আমরা যেদিন থেকে ইন্টারনেটে যুক্ত হয়েছি সেদিন থেকে প্রাইভেসি বলতে আমাদের কিছুই নেই। কারণ ইন্টারনেটের মাধ্যমে আপনার কম্পিউটারটি যুক্ত হয়েছে কোটি কোটি কম্পিউটার এবং সার্ভার এর সঙ্গে। যেখানে আপনার কম্পিউটার এর তথ্য শুধু আপনার কাছেই সীমাবদ্ধ এবং নিরাপদ থাকবে তা নয়। অনেক দূর করে তার মাঝে হ্যাকাররা নিতে পারে আপনার ব্যক্তিগত তথ্য অথবা অনেক কিছুই। ফায়ারওয়াল, ম্যালওয়ার ডিফেন্ডার এবং এন্টিভাইরাস দিয়ে আমরাও লড়েই চলেছি এসবের বিরুদ্ধে।
এতসব বিপদ থেকে বাঁচলেও শেষ রক্ষা কিন্তু আমাদের নেই। আমাদের নিজেদের অজান্তেই সব তথ্য তুলে দিচ্ছি গুগলের হাতে। আপনি কে, বয়স কত, আপনি কি কিনছেন, কি শুনছেন, দেখছেন, কোথায় যাচ্ছেন, কোথায় খাচ্ছেন, গুগল কিন্তু এসব জানে। আপনার সমস্ত পছন্দ-অপছন্দ এবং আগ্রহ-আগ্রহের খবর জানে গুগল।
আপনি যদি আপনার তথ্যগুলোর নিরাপত্তা নিয়ে দুশ্চিন্তায় থাকেন তবে টিউনটি দেখতে থাকুন। কারণ এসব অপশন গুলো কিভাবে বন্ধ করবেন সে বিষয়টিও দেখাব আজকের এই টিউনে। তবে চলুন এবার বিস্তারিত জেনে নেওয়া যাক।
মনোবিজ্ঞানীরা বা যারা সমাজ নিয়ে গবেষণা করেন তারা মানুষের পছন্দ-অপছন্দগুলো রোগীর কাছে জানতে চান। তার কি করতে ভালো লাগে, কিরকম গান শুনতে ভালো লাগে অথবা তার কোন বিষয়ে বেশি আগ্রহ নেই এরকম অনেক ডাটা নিয়ে তারা সেগুলো বিশ্লেষণ করে মানুষটি সম্পর্কে একটি পরিষ্কার ধারনার দাঁড় করে। মানুষটির সকল তথ্য নিয়ে তার বিষয়ে একটি পূর্ণাঙ্গ ধারণা দাঁড় করাতে সক্ষম হয় একজন সাইকোলজিস্ট। বুঝতে পারে তার সাইকোলজি এবং বুঝতে পারে মানুষটি কেমন। গুগল ও ঠিক এরকমই আমাদের কাছ থেকে তথ্য নিয়ে বিচার বিশ্লেষণ করে আমাদের রুচি পছন্দ-অপছন্দ ওপর ভিত্তি করে বিজ্ঞাপণ প্রদর্শন করে থাকে।
গুগল আমাদের ব্যক্তিগত তথ্য গুলো কে কোন অসৎ উদ্দেশ্যে ব্যবহার করেনা। বরং এটি আমাদেরকে সঠিক সেবা দেবার জন্যই ব্যবহার করে থাকে। আমাদের তথ্যগুলোকে ব্যবহার করে তারা আমাদের পছন্দ-অপছন্দ অনুযায়ী বিজ্ঞাপণ প্রদর্শন করায়। মূলত গুগল এর বিজ্ঞাপণ দাতারা ঠিক করে কোন ধরনের মানুষের কাছে তাদের বিজ্ঞাপনটি পৌঁছাবে। কোন ধরনের মানুষের কাছে তারা বিজ্ঞাপণ দিতে চান। যেসব তথ্য গুলো বিজ্ঞাপনদাতাদের গুগল দিয়ে থাকে। এখানে বিজ্ঞাপনদাতাদের কে আমাদের সম্বন্ধে কোন ব্যক্তিগত তথ্য দেয়া হয় না। শুধুমাত্র বিজ্ঞাপণ দেওয়ার সময় সেখানে অপশন সিলেক্ট করার ব্যবস্থা রাখা হয়। বাকি কাজটি গুগল নিজেই করে।
গুগল যেহেতু আমাদের সম্বন্ধে প্রায় সবকিছুই জানে সে জন্য কার কাছে গাড়ি, কার কাছে কসমেটিক এবং ইলেকট্রনিক্স সামগ্রী গুলোর বিজ্ঞাপণ প্রদর্শন করতে হবে সেটি জানে। এক্ষেত্রে আপনি যদি বাংলাদেশে থেকে থাকেন তবে অবশ্যই আপনাকে বাংলাদেশের বিজ্ঞাপনগুলিই বেশি পরিমাণে দেখানো হবে। এখানে আপনাকে 'Daraz' কিংবা 'Bikroy.com' এর মতো প্রতিষ্ঠানের বিজ্ঞাপণ গুলোই দেখানো হবে। 'eBay'কিংবা 'Amazon' এর মত বিজ্ঞাপনগুলো সাধারণত আসবেনা। এগুলো হচ্ছে লোকেশন ভিত্তিক বিজ্ঞাপণ। কার কাছে কোন ধরনের বিজ্ঞাপণ প্রদর্শন করতে হবে এটি গুগল ই ঠিক করে। এখানে বিজ্ঞাপনদাতাদের শুধুমাত্র সিলেকশন করে দেওয়ার অপশন থাকে।
গুগলের আমাদের ব্যক্তিগত এসব ডাটা নেবার যে সুবিধা আমরা পাই সেটি হচ্ছে আমরা আমাদের পছন্দ-অপছন্দ অনুযায়ী বিজ্ঞাপণ দেখতে পাই। নিজের পছন্দের বিজ্ঞাপনটি পাবার মাধ্যমে খুব সহজেই সঠিক পণ্য এবং সেবা খুঁজে পাওয়া সম্ভব হয়। এছাড়া আরও একটি সুবিধা হল যখন কোন নতুন ডিভাইস কে নিয়ে এসে তাতে লগইন করি তখন পুরাতন ডিভাইসের সকল তথ্য চলে আসে নতুন ডিভাইসে। যে কারণে নতুন করে আবার সেই ডাটাগুলোকে আনতে হয় না।
আপনি আপনার ডিভাইসে গুগল অ্যাকাউন্টে সাইন ইন করা অবস্থায় যা-কিছু অনুসন্ধান করছেন সেগুলো সব কিছু থেকে যাচ্ছে গুগলের কাছে। সেটি হতে পারে কয়েক দিন আগের অথবা কয়েক বছর আগের, এটি কোন ব্যাপার না। আজ থেকে যদি তিন বছর আগেরও কোন কিছু সার্চ করেন সেগুলো রয়েছে গুগলের সার্চ হিস্ট্রি তে। এসব সার্চ হিস্ট্রি গুলো দেখেই বুঝে ফেলা সম্ভব যে এই ব্যক্তিটি কি রকম, কি তার পছন্দ, কোন বিষয়ে বেশি আগ্রহ দেখায় ইত্যাদি। যদি ও গুগল সার্চ হিস্টোরি গুলো ডিলিট করার অপশন রেখেছে সেটিং থেকে।
আপনি কোন কিছু ইউটিউব থেকে অথবা গুগলে সার্চ করলে সেটি স্বয়ংক্রিয়ভাবে গুগলের ডাটাবেজ থেকে মুছে দেওয়া হবে। যে কাজটি আপনি আপনার গুগল অ্যাকাউন্ট থেকে করতে পারেন। এজন্য আপনি কোন ব্রাউজারে গিয়ে my account লিখে সার্চ করলে প্রথমে একটি গুগল এর ওয়েবসাইট চলে আসবে। যে ওয়েবসাইট থেকে আপনি আপনার হিস্টরি গুলো কাস্টমাইজ করে রাখতে পারবেন। যাই হোক, নিজের ব্যবহার করা search history গুলো ডিলিট করার মূল উদ্দেশ্যই হচ্ছে আমাদের পার্সোনাল ডাটা গুলো অনুযায়ী যেন আমাদেরকে বিজ্ঞাপণ না দেখানো হয়।
আপনি যদি আপনার সার্চ করা বিষয়ের সঙ্গে মিল রেখে বিজ্ঞাপণ না দেখতে চান তবে এটিও আপনি করতে পারেন। এজন্য নিচের ধাপগুলো অনুসরণ করুন।
১. প্রথমেই আপনাকে যেকোন ব্রাউজার থেকে my account লিখে সার্চ করতে হবে। এবার আপনি প্রথমেই গুগলের একটি পেজ দেখতে পাবেন। এবার আপনি সে ওয়েবসাইটটিতে প্রবেশ করুন। ওয়েব সাইটটিতে প্রবেশ করার পর আপনাকে অবশ্যই সেখানে আপনার সেই গুগল অ্যাকাউন্ট দিয়ে লগইন করে নিতে হবে।
২. পেজটিতে চলে আসলে এবার আপনি হোমপেজ থেকে থেকে ডানদিকে দেখতে পাবেন Data & personalization সেটিং। আপনি এবার এখানে ক্লিক করে সেখানে যান।
৩. তারপর একটু নিচে চলে আসলে দেখতে পাবেন 'Go to ad settings' লেখা। আপনি এবার এ সেটিং এ চলে যান।
৪. এবার এখান থেকে এটি বন্ধ করে দিন। তাহলেই আপনার কাছে আপনার ব্যক্তিগত তথ্য অনুযায়ী আর বিজ্ঞাপণ আসবেনা।
আপনি যদি my account সেটিং থেকে এখানে location timeline এ যান তবে সেখানে আপনি বুঝতে পারবেন যে আপনার প্রতিটি পদক্ষেপের কিভাবে রেকর্ড রাখা হয়। আপনাকে কিভাবে ট্র্যাক করা হয়। আপনি মোবাইলের লোকেশন চালু রাখা অবস্থায় কোথায় কোথায় গিয়েছিলেন সেসবের সমস্ত রেকর্ড সেখানে দেখতে পাবেন। এজন্য আপনি location timeline এর সেটিং তে ক্লিক করে গুগল ম্যাপে গিয়ে দেখতে পারেন। এখানে আপনার অতীতের সমস্ত রেকর্ড গুলো রয়েছে। আপনি এখানে প্রতিটি তারিখ এক এক করে দেখতে পারবেন।
আপনি যদি location history গুলো না জমা রাখতে চান তবে নিচের ধাপগুলো অনুসরণ করুন।
১. এজন্য প্রথমেই হোমপেজ থেকে location history সেটিং এ যেতে হবে।
২. এবার এখান থেকে দুইটি অপশন বন্ধ করে দিলেই আপনার location history সমূহগুলো আর জমা হবে না।
যদি আপনার একটি অ্যান্ড্রয়েড ডিভাইস থাকে এবং আপনি যেখানেই যান সেখানেও সেই ডিভাইসটিও যায় তাহলে বিপদটি নিশ্চয়ই বুঝতে পারছেন। গুগলের টাইমলাইনে গেলে আপনি দেখতে পাবেন আপনি যেখানে যেখানে গিয়েছেন সব জেনে বসে আছে গুগল। গুগল ম্যাপে সবকিছুই প্রদর্শন করছে। আপনার প্রত্যেকটি পদক্ষেপের খবর জানে গুগল। কিভাবে এটি বন্ধ করবেন সে বিষয় উপরে দেখানো হয়েছে।
আপনি এ পর্যন্ত যত কিছু ইউটিউবে সার্চ করেছেন সেগুলো কিন্তু রেকর্ড রাখা হয়েছে। শুধু সার্চ হিস্টোরি নয়, বরং আপনি যেসব ভিডিও দেখেছেন এ যাবৎ সেসবের সমস্ত কিছু রয়েছে ইউটিউবের watch history তে। শুধু গুগল ই আপনার তথ্য বেহাত করতে পারে না। গুগলের কাছে আপনার যেসব তথ্য রয়েছে সেগুলো কিন্তু নিরাপদেই রয়েছে। কোন হ্যাকার গিয়ে সব তথ্য নিয়ে নিবে এ সম্ভাবনা একেবারেই নেই। আপনার ফোনটি যদি হারিয়ে যায় তবে অন্যরা যে কেউ দেখে নিতে পারবে আপনি কোন সময়ে কোন বিষয়ে বেশি আগ্রহ দেখিয়েছেন। অতএব এসব বিষয়ে সিরিয়াস না হওয়া হতে পারে বিপদের কারণ।
তাই বন্ধুরা নিজের তথ্যের নিরাপত্তার দায়িত্ব আপনারই। আপনি কি ভাবে গুগল ব্যবহার করবেন সেটা আপনার ব্যাপার। গুগল আপনার পছন্দ অনুযায়ী বিজ্ঞাপণ দেখানোর জন্য আপনার কাছ থেকে অনুমতি নিয়ে থাকে। আপনি যদি সেটি গ্রহণ করেন তবেই আপনাকে আপনার তথ্যগুলো অনুযায়ী বিজ্ঞাপণ দেখানো হয়। আপনার অ্যাক্টিভিটির সমস্ত কন্ট্রোল করার ব্যবস্থা গুগল করে রেখেছে। আপনি যদি আপনার ইন্টারনেট ব্যবহারের অ্যাক্টিভিটি গুলো না রাখতে চান সেটিও কাস্টমাইজ করে রাখতে পারেন। এ সমস্ত কাজগুলো আপনি my account এ পেয়ে যাবেন। সেখান থেকে চাইলেই আপনি আপনার অ্যাক্টিভিটি কন্ট্রোল করতে পারেন।
তবে বন্ধুরা, আজ এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে তবে পরবর্তী টিউনে আরো নতুন কিছু নিয়ে ইনশাআল্লাহ।
আমি মো আতিকুর ইসলাম। কন্টেন্ট রাইটার, টেল টেক আইটি, গাইবান্ধা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 4 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 421 টি টিউন ও 93 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 62 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 3 টিউনারকে ফলো করি।
“আল্লাহর ভয়ে তুমি যা কিছু ছেড়ে দিবে, আল্লাহ্ তোমাকে তার চেয়ে উত্তম কিছু অবশ্যই দান করবেন।” —হযরত মোহাম্মদ (সঃ)
প্রিয় ট্রাসটেড টিউনার,
আপনার টিউনটি ‘টেকটিউনস ক্যাশ’ এর জন্য প্রসেস হতে পারছে না।
কারণ:
টিউন থাম্বনেইলে ইমেইজের সাথে মিলিয়ে, ইমেইজের সাথে দারুন কালার হারমনি বা কালার স্কিম তেরি করে, ইমেইজ থেকে জেনারেটকৃত কালার থেকে First Rectangle Element এ প্রাইমারি কালার ও Second Rectangle Element এ সেকেন্ডারি কালার সেট করা হয়নি।
টিউন থাম্বনেইল টেমপ্লেট গাইডলাইন অনুযায়ী, ইমেইজ থেকে জেনারেটকৃত কালার থেকেই, টিউন থাম্বনেইলে ইমেইজের সাথে মিলিয়ে, ইমেইজের সাথে দারুন কালার হারমনি বা কালার স্কিম তেরি করে, First Rectangle Element এ প্রাইমারি কালার ও Second Rectangle Element এ সেকেন্ডারি কালার সেট করে দিতে হয়।
করণীয়:
টিউন থাম্বনেইল টেমপ্লেট গাইডলাইন অনুযায়ী, First Rectangle Element ও Second Rectangle Element এর কালার এমন নির্বাচন করুন যেন তা ইমেইজের সাথে মানান সই হয়। যেন ইমেইজের সাথে একটি দারুন কালার হারমনি বা কালার স্কিম তেরি হয়। First Rectangle Element ও Second Rectangle Element এর কালার এমন নির্বাচন করবেন না যে তা দেখতে কটকটে দেখায়। First Rectangle Element ও Second Rectangle Element এর কালার যেন ইমেইজের সাথে মিলে একটি কালার স্কিম তৈরি করে যে অনুযায়ী Rectangle Element এর কালার নির্বাচন করুন।
উপরের নির্দেশিত সংশোধন করে এই টিউমেন্টের রিপ্লাই দিন।
খেয়াল করুন, এই টিউমেন্টের রিপ্লাই বাটনে ক্লিক করে রিপ্লাই না করে টিউনে টিউমেন্ট করলে তার নোটিফিশেন ‘টেকটিউনস কন্টেন্ট অপস’ টিম পাবে না। তাই অবশ্যই এই টিউমেন্টের রিপ্লাই বাটনে ক্লিক করে রিপ্লাই করুন।