থ্রিডি শিখুন 3D Studio Max -এ আর সমৃদ্ধ করুন থ্রিডি জগৎকে [পর্ব–০৬] :: অবজেক্ট তৈরিকরণ ও Unit Setup

সবাইকে সালাম জানিয়ে শুরু করছি 3ds max নিয়ে করা আমার ধারাবাহিক টিউনের আজকের টিউন। আশা করি সবাই ভাল আছেন। অনেকদিন পর আবার টিউন করছি। বিভিন্ন ব্যস্ততার কারনে অনেক দিন টিউন করা হয়নি।

বেশি কথা না বাড়িয়ে চলুন আজকের টিউনের বিষয়বস্তু নিয়ে আলোচনা করি।

আমি আগেই বলেছি 3ds max এ কোন কিছু তৈরি করতে হলে আপনাকে যে কোন একটি অবজেক্ট সিলেক্ট করে Create করতে হবে। ম্যাক্সে অনেক ধরনের অবজেক্ট রয়েছে। এর মধ্যে রয়েছে Standard Primitives নামে কিছু অবজেক্ট। আমি গত টিউনে এই Category তে থাকা Box অবজেক্ট কিভাবে তৈরি করতে হবে তা দেখিয়েছিলাম। আজকেও আমরা এরকম কিছু Standard Primitives Object Creation Method সম্পর্কে আলোচনা করব।

গত টিউনে দেখেছিলেন Standard Primitives Panel থেকে বক্স তৈরি করার জন্য ধাপে ধাপে ভিউপোর্টে কতকগুলো ক্লিক করতে হয়েছে। অন্যান্য অবজেক্টগুরো তৈরি করতে হলেও এরুপ ক্লিক করতে হবে। তাই প্রথমেই আমি কোন অবজেক্ট তৈরি করতে কতগুলো ক্লিক করতে হবে তার একটি লিষ্ট দিয়ে দিলাম।

Object Name………………………..Clicks To Create

1.Box………………………………………..2

2.Cone………………………………………3

3.Sphere…………………………………….1

4.GeoSphere……………………………….1

5.Cylinder…………………………………..2

6.Tube……………………………………….3

7.Torus………………………………………2

8.Pyramid…………………………………...2

9.Teapot……………………………………..1

10.Plane……………………………………..1

11.Hedra……………………………………..1

12.Torus Knot……………………………..2

13.ChamferBox…………………………….3

14. ChamferCylinder……………………..3

15. OilTank…………………………………3

16.Capsule………………………………….2

17.Spindle…………………………………..3

18.L-Ext…………………………………….3

19.Gengon………………………………….3

20.C-Ext…………………………………..3

21.RingWave………………………………2

22.Hose……………………………………2

23.Prism…………………………………..3

এবার চলুন কিছু Standard and Extended Primitive Object তৈরি করার নিয়ম দেখি।

আপনি কোন অবজেক্ট তৈরি করতে চাইলে Create Panel অথবা Create Menu থেকে এগুলো তৈরি করতে হবে। আপনি এগুলো কিবোর্ড দিয়ে অথবা মাউসকে বিভিন্ন ডাইমেনশনে ড্রাগ করে Create করতে পারেন। মাউসকে বিভিন্ন ডাইমেনশনে ড্রাগ করার পদ্ধতি নির্ভর করে আপনি কিরূপ অবজেক্ট তৈরি করতে চান তার উপর। মাউসকে কতবার ড্রাগ করত হবে তার একটি লিস্ট দিয়েছি। এবার চলুন দেখি কোন ডাইমেনশনে ড্রাগ করতে হবে তা দেখি।

Cone তৈরি করা:

প্রথমে Standard Primitive Panel তৈকে Cone বাটনটিতে ক্লিক করুন। এরপরে

Perspective ভিউপোর্ট কে Maximize করে ভিউপোর্টে মাউসে ক্লিক করে মাউসকে নিচে অথবা উপরে ড্রাগ করুন। নিচের ফিগারটি দেখুন।

ফিগার নং-৬.০১

এর পরে ২য় ডাইমেনশনের জন্য নিচের ফিগারের মত মাউসকে উপরের দিকে ড্রাগ করুন।

ফিগার নং- ৬.০২

এরপরে সবশেষ ডাইমেনশনের জন্য ৬.০৩ নং ফিগারের মত মাউসকে ডানে ড্রাগ করুন।

ফিগার নং-৬.০৩

এরপরে আমরা কোনের মডিফাই প্যানেলে যে অপশনগুলো রয়েছে তা নিয়ে আলোচনা করব।

যদি আপনি কোন অবজেক্ট Create করার পর প্রথমবারের মত আনসিলেক্ট হয় তাহলে এর নেম এন্ড কালার, প্যারামিটারস ইত্যাদি অপশনগুলো Create প্যানেলে থাকবে না। এজন্য আপনাকে অবজেক্টটি সিলেক্ট করে মডিফাই প্যানেলে যেতে হবে।

অবজেক্টটি সিলেক্ট করা অবস্থায় মডিফাই প্যানেলের প্রথমে যে অপশনটি দেখতে পাবেন তা হল নেম এন্ড কালার অপশন। এখানে আপনার তৈরিকৃত অবজেক্টটির নাম ও কালার দেখতে পাবেন। আমি একটি কোন তৈরি করেছি তাই এখানে নাম এর ঘরে Cone001 দেখচ্ছে এভাবে আপনি যে অবজেক্ট তৈরি করবেন তার নাম এবং যতগুলো তৈরি করবেন তার সংখ্যা দেখাবে। যেমন-Box001,Cone001,Sphere001,Sphere002,ইত্যাদি। এখান থেকে আপনি অবজেক্ট এর নাম পরিবর্তন করতে পারবেন। সহজে কোন অবজেক্টকে রিনেম করার জন্য অবজেক্টটি সিলেক্ট করুন এবং এখান থেকে রিনেম করুন। এর ডান পাশেই আছে কালার অপশন। আপনি যে অবজেক্টটি তৈরি করেছেন তার কালার দেখাবে। এখানে ক্লিক করে এর কালার পরবর্তন করতে পারবেন। ক্লিক করলে ৬.০৪ নং ফিগারের দেখানো ডায়লগ বক্সের মত একটি ডায়লগ বক্স আসবে। এর নাম অবজেক্ট কালার ডায়লগ বক্স।

ফিগার নং-৬.০৪

এখানে অনেক ধরনের কালার রয়েছে। (মনে রাখবেন এগুলো হল ম্যাক্স এর ডিফল্ট রেন্ডারিং কালার এখানে থেকে রেন্ডারের জন্য আপনি কোন টেক্সার ব্যবহার করতে পারবেন না। এরজন্য আপনাকে Material Editor ব্যবহার করতে হবে। পরবর্তিতে এনিয়ে আলোচনা করব) এখান থেকে আপনি যেকোন একটি কালার সিলেক্ট করুন।নিচের ৬.০৫ নং ফিগারটি লক্ষ্য করলে দেখতে পাবেন আমি এখান থেকে একটি কালার সিলেক্ট করায় কোনের কালার এর পরিবর্তন হয়েছে।

ফিগার নং-৬.০৫

এর পরে যে অপশনটি আছে এর নাম হল Creation Method. এর প্রথমে যে রেডিও বাটনটি আছে এটি সিলেক্ট করে কোনটি তৈরি করতে চাইলে আপনি প্রথমে যেখানে ক্লিক করে অবজেক্টটি তৈরি করতে যাবেন সেখানে থেকে শুরু করে যেখানে ড্রাগ করা শেষ করবেন সেখানে এর প্রথম গোলক তৈরি শেষ হবে। (না বুঝলে তৈরি করে দেখুন বুঝবেন 🙂 ) এর পরে যে রেডিও বাটনটি আছে এটি সিলেক্ট করে Cone টি তৈরি করতে চাইলে এটি মধ্য থেকে তৈরি হওয়া শুরু হবে। তৈরি করে দেখুন সবটুকু বুঝতে পারবেন।

এর পরে যে অপশনটি আছে তা হল প্যারামিটার রোলআউট। এখান থেকে আপনি তৈরি করা অবজেক্ট এর পরিমাপ পরিবর্তন করতে পারবেন। এর আগে চলুন ম্যাক্সে পরিমাপ সম্পর্কে একটু আলোচনা করি।

ফিগার নং-৬.০৬

উপরের ৬.০৬ নং ফিগারটিতে প্যারামিটার রোলআউট অংশে দেখতে পাচ্ছেন অবজেক্টএর পরিমাপ দেয়া আছে। এবং এর শেষে cm(সেন্টিমিটার) লেখাটি দেখতে পাচ্ছেন। আপনি এর আগের টিউনটিতে দেখেছেন বক্স তৈরি করার সময় এরকম কোন লেখা আসেনি। এটি হল ম্যাক্সের পরিমাপের ব্যাপার। কোন অবজেক্ট তৈরির জন্য তার একটি পরিমাপ থাকতে হবে। ম্যাক্সে পরিমাপের জন্য Unit Setup অংশ থেকে অবজেক্টটি কোন স্কেলে পরিমাপ হবে তা সিলেক্ট করে দিতে হয়।

আমার আগের টিউনটিতে দেখেছেন বক্স তৈরি করার সময় কোন স্কেল দেখানো হয়নি। এই টিউনটিতে আমি cm(সেন্টিমিটার) স্কেল ব্যবহার করেছি। স্কেল সিলেক্ট করার জন্য প্রথমে Customize Menu থেকে Unit Setup সিলেক্ট করুন। নিচের ফিগারে দেখানো Unit Setup Dialogue Box টি আসবে।

ফিগার নং-৬.০৭

এখানে প্রথম অংশে রয়েছে Display Unit Scale. এর প্রথমে যে রেডিও বাটনটি আছে তার নাম Metric. এখানে Metric পদ্ধতিতে যে সকল স্কেল রয়েছে তা ড্রপডাউন বক্স থেকে সিলেক্ট করা যাবে। ড্রপডাউন বক্সে যে স্কেলগুলো আছে তা হল Millimeter Scale, Centimeter Scale, Meter Scale, এবং Kilometer Scale. এখানে যে স্কেল গুলো আছে তা একটির সাথে অন্যটির সম্পর্কযুক্ত। যেমন-আপনি যদি কোন অবজেক্টকে ১ মিটারে প্রদর্শন করতে চান তাহলে মিটার স্কেলে ১ মিটার দিতে হবে, সেন্টিমিটার স্কেলে ১০০ সেন্টিমিটরি দিতে হবে। তেমনিভাবে মিলিমিটার স্কেলে দিতে হবে ১০০০ মিলিমিটার।

এর পরে যে রেডিও বাটনটি আছে তার নাম হল Us Standard রেডিও বাটন। এখনে ড্রপডাউন লিষ্ট থেকে আপনি Us Standard যে সকল স্কেল রয়েছে তা সিলেক্ট করতে পারবেন। এখানে যে সকল স্কেল রয়েছে তা হল Fractional Inches, Decimal Inches, Fractional Feet, Decimal Feet, Feet w/Fractional Inches, এবং Feet w/Decimal Inches.

যদিও আমার মতে Us Standard স্কেল অপেক্ষা Metric স্কেল ভ্যবহার কার উত্তম, তবুও প্রয়োজনের তাগিদে ও শেখানোর জন্য Us Standard স্কেল সম্পর্কে সংক্ষেপে কিছু জানানো দরকার। চলুন এই স্কেল গুলো সম্পর্কে কিছু জানি।

এখানে ড্রপডাউন লিষ্টে প্রথমে যে স্কেলটি আছে তার নাম হল Fractional Inches. নাম দেখেই বোঝা যায় এর কাজ কি। এটি দিয়ে আপনি ইঞ্চিকে ভগ্নাংশে প্রকাশ করতে পারবেন। এই সেকলটি সিলেক্ট করার পর এর ডানপাশে একটি ড্রপডাউন লিষ্ট দেখতে পাবেন। এখান থেকে আপনি এক ইঞ্চিকে কত ভাগে প্রকাশ করতে চান তা সিলেক্ট করে দিতে পারবেন। এখানে নির্দিষ্ট করে কিছু ভগ্নাংশ দেয়া আছে আপনার পছন্দ অনুযায়ী সিলেক্ট করতে পারবেন। যেমন-1/1,1/2,1/4 ইত্যাদি। এখান থেকে আপনি যদি 1/1 সিলেক্ট করেন তাহলে আপনি বস্তুর প্যারামিটার অংশে যে মান দিবেন সেই পরিমানকে ইঞ্চিতে প্রকাশ করবে। যেমন আপনি যদি 30” মাপ দিতে চান তাহলে 30” তেই দেখাবে কিন্তু আপনি যদি ¼ সিলেক্ট করে 30 2/4” মাপ দেন তাহলে বস্তুটি ৩০ইঞ্চি+ এক ইঞ্চির চার ভাগের দুই ভাগ । এভাবে আপনি যদি ৫০ ৩/৪” দেন তাহলে ৫০ ইঞ্চি+ এক ইঞ্চির চার ভাগের তিনভাগ দেখাবে।

এরপরে যে স্কেলটি আছে তার নাম Decimal Inches স্কেল। এই স্কেলটি ব্যবহার করে ইঞ্চির মানকে দশমিক আকারে দিতে পারবেন। যেমন-35.60 ইঞ্চি।

এরপরে রয়েছে Fractional Feet স্কেল। প্রথমে দেখানো স্কেলে আমরা ইঞ্চিকে ভগ্নাংশ আকারে প্রকাশ করেছি। এই স্কেলটি দিয়ে আমরা ফুটকে ভগ্নাংশ আকারে প্রকাশ করতে পারব। অন্যান্য নিয়ম সব একই।

এর পরে রয়েছে Decimal Feet স্কেল। এটি দিয়ে প্যারামিটার অংশে ফুটকে দশমিক আকারে প্রকাশ করতে পারবেন।

এরপরে রয়েছে Feet w/Fractional Inches স্কেল। এই স্কেলটি দিয়ে ফুট এবং ইঞ্চি দুটোকেই ভগ্নাংশ আকারে প্রকাশ করা যাবে। এটি সিলেক্ট করলে এর নিচে দুটি রেডিও বাটন আসবে । এগুলো হল ডিফল্ট ইউনিট রেডিও বাটন। এর প্রথমে রয়েছে Feet এবং পরে আছে Inches. এখান থেকে Feet সিলেক্ট করলে এবং পরের ড্রপডাউন লিষ্ট থেকে ¼ সিলেক্ট করে প্যারামিটার অংশে 5’4 2/4” দিলে বোঝা যাবে। অবজেক্টটি ৫ফুট ৪ইঞ্চি+ এক ইঞ্চির চার ভাগের দুই ভাগ। আবার আপনি যদি 5’14 2/4” দেন তাহলে এটি দেখাবে 6’2 2/4” কারন আমরা জানি ১ফুট = ১২ ইঞ্চি। নিচের ডিফল্ট ইউনিট রেডিও বাটন থেকে Feet সিলেক্ট করলে ডিফল্ট ইউনিট হিসেবে ফুট বোঝাবে। একইভাবে Inches সিলেক্ট করলে ডিফল্ট ইউনিট হিসেবে ইঞ্চি বোঝাবে।

এরপরে রয়েছে Feet w/Decimal Inches স্কেল। এটি মানকে দশমিক আকারে প্রকাশ করবে। অন্যান্য নিয়ম সব একই।

এ অংশের শেষে যে রেডিও বাটনটি আছে তা Custom রেডিও বাটন। এখানে আপনি কাষ্টমাইজ স্কেল ব্যবহার করতে পারবেন। যেমন আপনি যদি এর প্রথম ঘরে E দেন এবং এর পরের ঘরে যদি দেন 100 এবং পরে ড্রপডাউন লিষ্ট থেকে যদি Inches সিলেক্ট করে দেন তাহলে বোঝা যাবে 1E সমান 100 Inches। এবার আপনি যদি প্যারামিটার অংশে 5E দেন তাহলে এর দারা 500 Inches কে বোঝানো হবে।

এরপরে যে রেডিও বাটনটি আছে তা হল Generic Unit. ম্যাক্সে Unit Setup Customize করা না হলে এটি ডিফল্ট হিসেবে দেয়া থাকে। এটি সিল্কে করে প্যারামিটার অংশে কোন মান দিলে তা দ্বারা বাস্তবিক কোন মাপ বোঝাবে না। এটি হল কম্পিউটারের মাপ। অন্যভাবে বলতে গেলে এটি দিয়ে ম্যাক্সে কোন বস্তু কম্পিউটারে দেখতে কত বড় হবে তার পরিমাপ দেওয়া যায়।

বন্ধুরা আজ এটুকুই। সময় সল্পতার কারনে আর বেশিকিছু লিখতে পারলাম না। টিউন বুঝতে অসুবিধা হলে মন্তব্য করে তা জানাবেন। আমি আসলে প্রথমে প্রয়োজনীয় জিনিসগুলো আগে শিখাতে চাই যাতে আপনি পরের ধাপগুলো ভালভাবে বুঝতে পারেন। আমি মেইন মেইন অপশন গুলো শিখানোর পরে প্রজেক্টভিত্তিক টিউটোরিয়াল পোষ্ট করব। কিন্তু আপনার প্রথমে যে জিনিসগুলো অবশ্যই জানতে হবে তা শিখতেই হবে। তা না হলে আপনি প্রজেক্টভিত্তিক টিউটোরিয়াল বুঝতে পারবেন না। আর এভাবে যদি শিখানো হয় তাহলে আপনি নিজে নিজে কিছু তৈরি করতে পারবেন এবং তৈরি করার নিয়মগুলো জানা থাকলে যে কোন জিনিস তৈরি করা সহজ হবে।

আমার টিউন কেমন হচ্ছে মন্তব্য করে জানাতে বুলবেন না। ধন্যবাদ সবাইকে । ভাল থাকবেন সবাই।

Level New

আমি মুসা আকন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 6 টি টিউন ও 68 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভাই আপনার টিউন দেখে দেখে শিখছি কন্টিনিউ করুন …………………..ধন্যবাদ ।

Level New

ভালো লাগলো চালিয়ে যান । ধন্যবাদ ।

Level 0

nije nijei try korcilam tabe 1,2,3,4, tune amar kono upkare aseni ,5,6, kub valo legece nejeao onek kisu siklam tobe kharap laglo je aponar porer tuner deri je ar soice na . asa kori tara tari tune korben, aponi kub valo besoi nia tune korcen . manay many thanks to u

Level 0

Bajare max er jonno valo kono book ace kina. thakle janben

Level 0

আমি ইলেক্ট্রিক্যাল যন্ত্রপাতি্‌,যেমন,মটর,জেনারেটর ইত্যাদি কিভাবে সহজে তৈরী করতে পারি?

Level 0

Plz contact my number 01717431849

Level 2

ভাই, আমাকে 3d studio max 7, 7.5 or 11 er activation code দেওয়া যাবে, ফ্রী ট্রায়াল অনেক আগেই শেষ হয়ে গেছএ তাই এখন ইউজ করতে পারছি না। দিলে খুব উপকৃত হব।

Level 0

ভাই আপনি আর কোন পোস্ট দিচ্ছেন না কেন? পরবর্তী পোস্ট কোথায়?

প্রিয় টিউনার,

আপনাকে এই চেইনটি চলমান করার জন্য অনুরোধ করা গেল। দয়া করে আপনার চেইন টিউনটি নতুন পর্ব যুক্ত করুন এবং নিয়মিত আপডেট করুন। ধন্যবাদ।