Google Play Store App Games Publish করার সম্পূর্ণ Tutorial

টিউন বিভাগ গুগল
প্রকাশিত

Google Play Store App Games Publish কিভাবে করে জানতে চান। তবে আজকের এই আর্টিকেল টি আপনার জন্য। তাহলে চলুন শুরু করা যাক।

Android Platform টি Google Service এর আওতাভুক্ত। তাই সবথেকে বড় Android Market হলো Google Play Store.

আর তাই App Developer হলে Google Play Store এর প্রয়োজনীয়তা বুঝতে হবে। Play Store আপনার বানানো App কিংবা Games সবার মাঝে পৌছে দিতে সক্ষম। আর পাশাপাশি App Publish করে Earn করতে পারবেন যদি আপনি চান। 

আর Earn করার জন্য দরকার হবে Admob একাউন্ট। পাশাপাশি আপনাকে ভালো কিছু App Publish করতে হবে। 

মনে রাখবেন একটি App যদি ভাইরাল হয়ে যায় তবে আপনি সোনায় সোহাগা। আর এটা আয় করার অন্যতম মাধ্যম হতে পারে আপনার জন্য। 

তবে তার জন্য আপনার দরকার Developer Account. আর যদি Google Play App Publisher Account থাকে তবে জানতে হবে Publish করার সিস্টেম।

এই আর্টিকেল টিতে Google Play Store App Publish. এবং Developer Account বিষয়ক টিউটোরিয়াল থাকছে। তাহলে চলুন শুরু করা যাক।

Google Play Store App Games Publish যেভাবে করবেনঃ-

  1. 25+1 USD
  2. Mail Account
  3. Credit Card

আশা করি উপরের সকল জিনিস আপনার আছে। তাহলে নিচের দেওয়া লিংকে প্রবেশ করুন।

Play.google.com/apps/publish

 আপনার যে Mail Account থেকে Developer Account বানাবেন তা দিন।

আপনার Password দিয়ে Login করে ফেলুন।

এবার আপনাকে Credit Card এর মাধ্যমে Payment করতে হবে। তাই Continue To Payment বাটনে ক্লিক করুন।

এবার আপনার Payment করার জন্য সকল তথ্য দিন এবং Buy বাটনে ক্লিক করুন। সব ঠিক ভাবে করলে আপনিও পেয়ে যাবেন একটি Developer Account.

Google Play Store App Publish যদি করতে চান? তবে Google Play Console এ প্রবেশ করুন।

Create Application বাটনে ক্লিক করুন।

Google Play Store App Publish করার জন্য Title এর ঘরে নাম লিখুন। এবং নাম নির্ধারন হয়ে গেলে Create বাটনে ক্লিক করুন।

আপনার App Publish করার জন্য Short Description দিন। পরবর্তী Full Description ঘরে App সম্পর্কে যতটুকু সম্ভব তথ্য দিন।

আপনার App এর জন্য Logo হতে হবে 512*512 সাইজের PNG Format. আপলোড করে দিন।

Logo টা আপনার App এর জন্য অনেক জরুরী। তবে আপনি যে কোন App কিংবা সফটওয়্যার ব্যবহার করতে পারেন সমস্যা নেই।

মোট ৮ টি Screenshort কিংবা চিত্র যোগ করতে হবে। আপনি চাইলে ২-৪ টা দিয়েও কাজ সেড়ে নিতে পারবেন। Phone, Tablet, Android TV, Wear OS এর জন্য আলাদা করে Upload করতে হবে।

Feature Graphics এর চিত্রের সাইজ হবে 1024 W*500 H. Promo Graphics সাইজ 180 W* 120 H. আর TV Banner এর জন্য 1280 W * 720 H.

Application Type প্রয়োজন অনুযায়ী নির্ধারন করুন। আর সাথে APK Category নির্বাচন করুন।

Contact Details এ আপনার Website, Email এবং Mobile Number যুক্ত করুন।

সবশেষে Save Draft বাটনে ক্লিক করুন। Save হয়ে গেলে Manage Tag লেখাতে ক্লিক করুন। এবং App অনুযায়ী Tag যুক্ত করুন।

App Release ফিচারে প্রবেশ করুন। Production Track থেকে Manage এ চলে যান।

Production থেকে Create Release বাটনে ক্লিক করুন।

New Release To Production আসলে OPT OUT নির্বাচন করুন। আর যারা Apk Key Sign in  করতে পারেন তারা Continue তে ক্লিক করুন। 

Apk Key Sign In পরবর্তীতে App Update করার জন্য দরকারে আসে। Apk Key Sign In এর টিউটোরিয়াল অন্য দিন শেয়ার করবো ইনশাআল্লাহ্‌। 

তাই যারা নতুন OPT OUT বাটনে ক্লিক করুন।

I'm Sure, OPT-OUT লেখাতে ক্লিক করুন।

এবার আপনার Develop করা App Upload করতে হবে। Browser File এ ক্লিক করে আপলোড করে ফেলুন।

New release এর ঘরে আপনার APP টিতে নতুনত্ব কি থাকছে লিখে দিন।

Content Rating ফিচারে চলে যান। Continue বাটনে ক্লিক করুন।

আপনার Gmail Account টি দিয়ে খালি ঘর পূরন করুন।

Content Rating এর ক্ষেত্রে আপনার App অনুযায়ী নির্বাচন করুন। যেমন আমার APP টি Social তাই Social Network নির্বাচন করেছি।

আপনাকে অনেক Privacy Policy মেনে চলতে হবে। উপরের Type গুলোতে No মার্ক করাটা বুদ্ধিমানের কাজ হবে। আমি শেষের টি Yes মার্ক করেছি। কারন কিছু Product Buy Sell করার ফিচার রয়েছে তাই।

সবশেষে Save Questionare লেখাতে ক্লিক করুন।

Pricing & Distribution এ চলে যান। এবার আপনার App অথবা Games Paid নাকি Free নির্বাচন করতে হবে। আমি Free এর কাজটি দেখাচ্ছি।

আপনার App Games কোন দেশ গুলোতে প্রকাশ করতে চান। চাইলে ১৪৯ টিতেই টিক মার্ক দিতে পারেন। আমিও তাই করেছি।

এবার আপনাকে Save Draft বাটনে ক্লিক করতে হবে।

App Content ফিচারে চলে যান।  Start বাটনে ক্লিক করুন।

আপনার App বা Games কত বছরের মানুষের জন্য প্রযোজ্য। তা নির্বাচন করুন। যেহেতু আমার App Social তাই 13+ দের জন্য উন্মুক্ত করেছি।

Next লেখাতে ক্লিক করুন।

এবং শেষমেষ Submit বাটন খুঁজে পাইলে ক্লিক করুন।

এবার Store Listing এ চলে যান। দেখবেন আপনার জন্য Ready To Publish চলে এসেছে। ক্লিক করে দিন দেরী না করে।

App Release এ চলে যান। Production Track থেকে Edit Release বাটনে ক্লিক করুন।

Review বাটনে ক্লিক করুন।

এবং শেষ প্রান্তে এসে Star Rollout To Production বাটনে Press করুন। 

আপনার App কিংবা Games তারা Review করবে। দেখবে সব ঠিক আছে কিনা। ৩-৭ দিন সময় লাগবে Play Store এ Publish করার জন্য।

অপেক্ষা করুন সব ঠিকভাবে করলে আপনার App Games Play Store Publish হয়ে যাবে। 

যদি আর্টিকেল টি আপনাদের ভালো লাগে। তবে লাইক টিউমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না কিন্তু। 

বাড়তি কিছু কথাঃ

আর্টিকেল টি লেখার জন্য দুইটি App সাবমিট করতে হয়েছে। প্রথমবার পাবলিশ করার সময় কিছু চিত্র নিতে ভুলে যাই। তাই ২য় বার আরেকটি App Publish করে বাকী চিত্র সংযুক্ত করেছি। আর এ লাইন গুলো এজন্যই যুক্ত করলাম কিছু লিজেন্ডদের চোখ এড়াবেনা তাই।

এরকম আরো শখানেক আমার আর্টিকেল পড়তে চলে যান নিচের লিংকে।

লেখকঃ Ismail Hossain (Sourov)

ফেসবুক। পেজ। গ্রুপ  

Level 3

আমি সৌরভ। Founder And Author, DarkMagician, Feni। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 63 টি টিউন ও 61 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 10 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 5 টিউনারকে ফলো করি।

নিজেকে নিয়ে বলার মত কিছু নেই আমি খুব সাধারন একজন। তবে আমার একটি ছোট্ট ব্লগ রয়েছে চাইলে ঘুরে আসতে পারেন আরো জানতে। DarkMagician


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস