আসসালামুয়ালাইকুম। সরাসরি শুরু করছি।
10minuteschool এর প্রতিষ্ঠাতা Ayman Sadiq ভাইয়ার একটা ভিডিও থেকে জানতে পারি, গবেষণা করে দেখা গেছে নাকি, পৃথিবীর বেশীর ভাগ IDEAS গুলো নাকি Graveyard/কবর স্থানে পাওয়া যায়। কিন্তু কিভাবে ?
কারন বেশির ভাগ মানুষই তাদের চিন্তা বা ভাবনা গুলো মাথায় নিয়ের মারা যায়। তারা চিন্তা করে ঠিকই, কিন্তু তা অনেকে তাকেই লক্ষ ভেবে ধরে নেয়, কিন্তু পরের দিন সকালে সব ভুলে যায়। মানুষ স্বভাবতই সব কিছুই চাইলেও মনে রাখতে পারে না। এটা আমার কিংবা আপনার ব্যক্তিগত অভ্যাস না। মানুষ জন্মগত ভাবেই এমন।
গুগল কিপ হচ্ছে এমন এক প্রকার নোট যাতে আপনি চাইলে আপনার সকল চিন্তা, ভাবনা, কিংবা যেকোন Picture OR Audio সংরক্ষণ করে রাখতে পারবেন। Wikipedia-র তথ্য অনুযায়ী ২০১৩ এ (এটি অনলাইনে এবং মোবাইল এপ) চালু হয়।
Video : পৃথিবীর সবচেয়ে ভালো আইডিয়া গুলো কোথায় পাওয়া যায় | Ayman Sadiq এই ভিডিও টায় প্রমান করে এপ টির ব্যবহার কতটা গুরুত্তপূর্ণ।
আমি তাহসিন বলছি। টোকটিউনসে এটা আমার 1st টিউন। অনেক ভুল থাকতে পারে। Post Arranging ভাল হয়নি। ক্ষমা চাইছি সবার কাছে। এতদিন অন্যের Posting এর ভুল ধরে এসেছি। তবে আজ বুঝলাম কতটা কস্টকর আর সময় সাপেক্ষ। App/System টা আমার অনেক অনেক কাজে দেয়। তবে এটা সম্পর্কে কোথাও লিখা দেখিনি বাংলায়। তাই আমি লিখে দেখলাম।
ধন্যবাদ।
আমি তাহসিন সাবিদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 15 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।