ইউটিউবার দের জন্য সূ-খবর এবং ইউটিউবার দের জন্য দুঃখবর। (দেখে নিন আপনার ভাগ্যে কি আছে।)

টিউন বিভাগ গুগল
প্রকাশিত

বন্ধুরা,যারা ইউটিউবার তাদের আশাকরি টিউনটি অনেক কাজে আসবে। কিছুদিন আগে ইউটিউবার সবার রেভেনিউ হঠাৎ করে কমে গেছে। নিউ চ্যানেল গুলার তো আরো খারাপ অবস্থা ৮৫% পর্যন্ত রেভেনিউ কমে গিয়ে এখন তো অ্যাডই শো করেনা। এর কারণ হলো ২৫০ টি বড় বড় অ্যাড কোম্পানি যারা ইউটিউবে অ্যাড দিতো তারা কিছু কারণে ইউটিউবকে বয়কাট করে অ্যাড দেয়া বন্ধ করে দিসে। মেইন কারণ হলো ইউটিউব মানসম্মত ভিডিও তে অ্যাড দেয়া ছাড়াও বিভিন্ন অ্যাডাল্ট, কপিরাইট, হেরেজমেন্ট ও অপরাধমূলক কন্টেন্ট এর ভিডিওতে ও তাদের অ্যাড শো করাতো। এই কারণে তারা ইউটিউব থেকে অ্যাড উঠিয়ে নিয়ে ইউটিউবকে তাদের এলগোরিদম ও যথাযত স্টেপ নিতে বলছে। এতে ইউটিউব এর অনেক লস হয় তাই ইউটিউব আমাদের রেভেনিউ কমিয়ে লস এডজাষ্ট করার ট্রাই করে। লাস্ট ৬ তারিখে ইউটিউব এ আপডেট আসে যা 2007 সালের পর থেকে সবচেয়ে বিগ আপডেট।

ইউটিউব এই আপডেটটি ইউটিউবার দের জন্য অনেক ভালো একটি আপডেট যারা ইউটিউব এ ক্যারিয়ার করতে চান কিন্তু স্প্যামার দের জন্য হতাশার কারণ। এই আপডেট এ স্প্যামারদের দিন শেষ। নতুন চ্যানেল এ মনিটাইজেশন পেতে হলে ১০ হাজার ভিউ লাগবে লাইফটাইম। তারপর তারা চ্যানেল রিভিউ করে দেখবে তাদের পলিসি অনুসারে চ্যানেলটি কিনা।তার পর সব ঠিক থাকলে মনিটাইজেশন অপ্প্রভ দিবে। সো ভিডিও বানানোর আগে ওদের সাইট থেকে পলিসিগুলা দেখে নিন। অথবা নিচের ভিডিওটি শেষ পর্যন্ত দেখে নিতে পারেন। সবাইকে ধন্যবাদ।

Level New

আমি আবদুল্লাহ আল মামুন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 34 টি টিউন ও 24 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

খুবি ভালো পোস্ট তবে ২৫০ টা কোম্পানি না ৬০০+ কোম্পানি তাদের অ্যাড বয়কট করেছে এবং পড়ে আরও অনেক কোম্পানি তাই ২৫০ সঠিক না । কিন্তু পোস্ট টা অবশ্যই কাজের এবং সঠিক তথ্য ই দিয়েছেন