’গুগল ফটোজ’-গুগলের একটি ফটো গ্যালারী। যেখানে সারা বিশ্বের অসংখ্য ব্যবহারকারী ছবি বা ভিডিও সংরক্ষণ করে রাখতে পারেন। ’গুগল ফটোজ’ কর্তৃপক্ষ ছবি বা ভিডিওগুলো স্বয়ংক্রিয়ভাবে সংরক্ষন করে রাখে, যাতে ব্যবহারকারী যে কোন সময় খুঁজে পায় এবং প্রয়োজনে কোথাও শেয়ার করতে পারে। তাছাড়া ওয়েবসাইটগুলোতে আপলোড হওয়া ছবি থেকেও গুগল ছবি নির্বাচন করে ইন্টারনেট ব্যহারকারীদের সুবিধার্থে প্রয়োজন অনুযায়ী সংরক্ষন করে থাকে। স্মার্টফোনের স্টোরেজের লোড কমাতেও অনেকে সব ছবি একসঙ্গে গুগল ড্রাইভে কিংবা গুগল ফটোজে জমা করে রাখে। তবে এদের মধ্যে কিছু কিছু গ্রাহক চান তাদের ব্যক্তিগত ছবিগুলো অন্যরা না দেখুক। সেজন্য তাদের ব্যক্তিগত ছবিগুলো যাতে গোপন থাকে বা অন্যদের থেকে আলাদা থাকে, তেমন সুবিধা আশা করেন গুগলের নিকট। আর এই চাওয়াটুকুর প্রতি সম্মান জানিয়ে গুগল কর্তৃপক্ষ গুগল ফটোজে ব্যক্তিগত বা স্পর্শকাতর ছবিগুলোকে আলাদাভাবে সংরক্ষনের সুবিধা রেখেছে।
এখন প্রশ্ন, ব্যক্তিগত ছবি বা ভিডিওগুলোকে লোকচক্ষুর আড়ালে রাখবেন কীভাবে? সোজাসাপটা উত্তর হলো, এজন্য আপনাকে গুগল ফটোজের ‘আর্কাইভ’ নামক ফিচারটির সাহায্য নিতে হবে। ছবি বা ভিডিও যদি আপনি গোপন রাখতে চান তবে সবার প্রথমে ইন্টারনেট চালু করে গুগল ফটোজ ওপেন করুন। এবার যে সমস্ত ফটো বা ভিডিওগুলোর গোপনীয়তা বজায় রাখতে চান, সেই সমস্ত ফটো বা ভিডিওগুলো সিলেক্ট বা নির্বাচন করে নিন।
নির্বাচন করা হয়ে গেলে এন্ড্রয়েড মোবাইলের;গুগল ফটোজ’ অ্যাপের স্ক্রীনের উপরের ডান কোনায় তিনটি ডট চিহ্ণিত অপশনটিতে অথবা কম্পিউটারের বাম কোনায় উপরে ক্লিক করলে আর্কাইভ নামের অপশনটি দেখতে পাবেন।
এখন আর্কাইভে ক্লিক করলেই আপনার নির্বাচিত ছবিগুলো অন্যগুলো থেকে আলাদা হয়ে যাবে। আপনার ব্যক্তিগত ছবিগুলো এবার থেকে আপনি ছাড়া কেউ দেখতে পাবে না। পরবর্তীতে আপনার প্রয়োজন অনুযায়ী ছবি বা ভিডিওগুলো আর্কাইভ থেকে দেখতে পাবেন। আবার আপনার ইচ্ছামতো ডাউনলোড করে ব্যবহারও করতে পারবেন। আরেকটি কথা জানিয়ে রাখি, এন্ড্রয়েড, আইওএস-এবং ডেস্কটপ ব্যবহারকারীরা এই আর্কাইভ সুবিধা পাবেন। তবে ছবি বা ভিডিও কম সাইজে কমিয়ে আনার শর্ত মানলে আনলিমিটেড ছবি বা ভিডিও ’গুগল ফটোজ’-এ সংরক্ষণ করতে পারবেন।সাইজ অরিজিনাল রাখতে চাইলে ১৫ জিবি জায়গা দেবে গুগল ফটোজ।
বর্তমানে গুগল ফটেোজ-এর ২.১৫ ভার্শনটি গুগল প্লে স্টোরে আছে।
ডাউনলোড করে উপরোক্ত সুবিধাটি উপভোগ করতে থাকুন। সময় পেলে আমার সাইটে ঘুরে আসতে পারেন, যেখানে লেখাটি পূর্বে টিউন করা হয়েছে।
আমি মোঃ তৌফিক রায়হান ভূঁইয়া। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 7 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 7 টি টিউন ও 3 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 4 টিউনারকে ফলো করি।
সুপ্রিয় টেকটিউনস কমিউনিটি, আমি মোঃ তৌফিক রায়হান ভূঁইয়া।আমি বিশ্বের এই সর্ববৃহৎ বাংলা প্রযুক্তির সোশ্যাল নেটওয়ার্কের এর সাথে যুক্ত হয়েছি আমার ক্ষুদ্র জ্ঞানভান্ডারকে সমৃদ্ধ করতে। আর যতটুকু জানি তা সবার মাঝে বিলিয়ে দিতে।