অনেকেই হয়ত ক্রোমকাস্ট ব্যবহার করেন। আবার হয়ত অনেকে কোনদিন নাম শোনেননি। ক্রোমকাস্ট হোল কিছুটা পেনড্রাইভের মত দেখতে একটি যন্ত্র যেটি আপনার টিভি বা মনিটরের এইচ.ডি.এম.আই পোর্টে লাগাতে হয়। এবং এর মাধ্যমে আপনি ক্রোমকাস্টকে আপনার স্মার্টফোনের সাথে কানেক্ট করে আপনার স্মার্টফোনের স্ক্রিন আপনার টিভির সাথে শেয়ার করতে পারেন। আবার চাইলে আপনার স্মার্টফোনের গেমস বড় মনিটর বা স্ক্রিনে খেলতে পারেন।
ক্রোমকাস্ট ব্যবহার করে স্মার্টফোনে থাকা মুভিও আপনি টিভি বা এইচ.ডি.এম.আই সাপোর্টেড মনিটরে দেখতে পারবেন। বুঝতেই পারছেন এই ক্রোমকাস্ট ব্যবহার করে অনেক কাজই করা যায়। আপনি চাইলে কিনে ফেলতে পারেন। দাম বেশি না। নতুন ভার্সন এর ক্রোমকাস্ট এর দাম প্রায় ৮ হাজার টাকার মত। তবে আগের গুলোর দাম অনেক কম। আপনার বাজেট কম থাকলে আপনি আগেরগুলো কিনতে পারেন।
বাংলাদেশের কিছু অনলাইন শপে পেয়ে যাবেন। তবে আমার মতে দোকান থেকে কেনাই ভাল। বি.সি.এস কম্পিউটার সিটিতে গিয়ে আশা করি পেয়ে যাবেন।যাই হক যাদের ক্রোমকাস্ট আছে তারা এই টিউনটি পড়ে নিতে পারেন। আর যারা ভবিষ্যতে ক্রোমকাস্ট কিনবেন ভাবছেন তারাও টিউনটি পরে উপকৃত হবেন আশা করি।
ক্রোমকাস্ট কি তা আগেই বলেছি এবার আপনার সাথে ক্রোমকাস্টের কিছু অ্যাপ এবং টিপস আপনাদের সাথে শেয়ার করব।
ক্রোমকাস্টে আগে ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করা যেত না। তবে কয়েক মাস আগে গুগল ক্রোমকাস্টে এই ছোট কিন্তু কাজের ফিচারটি অ্যাড করেছে। এর আগে ক্রোমকাস্টকে যখন স্মার্টফোনের সাথে কানেক্ট করা হত তখন এটি বিভিন্ন ধরনের স্লাইডশো দেখাত। এখন আপনি চাইলে নিজের ইচ্ছামত ছবি ক্রোমকাস্টের ব্যাকগ্রাউন্ডে অ্যাড করতে পারবেন।
ক্রোমকাস্টের এই ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করার অপশনটির নাম “ Backdrop” এটি অন করার জন্য প্রথমে এখান থেকে ক্রোমকাস্ট অ্যাপটি ডাউনলোড করে নিন।তারপর বামদিকে সোয়াইপ করুন তাহলে “Backdrop” নামে একটি অপশন পাবেন সেখান থেকে আপনি নিজের মত সেটিংস্ ঠিক করে নিন। তাহলেই হবে। আপনি চাইলে নিজের কোন ছবি দিতে পারেন। আবার চাইলে আপনার মোবাইলের সব ছবিগুলোকে স্লাইডশো আকারে ব্যাকগ্রাউন্ড হিসেবে ব্যবহার করতে পারেন।
আপনি আবার ইচ্ছে করলে আপনার গুগল ব্যাকআপ করা ছবিগুলোকেও ব্যাকগ্রাউন্ড হিসেবে অ্যাড করতে পারেন। এর জন্য আপনাকে আপনি যেই যেই ছবিগুলোকে ব্যাকগ্রাউন্ড হিসেবে ব্যবহার করতে চান সেগুলোকে নতুন একটি অ্যালবামে অ্যাড করতে হবে। তারপর ক্রোমকাস্ট অ্যাপ থেকে সেই অ্যালবামকে সিলেক্ট করে দিতে হবে।
আবার আরেকটি ভাবে ব্যাকগ্রাউন্ড দিতে পারেন। যেমন আপনি চাইলে আপনার লোকেশান অনুযায়ী বিভিন্ন ছবি ব্যাকগ্রাউন্ড হিসেবে রাখতে পারেন। আপনি নিজের মত সেটিংস্ ঠিক করে নিবেন।
এইসব সেটিংস্ তখনই কাজ করবে যখন ক্রোমকাস্ট আইডল অর্থাৎ কোন কাজ করে না।এবার চলুন দেখে নেয়া যাক ক্রোমকাস্টের কিছু অসাধারণ ফিচার এবং অ্যাপ।
ক্রোমকাস্ট কেনার পর ক্রোমকাস্টের সাথে কাজ করবে এমন অ্যাপ খুঁজে বের করতে আপনার অনেক কষ্ট হবে। কারণ গুগলের যেমন গেমসের জন্য অ্যাপ সেকশন আছে তেমনি ক্রোমকাস্টের জন্য অ্যাপ সেকশন থাকলেও তা খুঁজে বের করা কঠিন। তাই আপনি চাইলেই ক্রোমকাস্টের জন্য অ্যাপ খুঁজে বের করতে পারবেন না। তবে গুগলের একটি ওয়েবসাইট আছে যেখান থেকে এরকম অ্যাপ ডাউনলোড করতে পারেন।
ওয়েবসাইটটিতে ভিজিট করতে এখানে ক্লিক করুন।
আর যদি আপনি প্লে-স্টোর থেকে অ্যাপ নামাতে চান। তাহলে এই লিঙ্কে যান। এছাড়াও আপনি চাইলে ক্রোমকাস্ট অ্যাপ থেকে অ্যাপ খুঁজে বের করতে পারেন।
ক্রোমকাস্টের জন্য প্রতিদিনই নতুন নতুন অ্যাপ আসছে। তার মধ্য থেকে কিছু অ্যাপ নিয়ে বলছি।
অনেকেই হয়ত প্লেক্স(Plex) মিডিয়া সার্ভারের নাম শুনেছেন। এটি জনপ্রিয় মিডিয়া শেয়ারিং সার্ভিস। এর মাধ্যমে আপনি খুব সহজেই আপনার কম্পিউটারে থাকা ডাটা আপনার ক্রোমকাস্টে শেয়ার করতে পারেন। গুগলে একটু খুঁজলেই কিভাবে এমন একটি সার্ভার বানাতে হয় তা পেয়ে যাবেন।
আপনি যদি আপনার আইফোনে থাকা ছবি কিংবা ভিডিও ক্রোমকাস্টের মাধ্যমে শেয়ার করতে চান তবে“Cinch” নামের অ্যাপটি নামিয়ে নিতে পারেন। অ্যাপটি ডাউনলোড করতে হলে আপনাকে ১.৯৯ ডলার খরচ করতে হবে।
ক্রোমকাস্টে মিডিয়া স্ট্রিমিং এর জন্য আন্ড্রয়েডের বেস্ট অ্যাপ হল “LocalCast” আপনি আপনার স্মার্টফোনে থাকা যেকোনো কিছু এই অ্যাপের মাধ্যমে ক্রোমকাস্টে দেখতে পারবেন। আবার চাইলে আপনার যদি হোম সার্ভার থাকে সেখান থেকেই ফাইল স্ট্রিম করতে পারেন।
অ্যাপটি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।
এছাড়াও আরো কিছু ক্রোমকাস্ট রেডি অ্যাপ আছে। যেমন HBO Go, Showtime Anytime, Comedy Central, ABC ইত্যাদি। আপনারা এগুলো ব্যবহার করে দেখতে পারেন।
ক্রোমকাস্ট যদিও মিউজিক ডিভাইস না। তবুও আমাদের টিভির সাউন্ড সিস্টেম আমাদের ফোন এর থেকে অনেক ভাল। তাই আমরা অনেকগুণ ভাল সাউন্ড কোয়ালিটি পেতে পারি টিভির সাউন্ড সিস্টেম থেকে।
Shuttle+ নামের অ্যাপটি ব্যবহার করে আপনি খুব সহজেই আপনার ক্রোমকাস্টে মিউজিক প্লে করতে পারেন। অ্যাপটি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।
এছাড়াও ক্রোমকাস্টে রেডিও শুনতে বিভিন্ন অ্যাপ আছে। আপনার পছন্দমত সেসব অ্যাপ খুঁজলেই পেয়ে যাবেন।
ক্রোমকাস্টের জন্য দিন দিন নতুন নতুন গেমস রিলিজ পাচ্ছে। তবে প্লে-স্টোরে এরকম কিছু গেমস এখনি আছে। যেমন “Wheel of Fortune”
গেমটি আন্ড্রয়েডের জন্য ডাউনলোড করতে এখানে ক্লিক করুন। এবং আই.ও.এস এর জন্য ডাউনলোড করতে এখানে ক্লিক করুন। এছাড়াও “Monopoly Dash” এবং “Emoji Party” নামেও দুইটি গেমস আছে যেগুলো খেলে আশা করি মজা পাবেন।
“Polaris Office” নামের অ্যাপটি ব্যবহার করে আপনি খুব সহজেই আপনার ডকুমেন্ট, স্প্রেডশীট ক্রোমকাস্টের মাধ্যমে বড় স্ক্রিনে দেখতে পারেন। সবাই হয়ত এই ফিচারটি দিয়ে লাভবান হবে না। তবে স্টুডেন্টদের জন্য আমি মনে করি অনেক কাজে লাগবে।
অ্যাপটি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।
আজ এ পর্যন্তই। আশা করি আপনাদের টিউনটি ভাল লেগেছে। যদি এই টিউনের কোন বিষয় বুঝতে সমস্যা হয় তবে টিউমেন্টের মাধ্যমে জানাবেন। আশা করি আপনাদের সাহায্য করতে পারব।
আমি আশরাফুল ফিরোজ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 77 টি টিউন ও 35 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 6 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
টিউনটি পড়ে ভালো লাগলো, কিন্ত এর দামটা অনেক বেশি হয়ে গেছে, অবশ্যই এখানে আপনার কিছু করার নেই, টিউনের জন্যে ধন্যবাদ।