আপনাদের সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের টিউন । অনেকদিন পর টেকটিউনসে টিউন করতে পেরে ভাল লাগছে । অাজকে অামি যে বিষয় নিয়ে টিউন করব সে বিষয় নিয়ে আমরা সকলকে ভাল করে জানি। তাহলে একনজরে দেখি নেই আমি কি কি সফটওয়্যার নিয়ে আলোচনা করব -
আসুন সংক্ষিপ্ত আকারে উপরিউক্ত সফটওয়্যারগুলোর কাজ জেনে নিই-
১) Watermark software v3.9 FULL.rar
নাম দেখে এই সফটওয়্যারের কাজ বুজতে পারছেন । এই সফটওয়্যারের সাহায্যে আপনি আপনার ছবির উপর ওয়াটার মার্ক দিতে পারবেন, সাইজ পরিবর্তন করতে পারবেন, রিনেইম করতে পারবেন, ছবির ফরমেট পরিবর্তন করতে পারবেন এবং আরো অনেক কিছু করতে পারবেন । নিচে এর কাজ দেখানো হল-
ক) সফটওয়্যারটি ওপেন করুন.
খ) উপরের দিকে ‘Add Files’ অথবা ‘Add Folder’ এ ক্লিক করে ছবি যুক্ত করে নিচের দিকে ‘Next’ এ ক্লিক করুন ।
গ) এরপর নিচের ছবির মত কাজ করুন
ঘ)এরপর নিচের ছবি মত দেখতে পাবেন, সেখান থেকে কোথায় সেভ করবেন, কি ফরমেট দিবেন তা ঠিক করে ‘RUN’ এ ক্লিক করুন ।
২) Aurora.3D.Animation.Maker..rar
এই সফটওয়্যারটির সাহায্যে আপনি থ্রিডি এনিমেশন তৈরি করতে পারবেন, এতে আপনি চমৎকার ইফেক্টও দিতে পারবেন । এমনকি এতে আপনি লোগো, বাটন ইত্যাদিও তৈরি করতে পারবেন । নিচে এর কাজ দেখানো হল-
ক) সফটওয়্যারটি ওপেন করুন এবং নিচের মত টেমলেট সিলেক্ট করুন।
খ) নিচের ছবির মত টেক্সট ডাবল ক্লিক করে সিলেক্ট করুন এবং যেকোন লেখা টাইপ করে বাইরে ক্লিক করুন।
গ)বামপাশ থেকে চিত্রের মত সিলেক্ট করে যেকোন লেখা টাইপ করে বাইরে ক্লিক করুন।
ঘ) বামপাশ থেকে চিত্রের মত ‘Shape’ এ ক্লিক করে যেকোন আইকন সিলেক্ট করুন এবং নিচর দিকে প্লে বাটনে ক্লিক করুন ।
ঙ) এবার চিত্রের মত সিলেক্টকৃত শেফটিকে ইফেক্ট দেয়ার জন্য বামপাশে ‘Animation’ ট্যাবটি ক্লিক করে যেকোন বামপাশে হলুদ বৃত্তের মত সিলেক্ট করুন এবং নিচের দিকে প্লে বাটনে ক্লিক করুন ।
চ) এবার তৈরিকৃত প্রজক্টটিকে সেভ করার জন্য উপরে ডানদিকে মেনুবার থেকে ফাইলে ক্লিক করে ‘Export Animation’ ক্লিক করুন ।
ছ) এবার চিত্রের মত ফাইলটিকে কিভাবে এবং কোথায় রাখবে তা নির্ধারণক করে Ok তে ক্লিক করুন ।
এই সফটওয়্যারটির সাহায্যে আপনি ছবিকে বিভিন্নভাবে স্কেচ করতে পারবেন এবং এইট্ ব্যবহার করা অত্যন্ত সহজ ।
নিচে চিত্রের মত কাজ করুন-
এই সফটওয়্যার দিয়ে আপনি Duplicate ছবি বের করতে পারবেন ।
সফটওয়্যারটি ওপেন করুন এবং যেকোন ছবি ড্রাগ করে সফটওয়্যারটির উপর ছেড়ে দিন এবং Start Search এ ক্লিক করুন ।
৫) ImageResizerPowertoySetup.exe
এই সফটওয়্যারের নাম দেখে বুজতে পারছেন এটি দিয়ে কি করা যায়, হ্যা আপনি ঠিকই ধরছেন এর সাহায্যে আপনি দুই ক্লিকেই যেকোন ছাবিকে রিসাইজ করতে পারবে।
ক) যে ছবি রিসাইজ করতে চাচ্ছেন তার উপর মাউসে রাইট বাটন ক্লিক করে Resize Pictures এ ক্লি করেন ।
খ) ক্লিক করার পর নিচে ছবির মত যেকোন সাইজ সিলেক্ট করে ওকে করুন ।
গ) তাহলে এই রকম দেখতে পারবেন ।
এই সফটওয়্যারটি দিয়ে আপনি ফটোশপের মত কাজ করতে পারবেন ।
৭) Convert_photo_to_pencil_sketch_6.51.rar
এই সফটওয়্যারটি দিয়ে আপনি color sketch, pen-and-ink, black and white sketch ইত্যাদি করতে পারবেন খু্ব সহজেই ।
ক) সফটওয়্যারটি ওপেন করুন এবং উপরে মেনুবার থেকে ‘’ এ ক্লিক করে ‘’ অথবা ‘’ সিলেক্ট করুন। এরপর কিধরণের স্কেস করতে চান তা নিবার্চন করুন এবং চিত্র দেখানো ৩ নং এর মত ক্লিক করুন । তারপর পছন্দে জায়গায় সেভ করুন ।
৮) Factory.image.converter.1.1-mpt.rar
এই সফটওয়্যারটি দিয়ে আপনি ছবিকে বিভিন্ন ফরমেটে convert , resize photos, as well as crop, rotate and watermark ইত্যাদি করতে পারবেন ।
৯) Photo.Calendar.Maker.1.81.rar
এই সফটওয়্যারটি দিয়ে আপনি Calendar তৈরি করতে পারবেন । এই সফটওয়্যারটির না থাকার কারণ এটি দিয়ে তৈরি Calendar কে কোনোভাবে সেভ করা যাচ্ছে না, সেজন্য এই কিছু দিলাম না । আপনারা কেউ যদি এইটার ফুল পেয়ে থাকেন তাহলে অবশ্ই শেয়ার করবেন ।
আমি সাইমুন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 43 টি টিউন ও 447 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
I love Bangladesh
জটিল টিউন। 🙂