ফ্রিতে YouTube থেকে সরাসরি অডিও+ভিডিও ডাউনলোড করুন

টিউন বিভাগ গুগল
প্রকাশিত

প্রিয় Tune-Reader! আশা করছি আল্লাহর রহমতে ভালো আছেন।

ইউটিউবের ভিডিও + অডিও ডাউনলোড

এখন থেকে, বিশ্বের নাম্বার ওয়ান ভিডিও শেয়ারিং ওয়েবসাইট  youtube থেকে  Online এর মাধ্যেমে সরাসরি ভিডিও অথবা শুধু গানের অডিও (MP3) ডাউনলোড করে নিজের ডিভাইসে সংরক্ষণ করে রাখতে পারবেন। তাও আবার কয়েক উপায়ে, কোন অ্যাপস, সফটওয়্যার বা অ্যাপ্লিকেশন ডাউনলোড বা ইনস্টল করা ছাড়াই।

বিস্তারিত জানতে এই Website এ যান।

পুরো পোষ্টটি ইংরেজি ভাষায় পূর্বে প্রকাশ করেছি এখানে

বাংলা ভাষায় ভিডিও টিউটোরিয়ালটি দেখতে পারেনঃ-

অতিরিক্ত-কথাঃ- Youtube থেকে ভিডিও ডাউনলোড করতে গেলে অনেকে অনেক-সময় নানান সমস্যায় পড়েন। এর কারণ হিসেবে আমি দুইটি step পেয়েছি। (১): ভিডিওটি কপিরাইটের আওতাভুক্ত। (২): নতুবা, ডিভাসগত সমস্যা।

(১): কপিরাইটেড ভিডিওঃ- প্রতিটি ওয়েবসাইটের কন্টেন্ট (অডিও/সাউন্ড, ভিডিও, ইমেজ/ছবি লেখা/আর্টিকেল ইত্যাদি-ই হলো কনটেন্ট) সার্চ ইঞ্জিন কর্তৃক ডিফল্টভাবে ইউনিক/সতন্ত্র (যেই কন্টেন্টটি ইতি পূর্বে অন্য কোন Website এ হুবুহু প্রকাশিত হয়নি, তাকে ইউনিক/সতন্ত্র কন্টেন্ট বলে। ) হিসেবে কপিরাইটের অন্তর্ভূক্ত করে। যার অধিকার কেবলমাত্র প্রকাশক/Publisher ছাড়া অন্য কেউ রাখে না।

তবে, ইউটিবের ৯০% ভিডিও কপিরাইটের আওতাভুক্ত না.না.না.

সুতরাং, আপনি ইউটিবের অধিকাংশ ভিডিও এখন থেকে অনায়াসে ডাউনলোড করতে পারবেন। এছাড়াও, Youtube থেকে মিউজিক বা গানের অডিও সরাসরি অনলাইন থেকে ডাউনলোড করতে পারবেন, সম্পূর্ণ ফ্রিতেই!

(২): দ্বিতীয় Step টি পরবর্তীতে আপনাদের টিউমেন্টের উপর নির্ভর করে প্রকাশ করা হবে। সুতরাং, টিউন-এর ব্যাপারে ভালো-মন্দ, জানার আগ্রহ-অনাগ্রহ অথবা আপনার যে কোন মন্তব্য টিউমেন্ট  বক্সে লিখুন।

Level 0

আমি হাফিজুর রহমান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 6 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 2 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস