গুগল আপনাকে কতটুকু জানে?

টিউন বিভাগ গুগল
প্রকাশিত

অনেক দিন পর আমার প্রিয় টেকটিউনসে কিছু লিখব বলে কী বোডে বাংলা লেখার চেষ্ঠা করছি। আমি আপনি সবাই কোন কিছু জানার জন্য গুগল সার্চ করি। আলাদিনের চেরাগের ন্যায় গুগল আপনাকে প্রায় সবই জানিয়ে দেয়। হয়ত একদিন আসবে আপনি মনে মনে ভাববেন আর গুগল সেটা আপনাকে দেখিয়ে দিবে। হয়ত এই প্রযুক্তি ও আছে (জবের কারণে আমি ব্যকডেটেড হয়ে গেছি!)। কিন্তু আপনি কি আপনাকে কখনো খুঁজেছেন?। আর আপনি যদি না খুঁজে থাকেন তাহলে এই পোষ্টটি পড়ে একবার নিজের নাম খোঁজে দেখুন তো। দেখুন তো আমার মত পান কি না। google.com গিয়ে আপনার নাম বা ইউজার নেম দিয়ে দেখুন।

Level 2

আমি জাহিদুল ইসলাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 36 টি টিউন ও 9 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 9 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।

Professional Web Developer


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস