzzzz update korun……tune ta aro shudor hobe….

    @nahidrayhan: আমার মনে হয় টিউনটা বিস্তারিতই বলা আছে, আপনি প্রতিটি কাজ Step by Step করে যান অবস্যই আপনারটাও এরকমের হবে।

darun

onak onak thnx

Level 0

bhai swordfish (www.linksurls.blogspot.com) er tune copy maren kano?

    @Jonty: সরি ভাই, আমার মনে হয় আপনার কোথাও কোন ভুল আছে। এই টিউনটা করতে আমার সন্ধ্যা থেকে রত্র ১ টা পর্যন্ত সময় নিয়েছে। ধন্যবাদ কমেন্ট করার জন্য।

      Level 0

      @খোকন: very sorry brother, hote pare,
      asole swordfish bhai o aki jinish onek agey koreche, ok thank you, sorry for bad comment

      @খোকন: OK. No Problem. Thank you again.

আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাই মাঝে মাঝে টিপস দিয়েন ভাল লাগে…………………..

    @sakir hossain: এখন থেকে আশা আছে মাঝে মাঝে এরকমের টিউন করার। ধন্যবাদ আপনাকে।

Ei subject ta tik bujlam na… ( মাউস ড্রাগ করুন gcgcjddkfsdk kjkjfdkslfj sdff কি? ) adsfsdfd
ata ki bujlam na tik

    @saidulislam: এর মানে হচ্ছে, আপনি যে অংশ রঙ্গিন করতে চান সে অংশে এসে মাউসের Left button চেপে ধরে ঘষা-মাজা করা। আশা করি এখন আপনারটাও হবে। তাই না?

এতদিন এটা খুজছিলাম। অসংখ্য অসংখ্য ধন্যবাদ

বিভিন্ন জন বিভিন্নভাবে এটা করে থাকেন। যেমন, আমার পদ্ধতিটি এরকম:

১। যেকোন রঙ্গিন ইমেজ ফটোশপে open করেন।
২। এরপর Image মেনু > Adjustments > Black & White… -এ ক্লিক করেন। কীবোর্ড শর্টকার্ট হলো Alt+Shift+Ctrl+B। তারপর Ok করেন। ছবিটা সাদা-কালো হয়ে যাবে।
৩। এখন Tools থেকে History Brush Tool (কীবোর্ড শর্টকার্ট Y) নিয়ে ছবিটার কাঙ্খিত স্থানের উপর ড্রাগ করতে থাকুন। ড্রাগকৃত স্থানটি পুনরায় রঙ্গিন হয়ে যাবে!!

ধন্যবাদ খোকন ভাইকে।

এটা খুজছিলাম। অসংখ্য অসংখ্য ধন্যবাদ

    @ইরান: এইতো পেয়ে গেলেন, এখন কাজে লেগে যান; আর কোন সমস্যা হলে আমাকে জানাবেন।

খুবই সহজ। ধন্যবাদ ভাই আপনার সুন্দর টিপস এর জন্য। আপনার কাছে আরও টিপস আশা করছি ।

    @বাধন৮৬১: হ্যাঁ ভাই, অনেক সহজ। দোয়া করবেন আমার জন্য আমি যেন রেগুলার হতে পারি। আপনার সুন্দর মন্তব্যের জন্য অংখ্য ধন্যবাদ।

খোকন ভালো লাগল আপনার টিউন টা

Level 0

duitai korlam , shahriar vai er ta easy laglo. dui jonkei dhoonnobad. apni tune na korle jantam e na . thanks a lot.

    @shabbir: হা হা হা, আপনার কমেন্টা অনেক ভালো লাগলো। “জ্ঞানীরা ভিন্ন ভিন্ন কাজ করে না, তারা একই কাজ ভিন্ন ভিন্ন ভাবে করে”। আপনাকেও অনেক ধন্যবাদ।

tnx………………

tanx

সুন্দর হইছে,ধন্যবাদ টিউনের জন্য।

Level 0

Vaia amar history brush tool disable dekhay ki korbo?Ami photoshop 7.0 use kori

খোকন ভাই আপনার সাথে আমার কিছু জরুরি কথা আছে আপনি আমাকে এটমিনিট কল দেন আমি আপার নাম্বার টা পেলে আপনার সাথে কথা বলতে পারবো খুব জরুরী আমার নাম্বার 8801719-476879

Level 2

আজকে একটু অন্যভাবে জানলাম ।। ধন্যবাদ ।।

অসাধারণ।

Level 0

ও ভাই ব্যাপক বিনুদুন পাইলাম। ধইন্নবাদ

হাচা কইতাছেন? ভাই, আপনাকেও অনেক ধন্যবাদ।

Khub sundor, Dhonnobad