হ্যালো টেকটিউনস জনগণ, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভাল আছেন। এখন থেকে নিয়মিত আবার নতুন টিউন নিয়ে আমরা হাজির হলাম আপনাদের কাছে। আর টেকটিউনসের নিত্যনতুন টপিক আর সার্ভিস নিয়ে ভালো না থেকে আর উপায় আছে? আর এই নিত্যনতুন টপিক আর সার্ভিসের ধারা বজায় রাখার নিমিত্তে, আজকে আমি আপনাদের সাথে একদম নতুন একটি টপিক নিয়ে হাজির হলাম। আর আপনারা এই টিউনের মাধ্যমে জানতে পারবেন অনেক নতুন নতুন সব তথ্য।
গুগল এমন একটি সার্চ ইঞ্জিন যার মাধ্যমে ইন্টারনেট থেকে প্রয়োজনীয় ওয়েব সাইট বা কন্টেন্ট খুঁজে পাওয়া যায় অনেক সহজে। তবে সময়ের সাথে সাথে এটি কেবল সার্চ ইঞ্জিন এর থেকেও বেশি কিছু হয়ে উঠেছে। কেননা গুগল সার্চ ইঞ্জিনে এমন অনেক ফ্রি ফিচারে ভরপুর যা আপনি দৈনন্দিন ব্যবহার করে থাকেন।
আমার গুগল সার্চ ফিচার নিয়ে এই টিউনটি আপনি একবার দেখলেই বুঝতে পারবেন যে, গুগলের সার্চ ফিচার অফুরন্ত। আমি এই টিউনে সেরা ফিচার গুলোকে বাছাই করে নিয়েছি, তবে গুগল কোন ঘোষণা ছাড়াই প্রতিনিয়তই নতুন নতুন ফিচার সার্চ ইঞ্জিনে যুক্ত করে যাচ্ছে।
নিঃসন্দেহে গুগল সার্চ ইঞ্জিনের এই ফিচারগুলো আপনার ইন্টারনেট দুনিয়ায় নতুন মাত্রা যোগ করবে বলে আমার ধারণা।
গুগল সার্চ বক্সে সিমপ্লি weather লিখে সার্চ করুন, তাহলে আপনি আপনার বর্তমান লোকেশনের উপর ৮ দিনের আবহাওয়ার প্রতিবেদন দেখতে পারবেন। এছাড়াও আপনি expected temperatures, precipitation, weather patterns, humidity, এবং wind সম্পর্কে বিস্তারিত তথ্যও দেখতে পারবেন।
আর আপনি যদি কোথাও ভ্রমণের পরিকল্পনা করেন তাহলে আপনি আপনার গন্তব্যের আবহাওয়ার প্রতিবেদন ও দেখতে পারবেন খুব সহজেই। উদাহরণস্বরূপ, ‘weather Cox's Bazar’ লিখে সার্চ করলেই আপনি কক্সবাজারে আবহাওয়ার প্রতিবেদন দেখতে পারবেন।
আর আবহাওয়ার ফলাফল আপনি ৮ দিনের বেশি দেখতে পারবেন না, তবে আপনি সেই মাসের গড় আবহাওয়ার প্রতিবেদন সার্চ করতে পারবেন এজন্য আপনাকে একটি নির্দিষ্ট মাস টাইপ করে সার্চ করতে হবে। উদাহরণস্বরূপ, ‘weather Cox's Bazar December’ লিখে সার্চ করলে আপনি বিগত বছরগুলোর ডিসেম্বর মাসের গড় তাপমাত্রা এবং বৃষ্টিপাতের দিনগুলো দেখতে পারবেন।
গুগল সার্চ বক্সে Roll a Dice টাইপ করে সার্চ করুন, সার্চ রেজাল্টে আপনি উন্নত ডাইচ রোলিং টুলস পাবেন। এছাড়াও আপনি আপনার রোল-এ যতটা ইচ্ছা ততটা রোল অ্যাড করতে পারবেন যা 4, 6, 8, 10, 12 এবং 20 পর্যন্ত রয়েছে। আর আপনি আপনার ডাইস রোল এর জন্য একটি মান দিতে পারবেন এবং আপনি যখন roll বাটনটি তে প্রেস করবেন তখন সকল ডাইসের যোগফল দেখতে পারবেন।
গুগল সার্চ বক্সে Payer Time বা Salat Time টাইপ করে সার্চ করুন, সার্চ রেজাল্টে আপনার লোকেশন অনুযায়ি আজকের সূর্যদয়ের সময় সহ পাঁচ ওয়াক্ত নামাজের সময় দেখতে পারবেন। এছাড়াও আপনি পাশের ট্যাব থেকে আগামী ৩০ দিনের নামাযের সময়সূচি দেখতে পারবেন।
গুগল সার্চ কে ক্যালকুলেটর হিসেবেও ব্যবহার করতে পারবেন। দ্রুত গণনা করতে সার্চ বারে আপনার ইচ্ছা অনুযায়ী সংখ্যা লিখে যোগ, বিয়োগ, গুন, ভাগ এবং সমস্ত ধরনের গণনা করতে পারবেন। অনেক ব্রাউজারে ফলাফল গুলো সাজেশন আকারে ডিসপ্লে করবে ফলে আপনাকে আর সার্চ বাটন প্রেস করতে হবে না।
আর আপনি যদি আরও অ্যাডভান্সড ক্যালকুলেটর ব্যবহার করতে চান তাহলে calculator গুগলে লিখে সার্চ করলেই অনেক ফিচার সম্বলিত একটি ক্যালকুলেটর আপনি দেখতে পাবেন। আর আপনি এই ক্যালকুলেটর সাহায্যে বিভিন্ন ফাংশন ব্যবহার করতে পারবেন এবং গ্রাফ ও তৈরি করতে পারবেন।
এক ইঞ্চিতে কত সেন্টিমিটার আছে তা জানতে হবে? বা ১ পাউন্ড সমান কত কেজি তা জানতে হবে? অথবা আপনি এক কাপে ঠিক কত মিলিলিটার পানি থাকে তা জানতে চান? তাহলে শুধু আপনি যা জানতে চান তার ইউনিট এবং পরিমাণ টাইপ করে সার্চ করুন। উদাহরণস্বরূপ, যুক্তরাষ্ট্রের ১টি কাপে কত মিলিলিটার পানি রয়েছে তা জানতে চান, তাহলে সিমপ্লি সার্চ বারে 1 cup in ml টাইপ করে সার্চ বাটনে প্রেস করুন।
আরা এই গুগল সার্চের এই ফিচার ব্যবহার করে আপনি তাপমাত্রা, আয়তন, দৈর্ঘ্য, প্রস্থ, সময়, জ্বালানি খরচ, গতি, ভর এবং ডিজিটাল স্টোরেজের জন্য ব্যবহৃত যে কোনও ইউনিটের পরিমাণ জানতে পারবেন।
আপনার যদি কোন একটি কালারের হেক্স কোড এর দরকার পরে বা হেক্স কোডকে RGB, HMYK, HSV, বা HSL এর ভ্যালুতে দরকার পরে তাহলে সিমপ্লি color picker লিখে গুগলে সার্চ করলেই কালার পিকার টুলসটি প্রথমেই পেয়ে যাবেন।
আপনি যেকোনো রঙের উপর ক্লিক বা ড্রাগ করে নতুন রঙ সিলেক্ট করতে পারবেন বা আপনার কাছে থাকা যেকোনো রঙের কোড টাইপ করলেই যেকোনো কালার কোড কপি করতে পারবেন।
গুগলে আপনি যেকোনো বিটে সাউন্ডের মাত্রা সিলেক্ট করে তা পরীক্ষা করে দেখতে পারবেন। এজন্য আপনাকে তা হল, metronome লিখে গুগলে সার্চ যা করতে হবে, আপনি প্রতি মিনিটে কত বিট এর সাউন্ড তৈরি করতে চান তা সেট করে প্লে বাটনে প্রেস করুন।
একটু নিশ্চিন্তে শ্বাস নিতে এবং স্ট্রেস থেকে কিছুটা সময় নিজের জন্য ব্যয় করতে হয়। গুগলে breathing exercise লিখে সার্চ করুন। এখন গুগল আপনাকে এক মিনিট breathing exercise করতে দিবে।
এখন, প্লে বাটনে ক্লিক করুন এবং স্ক্রিনে কখন শ্বাস নিতে হবে এবং কখন শ্বাস ছাড়তে হবে তা দেখিয়ে দিবে। অন্যান্য মেডিটেশন অ্যাপ এর মত না হবে এর মাধ্যমে আপনি দ্রুত শ্বাস নেওয়ার ব্যায়াম করতে পারবেন।
আপনার যদি রয়্যালটি ফ্রি ইমেজ এর দরকার পরে এবং আপনি তা বাণিজ্যিক ভাবে ব্যবহার করতে এবং এডিট করতে চান তাহলে Google Images এ যান এবং যেকোন ধরনের ইমেজ সার্চ করুন। এরপরে, Tools অপশন এ ক্লিক করুন এবং তারপরে Usage Rights অপশন এ ক্লিক করুন। এখন, ড্রপ ডাউন মেনু থেকে আপনার পছন্দ মত অপশন সিলেক্ট করুন ব্যাস গুগল আপনাকে প্রাসঙ্গিক ফলফাল প্রদর্শন করবে।
আপনি এখন গুগল সার্চ ফলাফলের মধ্যেই সরাসরি গেম খেলতে পারবেন। আপনি নকিয়া ১১০০ তে সাপের গেম খেলা খেলতে পারবেন গুগলে, এজন্য আপনাকে play snake লিখে সার্চ দিতে পারবেন। আর সার্চ করার সাথে সাথেই আপনি গেম খেলা শুরু করে দিতে পারবেন।
তবে আপনি অন্যান্য গেম যেমনঃ PAC-MAN, Tic Tac Toe, Solitaire, এবং Minesweeper গেমও খেলতে পারবেন। এছাড়াও আরও অনেক থার্ড পার্টি অনেক গেমিং সাইট রয়েছে তা গুগলে সার্চ করলেই পেয়ে যাবেন।
আপনি যদি ওয়েটার কে দেওয়ার জন্য টিপস হিসাব করতে গিয়ে খাতা কলম নিয়ে বসেন তাহলে গুগলের এই ফিচারটি আপনার জন্য, এজন্য গুগলে tip calculator লিখে সার্চ করুন। এখন আপনি আপনার সম্পূর্ণ বিলটি লিখুন এবং বিলের কত পার্সেন্ট টিপস দিতে চান তাও লিখুন তাহলে অটোমেটিক ভাবে টিপস এর হিসেব চলে আসবে।
আর আপনি যদি সম্পূর্ণ টিপস একের অধিক মানুষের মধ্যে ভাগ করে দিতে চান তাহলে Number of people এর ঘরে কাঙ্ক্ষিত সংখ্যা ইনপুট করুন।
আপনি আপনার বর্তমান মুদ্রার যেকোনো ভ্যালু টাইপ করে অন্য দেশের মুদ্রায় তা কত তা কনভার্ট করে দেখতে পারবেন। উদাহরণস্বরূপ, 10 usd to bdt লিখে গুগলে সার্চ করতে আপনি যুক্তরাষ্ট্র এর ১০ ডলারে বাংলাদেশি মুদ্রায় কত টাকা হয় তা জানতে পারবেন। খেয়াল রাখবেন, গুগলের কারেন্সি টুলস Morningstar এর উপর ভিত্তি করে রেট প্রদর্শন করে থাকে যা লোকাল ব্যাংক রেট থেকে ভিন্ন হতে পারে।
এছাড়াও আপনি যেকোনো মুদ্রার গত ৫ বছরের ইতিহাস দেখতে পারবেন এবং বিটকয়েনের মত ক্রিপ্টোকারেন্সি এর রেট দেখতে পারবেন।
টাইমার টুলসটি ব্যবহার করতে গুগলে start timer লিখে সার্চ করুন এবং সার্চ রেজাল্টে আপনি টাইমার টুলসটি দেখতে পারবেন যা একটি স্টপওয়াচ এর বিকল্প হিসেবে ব্যবহার করতে পারবেন। এই টাইমারে আপনি আপনার নিজের মত করে টাইম সেট করতে পারবেন এবং টাইমারটি শূন্য তে চলে আসলে একটি আওয়াজ করবে।
আপনার এলাকার সূর্য ওঠার সময় বা সূর্যাস্তের সময় জানতে চান? তাহলে গুগলে শুধুমাত্র sunset time বা sunrise time লিখে সার্চ করুন। এছাড়াও আপনি অন্য যেকোন জায়গার সূর্য ওঠার সময় বা সূর্যাস্তের সময় জানতে চাইলে তা সহজেই জানতে পারবেন। উদাহরণস্বরূপ, sunset time Singapore লিখে সার্চ করলে সিঙ্গাপুরে সূর্যাস্তের সময়টি জানতে পারবেন।
আপনি আপনার পছন্দের সিনেমা, টিভি শো বা মিউজিক এর মত যেগুলো আছে তা খুঁজতে চান? তাহলে সিমপ্লি songs/shows/movies like batman লিখে গুগলে সার্চ করুন এবং সার্চ রেজাল্টে আপনি প্রাসঙ্গিক ফলাফল দেখতে পাবেন। তো আপনার পছন্দ মতো মিউজিক, শো বা মুভির নাম Batman এর জায়গাতে বসিয়ে সার্চ বাটনে প্রেস করুন।
point A থেকে point B তে কিভাবে যাবেন তা জানতে চান? তাহলে location A to location B লিখে গুগলে সার্চ করুন, গুগল-ই আপনাকে সেখানে যাওয়ার সর্বোত্তম উপায় বলে দিবে, আরও বলবে সেখানি কিভাবে পৌঁছাতে হবে এবং কতক্ষণ সময় লাগবে তাও বলে দিবে। আর এজন্য গুগল বিভিন্ন ধরনের ফ্যাক্টর ব্যবহার করে আপনাকে একদম সঠিক দিকনির্দেশনা প্রদান করবে।
আর আপনি যদি গুগলের এই সার্চ ফিচারটি একবার ব্যবহার করেন তাহলে distance between location A and Location B লিখে সার্চ করলে আপনি সহজেই দুইটি লোকেশনের মধ্যে কত মাইল বা কিলোমিটারের দূরত্ব তা বলে দিবে।
আমার ধারণা উপরে বর্ণিত গুগল সার্চ ফিচার গুলো আপনারদের কাছে অনেক ভাল লেগেছে। আর যদি এই টিউনটি আপনাদের কোন উপকারে আসে তাহলেই আমার টিউন লেখার উদ্দেশ্য সফল হবে। পরিশেষে টিউনটি কেমন হয়েছে তা টিউনমেন্টে জানাতে ভুলবেন না কিন্তু।
আমি এরকম নিত্যনতুন কাজের সফটওয়্যার নিয়ে টেকটিউনসে হাজির হবো নিয়মিত। তবে সে জন্য আপনার যা করতে হবে তা হলো আমার টেকটিউনস প্রোফাইলে আমাকে ফলো করার জন্য 'Follow' বাটনে ক্লিক করুন। আর তা না হলে আমার নতুন নতুন টিউন গুলো আপনার টিউন স্ক্রিনে পৌঁছাবে না।
আমার টিউন গুলো জোসস করুন, তাহলে আমি টিউন করার আরও অনুপ্রেরণা পাবো এবং ফলে ভবিষ্যতে আরও মান সম্মত টিউন উপহার দিতে পারবো।
আমার টিউন গুলো শেয়ার বাটনে ক্লিক করে সকল সৌশল মিডিয়াতে শেয়ার করুন। নিজে প্রযুক্তি শিখুন ও অন্য প্রযুক্তি সম্বন্ধে জানান টেকটিউনসের মাধ্যমে।
আমি রায়হান ফেরদৌস। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 208 টি টিউন ও 131 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 73 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।
nice…thanks for your information.আমার সাইটি দেখে আসুন