গুগল নিজেদের ইউআরএলের নাম ছোট করার প্ল্যাটফর্মটি সরিয়ে নেওয়ার ঘোষণা দিয়েছে। ঠিক কি কারণে এমন ঘোষণা দিয়েছে তা নিশ্চিত করেনি। ব্যবহারকারীরা এর পরিবর্তে বিকল্প কোনও সেবা গ্রহণ করতে পারে যেমন বিটলি, এফডিএল এবং সালফকো।
ইউআরএল শর্টনার যেমন উপকারী তেমনি খুব দরকারি। ওয়েব-লিংক বড় হলে তা মনে রাখা খুবই কষ্টসাধ্য ব্যাপার। একই সঙ্গে বড় ওয়েব-লিংক শেয়ার করার ক্ষেত্রে তা অনেক লম্বা হওয়ায় ঝামেলায় পড়তে হয়।
কিন্তু গুগলের ওই সেবাটি ফ্রি থাকায় অনেকে ব্যবহার করতে খুবই সাছন্দ্যবোধ করতেন, তাছাড়া ছোট করা ওয়েব-লিংকটির অ্যানালিটিকস দেখা যেত। যা বিটলি-তে শুধুমাত্র প্রিমিয়াম ব্যবহারকারীরা দেখতে পায়। তাই জনপ্রিয় এই সেবাটি বন্ধ হয়ে যাওয়ার এখনি সবাই বিকল্প সেবা খুঁজছে। বিকল্প সেবা হতে পারে সালফকো।
সালফকো-তে ইউআরএল ছোট করতে হলে ওয়েবসাইটে গিয়ে কয়েক ধাপ অনুসরণ করতে হবে। এখানে আপনার ইচ্ছামত ইউআরএল ছোট করতে পারবেন। সেইসাথে ছোট করা ইউআরএলটি-র অ্যানালিটিকস জানতে পারবেন খুব সহজে। বাংলাদেশের তৈরি এই শর্টনারটি ব্যবহার করতে পারেন গুগল ইউআরএল এর বিকল্প হিসাবে।
সালফকো ব্যবহার করে অনেক বড় ওয়েব ঠিকানা খুব সহজে ছোট করতে পারবেন। তাছাড়া সালফকো-তে ইউআরএল-র শেষে নির্দিষ্ট শব্দও যোগ করতে পারবেন। যেমন ধরুন- আপনার প্রতিষ্ঠানের নাম, প্রডাক্টের নাম ইত্যাদি। শর্ট-লিংকে কে ক্লিক করেছে, কতটি ক্লিক করেছে, কোন স্থান থেকে বেশী ক্লিক হয়েছে সহ নানা ধরনের বিশ্লেষণ কিংবা অ্যানালিটিকস পাওয়া যাবে সম্পূর্ণ ফ্রি-তে। তাছাড়া সালফকো ব্যবহারকারীরা চাইলে এপিআই (Salf.co API)-এর মাধ্যমে স্বয়ংক্রিয় পদ্ধতিতে নিজ নিজ ওয়েবসাইটের ওয়েব-লিংক ছোট করতে পারবেন।
তবে আর দেরী কেন? এখনি ব্যবহার শুরু হোক সালফকো (Salf.co)
আমি তাজুল ইসলাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 7 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 3 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।