সুন্দর পিচাই, যিনি হলেন একজন কম্পিউটার ইঞ্জিনিয়ার এবং গুগল এর বর্তমান সিইও, তথা চিফ এক্সিকিউটিভ অফিসার। ২০১৫ সালে গুগল এর কোম্পানি তন্ত্র কে রিস্ট্রাকচার করা হয়। গুগল প্রতিষ্ঠাতা সারজে ব্রিন এবং ল্যারি পেজ অ্যালফাবেট নামে একটি প্যারেন্ট কোম্পানি তৈরি করেন এবং গুগলকে আলফ্যাবেট এর অধিনে নিয়ে আসেন। অতঃপর ল্যারি পেজ হন আলফ্যাবেট এর সিইও এবং প্রেসিডেন্ট হন সারজে ব্রিন। আর ঠিক এমন সময় গুগল এর সিইও পদে সমাসীন হন সুন্দর পিচাই। এর আগে সুন্দর পিচাই বহুদিন গুগলে প্রোডাক্ট এবং ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট এর প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন। আর তার দক্ষতা এর উপর বিবেচনা করে, গুগল এই ভারতীয় নাগরিককে সিইও পদে বসায়।
২০০৪ সালে সুন্দর পিচাই গুগলে প্রোডাক্ট ম্যানেজার হিসেবে যুক্ত হন। তিনি গুগল এর অনেক বড় বড় প্রোডাক্টে নিজের দক্ষতা দেখিয়েছেন, টিম পরিচালনা করেছেন এবং ব্যাপক সাফল্য এনেছেন। এর মধ্যে একটি হলো ক্রোম ব্রাউজার এবং ক্রোম ওএস প্রোজেক্ট। আর এই দুটি প্রোজেক্টে সুন্দর পিচাই নিজেই নেতৃত্ব দিয়েছেন। আর তার অসাধারণ দক্ষতা এর কারনেই ক্রোম এতো জনপ্রিয় একটি ব্রাউজার হিসেবে সকলের মধ্যে সমাদৃত হতে পেরেছে। আর ক্রোম ওএস এর জনপ্রিয়তা তো আছেই!
এমনকি সুন্দর পিচাই গুগল এর জনপ্রিয় মেইল সার্ভিস জিমেইল এবং ডকুমেন্ট সম্পাদনা সেবা গুগল ডক্স এর দায়িত্বেও ছিলেন। আর আমরা জানি নেটিজেন দের কাছে এই দুটি সেবা কতোটা বেশি র্যাঙ্ক করেছে, অন্যসব সবার সেবার চাইতে। অ্যান্ড্রয়েড এর আসল প্রতিষ্ঠাতা এড্রু রুবিন চলে যাওয়ার পর তিনি অ্যান্ড্রয়েড ডিপার্টমেন্ট এরও হাল ধরেছিলেন। আর এসব জায়গায় থেকে খুবই দায়িত্বএর সাথে তার কর্ম পরিচয় দিতে পেরেছিলেন বলেই, গুগল প্রতিষ্ঠাতা গন তাকে এতো গুরুত্বপূর্ণ একটা স্থানে সমাসীন করেছেন।
তার পুরো নাম ছিল পিচাই সুন্দরঞ্জন। তিনি ১৯৭২ সালে ভারতের তামিলনাডুর মাদুরাইয়ে জন্মগ্রহন করেন। তার বাবা ছিলেন একজন ইলেক্ট্রিকাল ইঞ্জিনিয়ার। সুন্দর পিচাই দুই ভাই, তার একজন ভাই রয়েছে।
তিনি একটি মধ্যবিত্ত পরিবারের সন্তান ছিলেন আর ছোটো থেকেই তিনি খুবই ভালো ছাত্র ছিলেন। আর তার ভাল ছাত্রের স্বীকৃতি প্রমান দেন আইআইটি তে চান্স পাওয়ার মাধ্যমে। তিনি খরগপুর ইন্ডিয়ান ইন্সটিটিউট অফ টেকনোলোজিতে চান্স পান, যা ইঞ্জিনিয়ারিং এর জন্য ভারতের অন্যতম স্বনামধন্য একটি প্রতিষ্ঠান।
সেখান থেকে তিনি মেটালারজিকাল ইঞ্জিনিয়ারিং এর অপর বি.টেক করেন। পরে তিনি স্ট্যামফরড বিশ্ববিদ্যালয়ে ম্যাটেরিয়াল সাইন্স এবং সেমিকন্ডাক্টর ফিজিক্স এর অপর পড়াশোনার জন্য বৃত্তি পান, সেখানে গিয়ে তিনি মাস্টারস অফ সাইন্স শেষ করেন।
তিনি সেখান থেকে পিএইচডি করতে চাচ্ছিলেন, তবে পরে তিনি পিএইচডি না করে সিলিকন ভ্যালি এর একটি সেমিকন্ডাক্টর কোম্পানিতে চাকরি নেন প্রোডাক্ট ম্যানেজার হিসেবে। যদিও সেখানে তিনি বেশিদিন চাকরি করেননি।
২০০২ সালে তিনি পেন্সিলভ্যানিয়া বিশ্ববিদ্যালয় থেকে তার এমবিএ শেষ করেন।
এর পরে কিছু ছোটোখাটো চাকরি শেষে তিনি ২০০৪ সালে গুগলে যুক্ত হন। তিনি প্রথমে কাজ করতেন গুগল এর সার্চ টুলবার ডিপার্টমেন্টে। গুগল এর সার্চ টুলবার ব্যবহারকারিদের মোজিলা ফায়ারফক্স এবং ইন্টারনেট এক্সপ্লোরার এর মাধ্যমে গুগল সার্চে ব্যবহারকারীদের এক্সেস দিতে সাহায্য করত।
এই গুগল এর সার্চ টুলবার এর সাফল্য তাকে একটি গুগল এর নিজস্ব একটি ব্রাউজার তৈরির আইডিয়া দেয়। আর সেখান থেকেই সুন্দর পিচাই ক্রোম ব্রাউজার এর আইডিয়া সবার সাথে শেয়ার করেন এবং সাফল্য নিয়ে আসেন।
সুন্দর পিচাই বর্তমান প্রযুক্তি বিশ্বের একজন লিডার। তিনি তার তরফ থেকে গুগল কে আজকের গুগল বানাতে অনেক বেশি পরিশ্রম করে গেছেন। আর ভালো পড়াশোনা করে যে কেবল চাকরিই করা যায় লিডার হওয়া যায় না, সেই ধারনা বদলে দিয়েছেন। ভারতীয় এরকম আরো অনেক মানুষ আছে যারা আরো বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে সিইও এর মতন গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করছেন। স্মার্টবিশ্ব তে আমার লেখা ' আমেরিকায় ভারতীয় সব সিইও' লেখাটি পড়তে পারেন।
অবশেষে টেকটিউনস এর সুদিন কামনা করে লেখা শেষ করছি, ধন্যবাদ।
আমি Touhidur Rahman Mahin। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 326 টি টিউন ও 88 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 24 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।
ভালোবাসি প্রযুক্তি নিয়ে লিখতে, ভালবাসি প্রযুক্তি নিয়ে ভাবতে।