আসসালামু আলাইকুম। আশা করি ভাল আছেন। এতদিন বিভিন্ন সমস্যা ও তার সমাধান নিয়ে অনেক টিউন করেছি। আজ একটা মজার বিষয় নিয়ে টিউন করতে বসলাম। Google এর মজার ১০ টি বিষয় নিয়ে আজ লিখতে বসলাম। যারা জানেন তারা ত জানেনই। আর যারা না জানেন তারা এই বিষয় গুলো আপনি চেষ্টা করে দেখুন মজা পাবেন।
Google ব্যবহার করে আপনি ক্যালকুলেট, বিভিন্ন গেম এমন কি আপনি আপনার লেখাকে উল্টা পাল্টা করে দিতে পারেন। আসলেই এই বিষয়গুলো মজার। নিচে ভিডিও দেওয়া আছে ভিডিওতে সবাই দেখে নিন। এবং ভিডিও Description এ ১০ টি Tricks দেওয়া আছে যা দিয়ে আপনি গুগুলে সার্চ করবেন এবং দেখবেন মজার মজার কিছু বিষয়।
আমার চ্যানেলটি IT Related তাই আমি চেষ্টা করছি IT বিষয়ক বিভিন্ন ভিডিও আপলোড করতে। আশা করি আমার সাথে থাকবেন ও ভিডিওগুলো শেয়ার করবেন। সবাই ভাল থাকবেন। ধন্যবাদ সবাইকে।
আমি Era IT। CEO, Era IT, Dhaka। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 118 টি টিউন ও 84 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 35 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।