গুগল চীনে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) গবেষণা কেন্দ্র চালু করতে যাচ্ছে। চীনের মেধাবীদের এআই নিয়ে কাজের সুযোগ সৃষ্টি করতে এ গবেষণা কেন্দ্রটি চালুর সিদ্ধান্ত নেয়া হয়েছে। চীনের এআই গবেষণা কেন্দ্রটি এশিয়ায় প্রথম। এর আগে নিউ ইয়র্ক, টরন্টো, লন্ডন ও জুরিখে এআই গবেষণা কেন্দ্র চালু করা হয়েছে। এর সাথে যুক্ত হবে চীনের গবেষণা কেন্দ্র্রটি। শুরুতে বেইজিং থেকে ছোট একটি টিম নিয়ে পরিচালিত হবে এর কার্যক্রম। চীনের নীতিনির্ধারকেরা স্থানীয়ভাবে এআই গবেষণা ও উন্নয়নের ওপর জোর দিচ্ছেন। তবে দেশটি আগে বিদেশী প্রতিষ্ঠানগুলোর কার্যক্রমের ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেছিল। এ কারণে বিদেশী প্রতিষ্ঠানগুলোর পক্ষে চীনে কার্যক্রম সম্প্রসারণের সুযোগ ছিল না। তবে বর্তমান প্রেক্ষাপট কিছুটা পাল্টে গেছে। চীন এখন বিদ্যমান অবস্থা পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে।
চীনে গুগলের অনুসন্ধানসেবার পাশাপাশি ই-মেইল ও ক্লাউড স্টোরেজ সেবাও বন্ধ রয়েছে। এ কারণে প্রতিষ্ঠানটি চীনে এআই নিয়ে কার্যক্রম জোরদারের চেষ্টা করছে। গুগল ছাড়াও দেশটিতে বেশ কয়েকটি বিদেশী প্রযুক্তি প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ রয়েছে। চলতি বছর গুগল চীনের পূর্বাঞ্চলে কর্তৃপক্ষের সহযোগিতায় গো টুর্নামেন্টের আয়োজন করেছিল। এ টুর্নামেন্ট বিদেশী গণমাধ্যমে বেশ সাড়া ফেললেও চীনের স্থানীয় গণমাধ্যম এ ব্যাপারে নীরব ছিল।
চলতি মাসের শুরুতে গুগলের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সুন্দর পিচাই চীনের শীর্ষ সাইবার নিয়ন্ত্রক সংস্থা সাইবার স্পেস অ্যাডমিনিস্ট্রেশন অব চায়নার আয়োজনে একটি সম্মেলনে অংশ নিয়েছিলেন। এতে তিনি চীনের বাজারে সম্ভাব্য এআইয়ের প্রবেশ নিয়ে কোনো পরিকল্পনার কথা বলেননি।
স আহমেদ ইফতেখার
আমি হেলিম হাসান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 6 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 13 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 7 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 11 টিউনারকে ফলো করি।