গুগল অ্যাডওয়ার্ড / Google AdWords এর নাম শীঘ্রই পরিবর্তন হতে যাচ্ছে

টিউন বিভাগ গুগল
প্রকাশিত
জোসস করেছেন

গুগল অ্যাডওয়ার্ড এর কিছুটা পরিবর্তন আনছে গুগল। হ্যালো পাঠকগন, এতে ভয় পাওয়ার কিছুই নেই।

গুগল শুধুমাত্র অ্যাডওয়ার্ড এর নাম, লোগো এবং কিছু লিংক(URL) পরিবর্তন করবে। আর এই পরিবর্তন আমরা দেখতে পাবো আগামী ২৪ জুলাই, ২০১৮ ইং তারিখ থেকে।

আপনাদেরকে দেখাচ্ছি কি কি পরিবর্তন করছে গুগল:

  • পরিবর্তন হবে গুগল অ্যাডওয়ার্ড এর ব্রান্ডের নাম(Brand Name)। Google AdWords থেকে Google Ads।
  • লোগো পরিবর্তন হবে। নিচের ছবি দেখুন:

  • পণ্য ইন্টারফেস(product interface), সহায়তা কেন্দ্র(Help Center), বিলিং ডকুমেন্ট(billing documents) এবং আরও অনেক কিছুতে এই পরিবর্তন দেখা যাবে।
  • আর গুগল অ্যাডওয়ার্ড এর লিংক(URL) পরিবর্তন হবে google.com থেকে ads.google.com।
  • এছাড়াও সাপোর্ট লিংক google.com/adwords থেকে support.google.com/google-ads তে পরিবর্তন হবে।

শুধুমাত্র এইসব পরিবর্তন হবে আর বাকী সব আগের মত থাকবে।

তবে হ্যাঁ, এগুলো আমার কথা নয় এই তথ্যগুলো আমি গুগলের সাপোর্ট পেইজ থেকে পেয়েছি।

আমি টেকটিউনস এর নতুন সদস্য। এটি আমার প্রথম টিউন। তাই যদি ভালো লেগে থাকে অবশ্যই টিউমেন্ট করে জানাবেন।

সোর্স: গুগল সাপোর্ট পেইজ  আমার ছোট্ট ব্লগ: বিপনটেক আমার ইউটিউব চ্যানেল:  বিপনটেক

Level 1

আমি বিপন টেক। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 6 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 6 টি টিউন ও 9 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস