গুগল এডসেন্স থেকে মাসে হাজার হাজার টাকা আয় করুন। গুগল এডসেন্স থেকে আয় করতে হলে আপনাকে এর সম্পর্কে আগে ভালো করে জানতে হবে।
এই টিউন টি পরে আমি কি কি শিখলাম :
গুগল এডসেন্স কি জানতে পারলাম।
এটা কিভাবে কাজ করে জানতে পারলাম।
আমি কিভাবে গুগল এডসেন্স ব্যবহার করে টাকা আয় করতে পারবো সেটা জানলাম।
গুগল এডসেন্স হইলো ইন্টারনেটের সবচেয়ে বিতর্কিত বিষয়। এডসেন্স হইলো গুগলের দ্বারা পরিচালিত একটি বিজ্ঞাপণ প্রকাশন প্রোগ্রাম বা সেবা।
এটা কিভাবে কাজ করে:
এটা জানার আগে জানতে হবে যে গুগল এডসেন্সকে কি কি কাজে লাগিয়ে টাকা আয় করতে পারবেন।
গুগল এডসেন্স কে আপনি ব্লগ/ইউটুব/মোবাইল এপ্লিকেশন ইত্যাদি তে ব্যবহার করতে পারবেন
ব্লগ–> আপনার যদি ব্লগ একাউন্ট থাকে তাহলে ব্লগ একাউন্ট এর সাথে গুগল এডসেন্স অ্যাড করে টাকা আয় করতে পারবেন।
ইউটুব–> আপনার যদি ইউটুব চ্যানেল থাকে তাহলে সেই চ্যানেলের সাথে এডসেন্স একাউন্ট অ্যাড করে আয় করতে পারবেন।
মোবাইল এপ্লিকেশন–> আপনি যদি মোবাইল এপ্লিকেশন ডেভেলপ করেন সেটা প্লে স্টোরে আপলোড করে সেটা তে গুগল এডসেন্স যোগ করে টাকা আয় করতে পারবেন।
কিভাবে গুগল এডসেন্স থেকে টাকা আয় করবেন :
প্রথমে আপনাকে আপনার কন্টেন্টের সাথে গুগল এডসেন্স কে যোগ করাইতে হবে। যখন আপনার কন্টেন্টের সাথে গুগল এডসেন্স যোগ হয়ে যাওয়ার জন্য অনুমোদিত হয়ে যাবে, তাহলে আপনার কন্টেন্টে কিছু এড আসবে। সেই এডস গুলো সরানোর জন্য যখন আপনার ফলোয়াররা আপনার এডসে ক্লিক করবে তখন আপনি গুগল এডসেন্সে টাকা আয় করতে পারবেন। গুগল এডসেন্স ভেরিফাই করার জন্য আপনার একাউন্ট এর ব্যালান্স থাকতে হবে ১০$ ডলার। ১০ ডলার হয়ে যাওয়ার পর যেই ঠিকানা দিয়া এডসেন্স খুলছেন সেই ঠিকানায় একটা লেটার যাবে যেখানে থাকবে একটা পিন নম্বর। সেই পিন নম্বর দিয়া গুগল এডসেন্স ভেরিফাই করে ব্যাংক ডিটেইলস অ্যাড করে নিতে পারেন এবং টাকা উঠাইতে পারবেন যখন আপনার মেইন ব্যালান্স ১০০ ডলার হয়ে যাবে।
গুগল যেহেতু অনেক বড় একটা কোম্পানি তাই এখানে কোনো প্রকার ভণ্ডামি হয় না। গুগল এডসেন্স অনেক সেফ এবং ভালো উপায় টাকা আয় করার জন্য।
আমি রতন কুমার রায়। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 6 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 9 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।