ক্রিয়েট ইউটিউব একাউন্টঃ
কি কি প্রয়োজনঃ
স্মার্ট মোবাইল অথবা কম্পিউটার /ল্যাপটপ
ক্রিয়েট জিমেইল একাউন্টঃ
এই এড্রেসে যেয়ে আপনাকে আগে একটি https://accounts.google.com/SignUpজিমেইল একাউন্ট ক্রিয়েট করতে হবে। জিমেল একাউন্ট ক্রিয়েট করার পর অটোমেটিক্যালি গুগলের যত প্রডাক্ট (https://www.google.com/about/products) আছে সব গুলোর একাউন্ট আপনার অটোমেটিক ক্রিয়েট হয়ে যাবে। আপনাকে শুধু নাম দিতে হবে।
আপনার যদি কোন জিমেইল একাউন্ট ক্রিয়েট করা থাকে তাহলে আপনিhttp://www.youtube.com এই এড্রেসে যেয়ে উপরে ডান দিকে সাইন ইন নামক বাটন আছে সেখান থেকে সাইন ইন করে নিন।
আর যদি কোন জিমেইল আকাউন্ট ক্রিয়েট করা না থাকে তাহলে মোর অপশন এ ক্লিক করুন তারপর ক্রিয়েট এন একাউন্ট এ ক্লিক করুন।
তারপর উপরের বামদিকে ৩ ডট বাটনে ক্লিক করুন তারপর মাই চ্যানেলে ক্লিক করুন। তারপর আপনাকে আপনার চ্যানেলের নাম দিতে বলবে আপনি আপনার চ্যানেলের নাম দিন।
নাম সিলেকশন কিছু টিপসঃ
আপনার চ্যানেলের নামটাই সব কিছু। নাম চয়েসের সময় খেয়াল রাখতে হবে নামটা যাতে দুই ওয়ার্ড বিষিষ্ট হয়। এক্সাম্পল shamim lem or shamim tech or Trending Bd মানে হলো প্রথম কিওয়ার্ড টা ৫ থেকে ৮ ওয়ার্ড হলে ভালো হয় এবং পরের অয়ার্ড টা দুই অথবা তিন ওয়ার্ড হলে ভালো হয় অথবা আপনি এই দুই তিন ওয়ার্ড এ সর্ট কি ওয়ার্ড ইউস করতে পারেন এটা আপনার চ্যানেলের ইউনিক নাম ও এস ইও এর ক্ষেত্রে অনেক উপকারে আসবে।
যেমন SHAMIM LEM এখানে শামীম হলো আমার নাম আর লেম মানে হলো লার্নিং আর্নিং মানি। আপনি একটু লক্ষ করে দেখলেই হবে, বিভিন্ন এন্টারটেইনমেন্ট (আনন্দ ও কমেডিয়ান ভীডীও) চ্যানেল এর নামের শেষে LTD or Tv এগুলো সর্ট নাম ব্যবহার করা হয়।
এই শেষের ওয়ার্ড গুলো প্রচন্ড ভাবে আপনার চ্যানেল কে সার্চ র্যাংক এনে দিবে
মানে হলো যেহেতু চ্যাআনেল নাম টা দুই ওয়ার্ড বিষিস্ট সেহেতু অডিয়েন্স (দর্শক যারা আপনার ভিডিও ওয়াচ করবে) এই চ্যানেল নামটা মনে রাখতে পারবে এবং যখন তাদের আপনার ভিডিও দেখতে ইচ্ছা করবে তারা যেয়ে গুগলে সার্চ দিয়ে খুব সহজেই আপনার ভিডিও দেখতে পাবে।
তারা যখন সার্চ করবে, যেহেতু আপনার চ্যানেল নাম টি ইউনিক অন্য কোন চ্যানেল নামের সাথে মিল নেই তাই আপনার চ্যানেল নাম লিখে গুগল ইউটিউব বা যেখানেই সার্চ করুক না কেন আপনার চ্যানেল টিই সবার সামনে আসবে।
এখন আপনি আপনার ইউটিউব চ্যানেলের নাম অনেক ভেবে চিন্তা করে ধিরে শুস্থে দিন। প্রয়োজন হলে যারা ইউটিউব এক্সপার্ট তাদের হেলপ নিন।
অথবা গুগলের সাহায্য নিতে পারেন আপনি যেই চ্যানেল নাম দিতে চান তার আগে আপনাকে ভাবতে হবে আপনি কোন ক্যাটাগরির চ্যানেল খুলতে চান।
যেমন অনেক টাইপের চ্যানেল কেটাগরিরি কিছু লিস্ট দেওয়া হলো এগুলো ভালো ভাবে লক্ষ করুন।
Film & Animation
Autos & Vehicles
Music
Pets & Animal
Sports
Travel & Events
Gaming
People & Blogs
Comedy
Entertainment
News & Politics
Howto & Style
Education
Science & Technology
Nonprofits & Activism
উপরের কেটাগরি গুলো দেখে হয়তবা আপনি ইতিমধ্যে ঘাবরে গেছেন তাইনা।
আপনি এখন রিল্যাক্স হয়ে বসুন (মানে সিনা তান করে বসুন) এবং জরে শাষ প্রশাস নিন ধিরি ধিরে ছাড়ুন।
আর খুব মনোযোগ সহকারে লক্ষ করুন আপনি লোন নিস নিয়ে কাজ করতে চান, মানে আপনি কি টাইপের কন্টেন্ট বানাতে পারেন কিসের উপর আপনার নলেজ বেশি। বা আপনার অর্ডিনারি নলেজ কোন গুলো সেগুলোর দিকে নজর দিন এবং ৫ থেকে ১০ মিনিট ভাবুন।
তারপর আবার নিচের কন্টেন টি মনোযোগ সহকারে পড়বেন।
আপনি নিশ্চয় এতক্ষন ভেবে ফেলেছেন আপনি কোন কোন জিনিসের উপর এক্সপার্ট।
যেমন গান গাইতে, সাইকেল রেস্লিং, টেকনোলজি, সর্ট ফিলম, ইসলামিক গজল ইত্যাদি।
(আইডিয়া গজল, গান, টেক ভিডীও, মোবাইল রিভিউ গ্যাজেট রিভিউ, নিউস, টেক নিউস, ইমোশনাল ভিডীও, মিউজিক ভিডিও, এনিমেশন ভিডিও, ইডুকেশন ভিডীও, মটিভেশনাল ভিডীও, গ্রাফিক্স ডিজাইন, কম্পিউটার হার্ডোয়ার ইত্যাদি)
বিঃ দ্রঃ আমার যেই ভইটি রিলিজ করবো সেখানে ১০০ টি আইডীয়া দেওয়া থাকবে
এখন আপনি যেই টপিকের উপড় এক্সপার্ট সেটা কোন কেটাগরিতে পরে সেটা লক্ষ রাখুন এবং মাথায় সেভ করে রাখুন।
এখন আপনার ইউটিউব্ব চ্যানেলের নাম দেওয়ার পালা। যেহেতু আপনি ইতি মধ্যে কোন না কোন নাম চয়েস করে ফেলেছেন।
নাম মডিফাই করাঃ
আপনি যেই নামটি চয়েস করে ফেলেছেন এই নামটি এখন আপনাকে আরো একটু মডিফাই করতে হবে। মানে আর একটু যাচাই বাচাই করতে হবে সব কিছু ঠিক আছে কিনা তাই।
এখন আপনি যেই কেটাগরির চ্যানেল খুলতে চেয়েছেন মনে করেন আপনার চ্যানেলের কেটাগরি টেক এটি আপনি চয়েস করেছেন এখন গুগলে যেয়ে টপ টেক চ্যানেল নাম, লিস্ট এটা লিখে সার্চ করুন অনেক গুলো ওয়েব সাইট পাবেন সেগুলো আধা ঘন্টা ঘাটা ঘাটি করুন।
তারপর আবার ডিসিশন নিন। সব কিছু ঠিক থাকলে এইবার ইউটিউব চ্যানেলের ফাস্ট নাম ও লাস্ট নাম দিইয়ে ক্রিয়েট এ নিউ চ্যাবন্নেলে ক্লিক করুন।
অথবা সব কিছু ঠিক নাম থাকলে আপনি নামটি মডিফাই করুন তারপর ফাস্ট এবং লাস্ট চ্যানেল নাম দিয়ে ক্রিয়েট নিউ চ্যানেলে ক্লিক করুন।
এখন আপনার চ্যানেল টি ক্রিয়েট হয়ে গেছে। আপনি সফল ভাবে আপনার চ্যানেলের মুল গোড়া শক্ত ভাবে এস ইও করতে সক্ষম হয়েছেন এগুলো কে ইন্টারনাল (অন পেজ অপটিমাজেশন) এস ইও বলে।
{ইউটিউব মার্কেটিং নিয়ে লিখছি
আমি মোঃ শামীম রেজা}
আমি শামীম রেজা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 6 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।