সবাইকে সালাম ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার ৩য় টিউন। গত দুটি টিউনে আমি 3ds Max এবং এর Interface নিয়ে আলোচনা করেছিলাম। গত দুটি টিউনে আপনারা সাধারন ধারনা পেয়েছেন। মূলত আজকের টিউন থেকেই আমারা 3ds max এর কাজের সাথে সম্পৃক্ত হব। তো চলুন আমরা আমাদের মূল আলোচনায় চলে যাই।
এই টিউনে আমরা 3ds max এর একটি গুরুত্বপূর্ন বিষয় Viewport নিয়ে আলোচনা করব।3ds max এ কোন অবজেক্ট এর উপর কাজ করার ক্ষেএ হল এই Viewport. আপনি কোন অবজেক্টকে যেকোনভাবে পরিবর্তন অর্থাৎ মডিফাই করতে চাইলে তা ভিউপোর্টে করতে হবে।
ফিগার নং-৩.০১
আপনারা টিউনের ৩.০১ নং ফিগারটি লক্ষ্য করলে দেখতে পাবেন চারটি আয়তাকার ঘর রয়েছে। এর প্রত্যেকটিকে একসাথে ভিউপোর্ট বলে। আপনি কোন অবজেক্টকে কোন এ্যাঙ্গেলে দেখতেছেন তা এই ভিউপোর্ট নির্দেশ করে। অর্থাৎ আপনি একটি অবজেক্টকে বিভিন্ন দিক দিয়ে দেখতে পাবেন। লক্ষ্য করে দেখুন ৩.০১ নং ফিগারটিতে আলাদা আলাদাভাবে চিহ্নিত করা হয়েছে। উপরের দিক দিয়ে ১ম ঘরটিতে Top Viewport কে দেখতে পাচ্ছেন। এভাবে ২য়, ৩য়, ৪র্থ ঘরে যথাক্রমে Font Viewport, Left Viewport এবং Perspective Viewport দেখতে পাচ্ছেন।এবার চলুন দেখি এসকল ভিউপোর্টের কাজ কি।
মনে করুন আপনার সামনে একটি টেবিল আছে। এখন আপনি টেবিলটির সামনের দিকে তাকালে এর সামনের দিকটাই শুধু দেখতে পাবেন। এভাবে আপনি উপরের দিক দেখতে চাইলে টেবিলের উপরের দিক দিয়ে তাকাতে হবে। তেমনিভাবে আপনি যদি এর বাম দিকের অংশটা দেখতে চান তাহলে আপনাকে এর বাম দিক দিয়ে তাকাতে হবে। ঠিক একইভাবে এর নিচের দিকটা দেখতে চাইলে আপনাকে নিচের দিক দিয়ে তাকাতে হবে। এভাবে আপনি যে দিকটা দেখতে চান আপনাকে অবশ্যই সেই দিক দিয়ে তাকাতে হবে। ঠিক একই কাজ আপনি Max এ কল্পনা করুন। Max এ আপনি কোন অবজেক্ট এর যে অংশটা দেখতে চান আপনাকে সেই অংশটাই প্রদর্শন করবে।
ফিগার নং ৩.০২
আপনারা টিউনের ৩.০২ নং ফিগারটি লক্ষ্য করলে দেখতে পাবেন আমি একটি প্রজেক্ট ওপেন করেছি। এই প্রজেক্টে লক্ষ্য করে দেখেন একটি টেবিরের উপরে চারটি গ্লাস এবং টেবিলের চারপাশে চারটি চেয়ার রয়েছে। এখন আরও একটু লক্ষ্য করে দেখুন 3ds max এর Top Viewport এ আপনি চেয়ার টেবিলের উপরের দিকটা দেখতে পাচ্ছেন। Font Viewport এ আপনি এর সামনের দিকটা দেখতে পাচ্ছেন। Left Viewport এ আপনি এর বাম দিকের অংশটা দেখতে পাচ্ছেন। এভাবে 3ds Max এ আপনি ৩টি ভিউপোর্টের মাধ্যমে আলাদা আলাদাভাবে তিনটি দিকই দেখতে পাচ্ছেন। যা আপনি বাস্তবে দেখতে পারবেন না। এছাড়া বাকি থাকে Perspective Viewport. Perspective Viewport এ আপনি একটি অবজেক্ট এর তিনটি দিক দেখতে পাবেন অর্থাৎ আপনি এই ভিউতে একটি অবজেক্ট এর উপরের দিক, বাম দিক এবং ডান দিক দেখতে পারবেন। আপনি ভেবে দেখেন আসলে তিনটি দিক বাস্তবে দেখা সম্ভব। আর এই সুযোকটি আপনি ম্যাক্সএও পাচ্ছেন। আমি আমার ১ম টিউনেই বলেছিলাম এখানে আপনি বাস্তব কিংবা কল্পনার দুটোরই রুপ দিতে পারবেন।
ফিগার নং ৩.০৩
ভিউপোর্ট পরিবর্তন করা:-
টিউনের ৩.০৩ নং ফিগারে Top Viewport এ আপনি একটি মেনু দেখতে পাচ্ছেন। Max এ আপনি চারটি ভিউপোর্টেই এই মেনু ওপেন করতে পারবেন। এজন্য আপনাকে যে কোন একটি ভিউপোর্ট সিলেক্ট করতে হবে।আমি এখানে Top Viewport সিলেক্ট করেছি। যে ভিউপোর্ট সিলেক্ট করবেন সেটি হলুদ বর্ডার দ্বারা চিহ্নিত হবে। এরপরে ভিউপোর্টের সবচেয়ে উপরে বাম পাশে একটি প্লাস সাইন[+] দেখতে পাবেন। এর ডান পাশেই যে ভিউপোর্টটি একটিভ আছে তার নাম দেখতে পাবেন। এই নামের উপরে ক্লিক করুন। তাহলে ৩.০৩ নং ফিগারে দেখা মেনুর মত একটি মেনু আসবে। এখান থেকে আপনি বিভিন্ন ভিউপোর্ট নামের যে কোন একটি সিলেক্ট করুন। আমি এখানে Bottom নামটি সিলেক্ট করেছি। ফলে টেবিলের নিচের দিকটা প্রদর্শন করছে। ফিগার নং ৩.০৪ লক্ষ্য করলে দেখতে পাবেন। এভাবে আপনি যে কোন ভিউপোর্ট পরিবর্তন করবেন।
ফিগার নং ৩.০৪
ফিগার নং ৩.০৫
ফিগার নং ৩.০৫ এ আমি Bottom Viewport কে Left Viewport এ পরিবর্তন করছি। ফলে এর দিকও পরিবর্তিত হয়েছে। তেমনি ভাবে আমি Font Viewport কে Right Viewport এ পরিবর্তন করেছি। ফলে এর ডান দিক প্রদর্শন করছে।
ভিউপোর্টের সাইজ পরিবর্তন করা:-
ভিউপোর্টের সাইজ পরিবর্তন করার জন্য ৩.০৬ নং ফিগারে দেখানো লাল বর্ডার চিহ্তি এলাকায় মাউস পয়েন্টার রাখুন। ঠিকমত মাউস পয়েন্টার স্থাপিত হলে এর দুই দিকে তীর চিহ্ন দেখাবে।
ফিগার নং-৩.০৬
এবার আপনি মাউসের Left Button ক্লিক করা অবস্থায় মাউসকে উপর নিচে ড্রাগ করুন। দেখতে পাবেন আপনার ভিউপোর্টের সাইজের পরিবর্তন ঘটছে। ৩.০৭ নং ফিগারটি দেখুন । দেখতে পাচ্ছেন আমরি সিলেক্টকৃত ভিউপোর্টের সাইজ পরিবর্তিত হয়েছে। এভাবে আপনি যে কোন ভিউপোর্টের সাইজের পরিবর্তন করতে পারবেন, এতে করে আপনি আপনার তৈরীকৃত অবজেক্ট ভালোকরে দেখতে পাবেন।
ফিগার নং- ৩.০৭
ফিগার নং-৩.০৮
টিউনের ৩.০৮ নং ফিগারে আপনার দেখতে পাচ্ছেন যে দুটি ভিউপোর্টই একসাথে পরিবর্তিত হয়েছে। আসলে আপনি যখন কোন একটি ভিউপোর্টের একটি সাইড ধরে ড্রাগ করবেন তখন পাশে থাকা অন্য ভিউপোর্টের সাইজও পরিবর্তিত হবে। অন্য সাইড ধরে যখন আপনি ড্রাগ করবেন তখন এটি আপনার কাঙ্খিত সাইজ প্রদর্শন করবে। ৩.০৯ নং ফিগারটি লক্ষ্য করে দেখুন। নিজে নিজে চেষ্টা করে দেখুন ব্যাপারটা বুঝতে পারবেন।
ফিগার নং-৩.০৯
এছাড়া এপনি Viewport Configuration মেনুর মাধ্যমে Viewport এর বিভিন্ন পরিবর্তন করতে পারবেন।
আসুন দেখি কিভাবে করা যায়।
প্রথমে ভিউপোর্টের প্লাস[+] চিহ্নিত স্থানটিতে ক্লিক করুন। ৩.১০ নং ফিগারটি লক্ষ্য করুন। এরপর মেনু থেকে Configure Viewport মেনুটিতে ক্লিক করুন। ফলে Viewport Configuration Dialogue Box টি আসবে (৩.১১ নং ফিগারটি লক্ষ্য করুন।) এবং পরের ধাপ গুলো অনুসরন করুন।
ফিগার নং-৩.১০
ফিগার নং-৩.১১
ভিউপোর্ট লে-আউট পরিবর্তন করা:-
ভিউপোর্ট লে-আউট পরিবর্তন করার জন্য Viewport Configuration Dialogue Box এর Layout বাটনে ক্লিক করুন। ফলে যে সকল লে-আউটে আপনি ভিউপোর্টকে পরিবর্তন করতে পারবেন তার লিস্ট আসবে।৩.১২ নং ফিগারটি লক্ষ্য করন।
ফিগার নং- ৩.১২
টিউনের ৩.১২ নং ফিগারে আপনারা লাল এবং সাদা রংএর দুইটি বর্ডার দেখতে পাচ্ছেন। সাদা বর্ডার টি যেখোনে আছে এটি দ্বারা বর্তমান এ্যাকটিভকৃত লে-আউটের আইকন প্রদর্শন করেছে। এবং লাল রং এর বর্ডার দ্বারা বর্তমানে এ্যাকটিভ করা বিভিন্ন ভিউপোর্টের নাম এবং এদের অবস্থান প্রদর্শন করছে।( ম্যাক্সে আপনারা শুধু সাদা রংএর বর্ডার টি দেখতে পাবেন। লালটি আমার তৈরী করা)
লে-আউট পরিবর্তনের জন্য লে-আউট আইকন লিস্ট থেকে যে কোন একটি আইকন সিলেক্ট করুন। ( ফিগার নং ৩.১৩ লক্ষ্য করুন।) আমি এখানে তিন ভিউপোর্টের একটি আইকন সিলেক্ট করেছি। যার ডানে একটি ভিউপোর্ট এবং বামে দুইটি ভিউপোর্ট আছে। এবার ok বাটনে ক্লিক করুন। ফলে চারটি ভিউপোর্টের লেআউট পরিবর্তিত হয়ে তিনটি ভিউপোর্টের লেআউট হবে। ৩.১৪ নং ফিগারটি লক্ষ্য করুন।
ফিগার নং-৩.১৩
ফিগার নং- ৩.১৪
এছাড়া আপনি ৩.১২ নং ফিগারের লাল বর্ডারকৃত স্থান দ্বারা বিভিন্ন ভিউপোর্টের নাম পরিবর্তন করতে পারবেন। এজন্য যেকোন একটি ভিউপোর্ট আইকনে রাইট ক্লিক করুন এবং যে কোন একটি নাম সিলেক্ট করুন। এভাবে আপনি সবগুলো ভিউপোর্টের নাম এবং প্রদর্শনের দিক পরিবর্তন করতে পারবেন। এবার ok বাটনে ক্লিক করেন এবং দেখেন আপনি যেঅনুযায়ী ভিউপোর্ট সিলেক্ট করে দিছেন সেই অনুযায়ী ভিউপোর্ট প্রদর্শিত হচ্ছে। নিচের ৩.১৫,৩.১৬,৩.১৭ এবং ৩.১৮ নং ফিগারগুলো লক্ষ্য করুন তাহলে বুজতে পারবেন।
ফিগার নং-৩.১৫
ফিগার নং-৩.১৬
ফিগার নং-৩.১৭
ফিগার নং-৩.১৮
তাহলে এই ছিল ভিউপোর্ট নিয়ে সংক্ষিপ্ত আলোচন। আগামী টিউনে আমরা ভিউপোর্ট নেভিগেশন নিয়ে আলোচনা করব।
টিউনে আমি যে প্রজেক্টটি ব্যবহার করেছি এটা ছিল আমার জীবনের 3ds max এ প্রথম প্রজেক্ট। আজ থেকে প্রায় তিন বছর আগের। নিচে এর রেন্ডার করা ছবিটি দিলাম। প্রথম প্রজেক্ট হিসেবে কেমন হয়েছিল জানাতে ভুলবেন না কিন্তু। 🙂
বন্ধুরা আমার টিউন কেমন হচ্ছে একটি মন্তব্য করে হলেও তা জানাবেন। টিউনে কোন জায়গায় বুঝতে সমস্যা হলে জানাবেন। আর কোন জায়গায় ভুল হলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আমাকে জানাবেন । আমি আপডেট করে দেব।
তো আজ এইটুকুই…আগামী টিউন পাড়ার আমন্তরন রইল। সবাই ভাল থাকুন এবং মন্তব্য করুন।
আমি মুসা আকন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 6 টি টিউন ও 68 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
মুসা ভাই এক কথায় চরম হইসে …… আপনার ৩ ইয়ার আগের ইমেজটাও অনেক সুন্দর হইসে……. ভাইরে কন ভারসনটা কম কনফিগারেসন পিসি এর জন্য সুরু করা জায়…… আর সেটা আপনার লেখার সাথে মিল্বেকিনা একটূ জানালে ভাল হয় ….. আর ভাই আপনার লেখায় দন্নবাদ দিয়া ছটও করব না …. তবুও ্যাংকস ……