মুভি দেখার সমাধান প্রায় সকল মুভি দেখে নিন+ ডাউনলোড করুন কোন ad ছাড়া

টিউন বিভাগ গুগল
প্রকাশিত
জোসস করেছেন

মুভি দেখার কিছু সমাধান:↓

আছ্ছালামু আলাইকুম। কেমন আছেন সবাই। এটা আমার টেকটিউনসে প্রথম টিউন। তো চলুন বিস্তারিত কথা বলা যাক।
এমন মানুষ খুব কম আছে যারা মুভি দেখতে ভালোবাসে না। আর সেটা যদি হয় বলিউড, হলিউড তাহলে তো কোন কথাই নাই। কিন্তু নতুন মুভিগুলো আমরা অনলাইনে কিভাবে live দেখব অথবা ডাউনলোড করব। টেকটিউনসে অথবা গুগলে যদি সার্চ করেন যে- "নতুন মুভি ডাউনলোড করুন" তাহলে হাজার টিউন পেয়ে যাবেন। আর youtobe এ সার্চ করলে সেই একই অবস্থা। কিন্তুু টিউনে অথবা youtobe এ সে সাইটগুলো দেওয়া হয় তার প্রায়ই fack। আর সাইটে যদি মুভি দেওয়াও থাকে দেখবেন ডাউনলোড বা watch এর কোন অপশন নাই। AD এ ভরা। তারপরও যদি ডাউনলোড অপশন থাকে প্রায় সাইটই ক্রেডিট কার্ড চায়। মানে বুঝতেই পারছেন। আপনাকে খরচা করতে হবে। আমরা বাঙ্গালি। ১০ ডলার দিয়ে তো আর একটা মুভি ডাউনলোড দিব না। তাই ফ্রি কোথায় আছে সেটা খুঁজি।
আমি যে কথাগুলো বললাম তার শিকার হয়তোবা অনেকেই হয়েছেন বিশেষ করে হলিউডের কোন নতুন ছবি খুঁজতে গিয়ে।
এখন আপনার কথা থাকতে পারে ভাই তাহরে যারা টিউন করে বিভিন্ন সাইট নিয়ে, আর আপলোড দেয় বিভিন্ন ভিডিও, আসলে ভাই এর ভিতরে গোপন রহস্য আছে। টিউনে আর ভিডিওতে ভিউ প্রধান উদ্দেশ্য।
এমন সাইট হয়তো আছে যে মুভি দেখা যায়। তবে আমি যেটা জানি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। .।

solve
তো পেচাল পারছি অনেক। তো আপনি যদি হলিউড কিংবা বলিউডের কোন মুভি দেখতে চান তাহলে google- এ গিয়ে এভাবে সার্চ করুন- প্রথমে মুভির নাম তারপর লিখুন (watch google drive link). exm:- king kong 2005 watch google drive link.
এখন এই মুভিটি যদি google drive. এ আপলোড করা থাকে তাহলে প্রথমেই পেয়ে যাবেন। তারপর লিংকে গিয়ে live ও দেখতে পারেন আবার ডাউনলোড ও দিতে পারেন। সেটা আপনার ইচ্ছা। এখানে আপনি কোন প্রকার advertisement ছাড়া মুভি দেখতে পারবেন।
এখন প্রশ্ন হলো- এভাবে কি সকল মুভি পাওয়া যাবে। উত্তর - না। তবে আপনি ৭০% মুভি এখানে পেয়ে যাবেন ফ্রি তে। এবং কোন প্রকার advertisement ছাড়া আপনি মুভি দেখতে পারবেন+ডাউনলোড করতে পারবেন। আর নতুন নতুন মুভির খবর পেতে youtobe এ চোখ রাখুন পেয়ে যাবেন।
এটা হয়তোবা অনেকেই জানেন, । তো যারা জানেন না, পোষ্টটি তাদের জন্য।
তো ধন্যবাদ সবাইকে। আশা করি ভালো লেগেছে। গত ৩ দিন যাবত একটা মুভি খুঁজে পাচ্ছিলাম না। তারপর এভাবে পেয়েছি। তাই আপনাদের সাথে শেয়ার করলাম। আমি মানুষ। ভুল ত্রুটি হলে মাফ করে দিবেন।
আমি একজন সংগ্রামী ফ্রিল্যান্সার। এখনও সফলতা পাই নাই।
তবে following এ থাকুন। কারন এর পরের টিউনটি করব অনলাইন আয়ের গোপন রহস্য নিয়ে।
ভালো লাগলে ফেসবুকে ফ্রেন্ড বানাতে পারেন।
নাম- SR Riad
id link- click here get my fb id

Level 0

আমি রিয়াদ আহমেদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 6 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস