গুগলের ১০ টি ট্রিক অথবা ফিচার! যা সকলের জেনে রাখা দরকার!

টিউন বিভাগ গুগল
প্রকাশিত
জোসস করেছেন
Level 3
৪র্থ সেমিস্টার, শ্যামলী আইডিয়াল পলিটেকনিক ইনস্টিটিউট, মোহাম্মদপুর, ঢাকা

গুগল কে সকলেই হয়ত ভালো করে চিনেন। কতটা রহস্যময় সার্চ ইঞ্জিন ইহা! পুরো সার্চ ইঞ্জিন জুড়ে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে কত শত ছোটো খাটো ট্রিক্স বা ফিচার। এমন ১৫ টা ফিচার নিয়ে আজকে আপনাদের সাথে আলোচনা করবো।

১. Google Drive

প্রথম ট্রিক টির নাম দিলাম গুগল ড্রাইভ। আপনি কি একজন মুভি লাভার? মুভি ক্রয় করার প্রস্তুতি নিচ্ছেন? এতো প্রস্তুতির প্রয়োজন নেই। গুগল থেকে আপনার পছন্দের মুভিটি ডাউনলোড করে নিন একদম ফ্রীতে। শুধুমাএ গুগলে যেয়ে আপনার পছন্দের ছবিটির নাম লিখে তার পাশে স্পেস দিয়ে লিখে দিন Google Drive. ব্যাস, এবার সার্চ বাটনে ক্লিক করেদিন।

দেখবেন আপনার পছন্দের মুভিটির Google Drive লিঙ্ক আপনার সামনে এসে পড়েছে। ইহা বেশীরভাগ ক্ষেত্রেই কার্যকর। যদি কেউ তাঁর সেই মুভির গুগল ড্রাইভ লিঙ্ক কোনো পাবলিক টিউনের মাধ্যম এ শেয়ার করে থাকে তাহলে চলে আসবে আপনার কাছেও।

২. Copyright Free Image

আপনি একজন ব্লগার বা ইউটিবার? কন্টেন্ট তৈরি করেন? অথবা কোনো অফিসিয়াল কাজের জন্য কপিরাইট ফ্রি ইমেজ খুঁজছেন? নো টেনসন, আপনি আপনার পছন্দের Copyright Free ছবি পেয়ে যাবেন গুগল থেকেই।

শুধুমাত্র গুগলে যেয়ে আপনি যেই জিনিস টির ছবি চাচ্ছেন দেই জিনিস টির নাম লিখে সার্চ করে দিন।
এরপর Images এ ক্লিক করুন।
ডানপাশে থাকা Tools এ ক্লিক করুন।
Creative Common License সিলেক্ট করুন। এরপর যেই পিক গুলো আসবে সবই কপিরাইট ফ্রি।

৩. Image Search

মনে করুন আপনার কাছে একটি ছবি আছে। কিন্ত ছবিটির লোক টি কে? কিংবা যায়গা টি কোথাকার? কিংবা ছবিটির ডকুমেন্ট সম্পর্কে আপনি জানতে চাচ্ছেন যা আপনার পক্ষে লিখে সার্চ করা সম্ভব না। এমন অবস্থায় আপনি কি করবেন?

আপনি চাইলে ইমেজ টি গুগলে সার্চ করতে টেক্সট না করেই। সেক্ষেত্রে আপনাকে প্রথমে গুগলে যেতে হবে। এবং ডানপাশে উপরের কর্নারে images লেখা আছে সেটাতে ক্লিক করবেন।

এরপর সার্চ আইকন এর পাশে images Option দেখতে পাবেন। সেটিতে ক্লিক করুন।

নিচের দেখানো ১ নাম্বারে আপনার সেই ছবিটি সার্চ এর জন্যে আপলোড করতে পারবেন। এবং দ্বিতীয় অপশন এ সেই ছবি কোনো লিঙ্ক এর মাধ্যমে দিতে পারবেন।

আমি একটি ছবি আপলোড করে নিলাম।

নিচে দেখুন। আমার ইমেজ সার্চ এর ফলাফল প্রকাশ পেয়েছে।

৪. Currency Rate

অনেক সময় আমাদের কোন দেশের টাকার মুল্য কত এবং কোন দেশের টাকার মান কম বা বেশি এমনটা আমাদের জানার প্রয়োজন হয়। সেজন্য গুগল দিচ্ছে আপনাদের কে কারেন্সি নির্নয় করার ক্যালকুলেটর। অর্থাৎ আপনি কোন দেশের কত টাকা অন্য কোনো দেশের কত টাকা হয় সেটা আপনি গুগলের একটি ছোট্ট ভার্চুয়াল মেশিনের মাধ্যমেই নির্নয় কর্তে পারবেন। এর জন্য আপনাকে গুগলে যেয়ে শুধুমাত্র Currency লিখে সার্চ করতে হবে। তাহলেই সেই ক্যালকুলেটর টি আপনার সামনে এসে পড়বে।

৫. Windows 93

আমরা সকলেই হয়তো উইন্ডোজ এর কয়েকটি ভার্সন, যেমন:- Windows 10, 11, 8, 7, Vista, XP ইত্যাদি ব্যবহার করেছেন। কিন্ত উইন্ডোজ এর সেই অতীত কালের ভার্সন Windows 93 কি কেউ ব্যবহার করেছেন। কিভাবে করবেন, আজকাল তো বাজারে ইহার নাম ও নেওয়া হয়না। কোনো চিন্তা নয়, গুগল থেকে আপনি নিতে পারেন Windows 93 ব্যবহারের অভিজ্ঞতা।

বেশী কিছু নয়। শুধুমাত্র গুগলে যেয়ে লিখতে হবে Windows93. লিখে সার্চ করতে হবে। উপরে প্রথম যে সাইট টি এসেছে সেটিতে ক্লিক করুন। এরপর আপনার সামনে যে পেজ টি আসবে সেটিতে আপনি কিছৃুক্ষণ এর জন্য Windows93 এর মজা নিতে পারবেন।

৬. Calculator

মনে করেন আপনি খুব বড়োসড়ো একটি গাণিতিক হিসাব করবেন যা সামান্য ও ভুল হওয়া যাবেনা। এমন ক্যালকুলেটর এর থেকে ভালো উপায় হবে যে হিসাব টি সম্পুর্ন লিখে গুগলে সার্চ করে দিন। এতে আপনার হিসাবে ভুল হবার সম্ভাবনা খুবই কম হবে। এবং আপনার সমস্ত হিসাব লিখতে থাকা অবস্থায় ভালোমতো চেক করে নেওয়ার ও সুযোগ পাবেন। ডিভাইস ক্যালকুলেটর এর থেকে গুগল ক্যালকুলেটর কেই আমার কাছে বেশি সুবিধাজনক মনে হয়।

৭. Google Underwater

কেমন হয় যদি আপনি গুগল কে পানির মধ্যে দেখতে পান। শুধু তাই নয়। ব্যাপারটা যদি এমন হয় যে মাছেরা গুগলের সার্চ বার নিয়ে খেলা করছে। এমনটা দেখতে হলে Google Underwater লিখে সার্চ করুন। এরপর প্রথম লিঙ্কে ক্লিক করুন।

কি দেখতে পেলেন? ঠিক উপরের পিক টির মত না? এখন আপনি কোথাও ক্লিক করে দেখেন। দেখবেন পানি গুলোও নড়ছে। মাছ গুলোও খেলা করছে।

৮. দিবস সম্পর্কে জানা

আপনি কি কোনো ধর্মীয় উৎসব বা কোনো জাতীয় উৎসব বা কোনো দিবস সম্পর্কে জানতে চান? গুগলে যেয়ে সেই দিবস টির নাম ও সাল লিখে সার্চ করে দিন। দিবসের তারিখ টি গুগলে সবার সামনে ও উপরে বড় করে লেখা উঠে যাবে।

৯. পরিমাপ সম্পর্কে জানা

আপনি কি ওজন বা এরিয়া বা তাপমাত্রা বা দৈর্ঘ্য ইত্যাদির একক গুলোর পরিমাপ সম্পর্কে জানতে চান? তাহলে গুগলে যেকোনো দুইটি একক এর নাম লিখে সার্চ দিন। এতে পরিমাপের সমস্ত হিসাব নিকাশ একটি ক্যালকুলেটর এর মতো করে আপনাদের সামনে আসবে। এবং চাইলে সবকিছু পরিবর্তন ও করে অন্য কোনো পরিমাপের সম্পর্কে জানতে পারবেন।

১o. Pacman Game

আপনারা অনেকের হয়তো একটানা অনেকক্ষণ ইন্টারনেট ব্যবহার করতে করতে ক্লান্ত হয়ে জান। কিছুক্ষন রেস্ট এ থাকতে চান। এমন সময় এ আপনি চাইলে গুগলে আসতে পারেন। Pacman Game Search দিন। এরপর play বাটনে ক্লিক করে গেম খেলতে থাকুন। নিচে থেকে আপনারা অন্য কোনো গেম ও খেলতে পারবেন।

Level 3

আমি মো মারুফ শেখ। ৪র্থ সেমিস্টার, শ্যামলী আইডিয়াল পলিটেকনিক ইনস্টিটিউট, মোহাম্মদপুর, ঢাকা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 5 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 29 টি টিউন ও 6 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 4 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Nice post, Thank You.