গুগল AMP কিভাবে সার্চ থেকে ডিজেবল করবেন জেনে নিন

টিউন বিভাগ গুগল
প্রকাশিত

আস সালামু আলাইকুম, আশা করি ভাল আছেন। আলহামদুলিল্লাহ,আপনাদের দোয়ায় আমিও ভাল আছি। তবে আমি জানি আজকে যেই টপিক্স নিয়ে কথা বলতে এসেছি সেটা কি এটা ৯০%মানুষই জানেন না। আসলে জিনিসটার সাথে সবাই অনেক পরিচিত কিন্তু নামটাই আসলে অপরিচিত। তাই আগে আপনাদেরকে সেই নাম না জানা জিনিসটার সাথে পরিচয় করিয়ে দিবো এরপর দেখাবো কিভাবে সেটা ডিজেবল করবেন। আজকে এত তাড়াতাড়িই টপিক্স শুরু করে দিলাম? আমি তো মনে হয় দিন দিন অনেক ভদ্র হয়ে যাচ্ছি। হা হা হা ভদ্র হওয়া ভাল তাই না? আসলে সময় আমাকে ভদ্র করে দিচ্ছে। তাই প্রয়োজনের বেশি লেখার বদ অভ্যাসটা ছেড়ে দিচ্ছি।

তো চলুন আগে জেনে নিই AMP কি ?

AMP এর পূর্ণরূপ হচ্ছে accelerated mobile pages যার প্রবর্তন করে গুগল যেন মোবাইল ডিভাইসে ওয়েবসাইট খুব দ্রুত লোড হয়। মূলত এটা একটা ওপেন সোর্স HTML ফ্রেমওয়ার্ক যা কিনা জাভা স্ক্রিপ্ট, সি এস এস স্টাইল এবং অন্যান্য জিনিস যেগুলো ওয়েবসাইটকে স্লো করে দেয় সেগুলোকে টুকরা টুকরা করে ওয়েবসাইটের পারফর্মেন্স বৃদ্ধি করে।

তো চলুন আমরা দেখি প্র্যাক্টিক্যালি amp সার্চ রেজাল্ট আসলে কোনগুলো। তো এর জন্য আপনি এখনই আপনার এন্ড্রয়েড ফোনটী হাতে নিন অথবা আইফোন হাতে নিন। এবার গুগলে গিয়ে শুধু সার্চ করুন donald trump. সার্চ করার সাথে সাথেই নিচের ছবির মত দেখতে পারবেন।

google amp search donald trum

দেখুন আইকন সহ ওয়েবসাইটের নাম দেখাচ্ছে।

এখন চলুন জেনে নিই গুগল AMP এর সুবিধা আসলে কি?

এইটা গুগল মামা এমনি এমনই কিন্তু দেয় নাই। অবশ্যই এর কিছু সুবিধা রয়েছে। এর প্রধান সুবিধা হচ্ছে amp সার্চে যেই পেইজগুলো আসে সেগুলো খুব দ্রুত লোড হয়। সেখানে ক্লিক করার সাথে সাথেই ঐ পেইজটা অপেন হয়ে যাবে। বিশ্বাস না হলে ক্লিক করে দেখুন। সেটা সাধারণ পেইজের থেকে ৪গুন বেশি দ্রুত লোড হবে।এটা সব বেশি উপকারী হয় যখন আপনার নেট স্পিড অনেক স্লো থাকে।

এর ছাড়া এই amp পেইজগুলো অন্যান্য পেইজের তুলনায় ১০গুন কম ডাটা চার্জ করে থাকে। তাই যারা মেগাবাইট কিনে ইন্টারনেট ব্যবহার করে তাদের জন্য এই ধরণের পেইজ খুবই গুরুত্বপূর্ণ। কারণ এই পেইজ এত তাড়াতাড়ি লোড হয় যে, আপনি দেখলেই অবাক হয়ে যাবেন। আর তাই গুগল সার্চ ইঞ্জিনে এরাই রেঙ্কে থাকে। তাই অধিকাংশ ওয়েব মাস্টারই তাদের ওয়েবসাইটে এ এম পি ইন্টিগ্রেড করে থাকে।

গুগল এ এম পি এর কিছু অসুবিধা

এতক্ষণ সুবিধার কথাগুলো শুনতে ভালই লাগছিল। তাই না? চলুন এইবার কিছু অসুবিধার কথাও জেনে নিই। আসলে যে জিনিসগুলোর সুবিধা আছে সেগুলোর কিছু অসুবিধা থাকাটাও অস্বাভাবিক কিছু না। তো ঠিক তেমনি গুগল এ এম পিরও কিছু অসুবিধা রয়েছে।

এ এম পি পাবলিশারদের অল্প কিছু মূল্যবান জিনিস প্রদর্শন করায়, আর এডভারটাইজমেন্ট এর জন্যও থাকে লিমিটেড অল্প কিছু অপশন। আর ওয়েবসাইট এনালাইস্টিক্স এরও অপশন থাকে কম। এটা আসলে পাবলিশারদের উপর নির্ভর করে যে তারা তাদের সাইটে এ এম পি ব্যবহার করবে কি না। যদি তারা এ এম পি এর শুধু ভাল দিকগুলো বিবেচনা করে তাহলে তারা এ এম পি ব্যবহার করতে পারেন। আর যদি ব্যবসায়িক উদ্দেশ্য থাকে তাহলে নাও ব্যবহার করতে পারে। এছাড়া এই এ এম পি অরিজিনাল লিংক কে মেসেজ করে। তাই আপনি যদি লিঙ্ক শেয়ার করেন তাহলে সেটা এ এম পি ফরমেটে শেয়ার হবে যা কি না দেখতে বেশি একটা ভাল না।

আর ios ডিভাইসে তো এ এম পি ওয়েবসাইটগুলো অনেক ফাংশনালিটি কাজ করে না। ইউনিভার্সার স্ক্রোল টপ কাজ করে না... আর সাফারিতে ফাইন্ড অন পেইজ ফিচারটাই কাজ করে না।

যাইহোক এরকম আরো বেশ কিছু সমস্যা রয়েছে। তো আজকের মূল টপিক্স হচ্ছে কিভাবে  এ এম পি গুগলের সার্চ রেজাল্ট থেকে ডিজেবল করা যায়। চলুন সেই দিকেই যাই।

কিভাবে ডিজেবল করবেন গুগল সার্চে এ এম পি ?

১। ব্যবহার করুন এনক্রিপ্টেড গুগল সার্চ ঃ

encrypted google search

আপনার কাজ হচ্ছে গুগলের উপর  জোর খাটিয়ে  ইঙ্ক্রিপ্টেড সার্চ রেজাল্ট দেখা। তাই আপনাকে আপনার এড্রেস বাড়ে লিখতে হবে encrypted.google.com

আপনি যদি সব সময় এই পেইজে যেতে চান তাহলে এটাকে ডিফল্ট হোমপেইজ হিসেবে সেট করে নিন। এটা এন্ড্রয়েড ডিভাইস আইফোন এবং আইপেডে কাজ করবে।

২. DeAMPify ব্যবহার করুন এন্ড্রয়েডেঃ

android google search deampify app

ডিএম্পিফাই হচ্ছে এমন একধরণের এন্ড্রয়েড এপ যা কি না আপনাকে এ এম পি লিঙ্ক বাইপাস করে অরিজিনাল লিঙ্কে ঢুকাবে। তবে একটা কথা মাথা রাখতে হবে এটা শুধু তখনই কাজ করবে যখন আপনি আপনার এন্ড্রয়েড ফোনের গুগল সার্চ এপ ব্যবহার করবেন তখন। এটা সরাসরি গুগল ক্রোম থেকে সার্চ করলে কিন্তু কাজ করবে না।

তো DeAmpify install করার পর গুগল সার্চ এপ এ কিছু সার্চ করুন এরপর দেখুন বলবে একটা ব্রাউজার সিলেক্ট করতে। তখন আপনি Deampify সিলেক্ট করে always এ ক্লিক করুন। এরপর অরিজিনাল লিংকটি দেখবেন ক্রোমে ওপেন হবে।

Download: DeAMPify for Android (Free with ads)

৩. DuckDuckGo's bang ফিচার ব্যবহার করুনঃ

 

duckduckgo bang amp

হয়ত এই ডাকডাক গো সম্পর্কে আপনারা অনেক কিছুই জানেন। তবে কিছু বলি না হলে আবার আপনারা মাইন্ড করবেন। আসলে এটা হচ্ছে এমন একটা সার্ভিস যা একটি প্রাইভেসি ফোকাসড সার্চ ইঞ্জিন। এটা ব্যবহার করলে গুগল আপনাকে ট্র্যাক  করতে পারবে না।  আর এই ডাকডাকগো ব্যবহার করে আপনি গুগল এ সার্চ করলে amp ভার্শন আসবে না। এটা এন্ড্রয়েড এবং IOS উভয় ডিভাইসের জন্যই প্রযোজ্য।

আপনি যদি এন্ড্রয়েড বা আই ও এস ব্যবহারকারী হন তাহলে নিচের ছবির মত কাজ করুন।

duckduckgo bang chrome mobile

প্রথমেই ক্রোমে DuckDuckgo.com ওপেন করুন। এরপর  Add DuckDuckGo to Chrome এ ক্লিক করুন।

এরপর ক্রোম সেটিংস এ গিয়ে search engine এ গিয়ে ডাকডাকগো সিলেক্ট করে দিন।

আর আপনি যদি আইফোনে সাফারি ব্যবহার করেন তাহলে নিচের মত সেটাপ করে নিন।

duckduckgo bang safari iphone

আইফোনের সেটিংস এ গিয়ে Settings > Safari > Search Engine এবং সিলেক্ট করে দিন ডাকডাকগো। 

এখন এটা আপনার ডিফল্ট সার্চ ইঞ্জিন ক্রোমের সার্চ বাড়ে। আপনি গুগলে সার্চ রেজাল্ট পেতে ডাকডাকগো থেকে শুধু সার্চ কিওয়ার্ডের আগে একটা প্রিফিক্স !g ব্যবহার করুন।

আর কিভাবে এ এম পি ফিরে পাবেন?

যেগুলো করেছেন সেগুলোর উলটা কাজ করলেই আবার এ এম পি ফিরে পাবেন। হা হা হা। এত সহজ...

যাই হোক আজকের মত এ পর্যন্তই। ভাল থাকুন আর ভাল রাখুন আপনার চারপাশ।

আল্লাহ হাফিজ।

 

Level 1

আমি মোঃ আশিকুর রহমান সরল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 8 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 83 টি টিউন ও 102 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 12 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি একজন প্রযুক্তি প্রেমী।কম্পিউটার ইঞ্জিনিয়ারিং এ লেখাপড়া করছি।পৃথিবীকে নতুন কিছু করে দেখাতে চাই। My Website


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস