আমরা যারা অনেক নতুন ইউটিউবার আছি তারা অনেকেই জানি না কিভাবে গুগল থেকে কপিরাইট ফ্রী ইমেজ ডাউনলোড করতে হয়। যার ফলে দেখা যায় আমাদের চ্যানেলে কপিরাইট স্টাইক পড়ে এবং চ্যানেল ব্যান হয়ে যায়। এই ট্রিকটি তাদের জন্য যারা এই প্রোবলেম এ পড়েছেন।
কপিরাইট ফ্রী ইমেজ ডাউনলোড করার জন্য প্রথমেই চলে যান গুগল এ। এবং আপনার কাঙ্খিত ইমেজটি সার্চ করুন।
এরপর আপনি সেটিংস এ গিয়ে এডভান্স সার্চ এ ক্লিক করুন।
এখন আপনার সামনে নিচের মত একটি পেজ আসবে।
এখন স্ক্রোল করে একটু নিছে চলে যান এবং চিত্রে দেখানো Usage rights এ ক্লিক করুন।
এবার এখান থেকে Free to use or share, even commercially এই অপসনটিতে ক্লিক করুন।
এবার আপনি Advance Search এ ক্লিক করুন। এখন আপনার সামনে যেই ইমেজ গুলি আসবে সবগুলিই কপিরাইট ফ্রী। এগুলো চাইলে আপনি ইউটিউব ভিডিওর জন্য ব্যবহার করতে পারেন।
এখনকার ছবি গুলো সব কপিরাইট ফ্রী।
টিউনটিতে কোন ভুল হলে ক্ষমা চেয়ে নিচ্ছি। আর টিউনটি বুঝতে অসুবিধা হলে নিছের ভিডিও টিউনটি দেখতে পারেন। আপনারা যদি এমন আর টিপস চান তাহলে আমাদের Group ও Page এ যুক্ত হতে পারেন।
ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন
ধন্যবাদ।
https://www.facebook.com/ALLworldEverything/
আমি King Nazmul Hasan। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 7 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 5 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।