ভেরিফাইড করে নিন আপনার ইউটিউব চ্যানেল (২০১৭)

টিউন বিভাগ গুগল
প্রকাশিত

সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের টিউনে। আজকের টিউনে আমি আলোচনা করবো কিভাবে আপনারা আপনাদের ইউটিউব চ্যানেল গুগল কর্তিপক্ষের অফিসিয়ালি ভেরিফাই করা যায়। চ্যানেল ভেরিফাইড হলে কি ঘটে সেটা আশা করি সবারই জানা আছে,যাদের জানা নেই তাদের স্বার্থে বলছি আপনার ইউটিউব চ্যানেল ভেরিফাই হলে চ্যানেল নামের ডানপাশে একটি টিক চিহ্ন দেখা যায়, যার মাধ্যমে এটা নির্দশিত করে যে আপনার ইউটিউব চ্যানেলটি ভেরিফাইড!

কি কি স্টেপ নিতে হবে আপনার চ্যানেলটি ভেরিফাই করার জন্যে

  • আপনার চ্যানেলটিতে কোনো ধরনের স্ট্রাইক থাকতে পারবে না। কপিরাইট আইন ভঙ্গ করা হলে কপিরাইট স্ট্রাইক, কমিউনিউটি গাইডের নিয়ম ভঙ্গ করা হলে কমিনিউটি স্ট্রাইকের ফাঁদে পড়তে হয় নিয়মভঙ্গকারী ইউটিউব চ্যানেলকে।
  • আপনার চ্যানেলটি ভেরিফাই করার জন্যে প্রথমেই এই ব্যাপারটি নিশ্চিত হতে হবে যেনো আপনার চ্যানেলে কপিরাইট বা কমিউনিটি স্ট্রাইক না থাকে।আপনার চ্যানেলটি একটি গুগল+ পেইজের সঙ্গে যুক্ত থাকতে হবে,যদি যুক্ত না থাকে তাহলে আপনি আপনার চ্যানেল ভেরিফাই করতে পারবেন না।
  • আপনার চ্যানেলটির নাম যদি আপনার নাম বা কোনো ব্যক্তির নামে হয়ে থাকে সে ক্ষেত্রে ইউটিউব চ্যানেলে যে ব্যক্তির নামে হবে তার নিজের ছবি প্রোফাইল ছবি হিসেবে থাকতে হবে ইউটিউব এবং গুগল+ দুই জায়গাতেই।
    আর যদি আপনার চ্যানেল হয় অন্য কোনো নামে যেমন আপনার কোনো প্রতিষ্ঠানের নামে সেক্ষেত্রে আপনার নিজস্ব একটি লোগো বানিয়ে সে লোগোটি আপনার ইউটিউব চ্যানেলের প্রোফাইল পিক এবং গুগল+ প্রোফাইলের প্রোফাইল পিক হিসেবে ব্যবহার করতে হবে। দুই জায়গাতেই একই ব্যানার ব্যবহার করতে হবে। দুই জায়গা বলতে বুঝিয়েছি ইউটিউব চ্যানেল এবং গুগল+ একাউন্টকে।

উপরের সবকিছু আপনার চ্যানেলে যথাযথভাবে থাকলে এখন আপনি আপনার চ্যানেল ভেরিফাই করার জন্যে দুটি কাজ করতে পারেন।

  • প্রথমটি হচ্ছে আপনার যদি সম্ভব হয় তাহলে ইউটিউবের অফিসিয়াল কর্তিপক্ষের মাধ্যমে আয়োজিত কোনো অনুষ্ঠানে যোগদান করুন এবং ইউটিউব কর্তিপক্ষের সাথে সামনাসামনি যোগাযোগ করুন কথা বলুন আপনার চ্যানেল ভেরিফাই করার জন্যে।
  • দ্বিতীয়টি হচ্ছে আপনার যদি কোনো ইউটিউব ইভেন্টে যোগ দেওয়ার সুযোগ না থাকে তাহলে এই লিঙ্কটিতে যান এবং ডান পাশে কনকাক্ট আস অপশন দেখতে পাবেন সেখানে ক্লিক করলে আপনি ইউটিউব কর্তিপক্ষকে ই-মেইল করার সুযোগ পাবেন।
    ই-মেইলের মাধ্যমে আপনই গুগল কর্তিপক্ষকে জানাতে পারেন আপনার চাহিদা কি।
    ই-মেইল অপশনে আপনি আপনার ইউটিউব চ্যানেল লিঙ্ক, আপনার জি-মেইল এড্রেস ইত্যাদি গুরুত্বপুর্ন ইনফরমেশন পুর্ন করে আপনি ইউটিউব কর্তিপক্ষকে আপনার চ্যানেল সম্পর্কে, আপনি কেনো আপনার চ্যানেলটি ভেরিফাইড করতে চান সে সম্পর্কে জানান। এখন গুগল কর্তিপক্ষ আপনার ই-মেইল পাওয়ার পরে আপনার চ্যানেল পর্যালোচনা করে দেখবে আপনি আসলেই ভেরিফাই যোগ্য কিনা, যদি যোগ্য হয়ে থাকেন তাহলে ইউটিউব আপনার চ্যানেলটি ভেরিফাইড করে দিবে।

কনট্যাক্ট আসে ক্লিক করে যদি আপনি ই-মেইল করার অপশন খুঁজে না পান তাহলে বুঝে নিবেন যে গুগল আপনার চ্যানেলকে এখনো তেমন গুরুত্বপুর্ন মনে করে না যে তারা আপনার সাথে যোগযোগের ইচ্ছে রাখে।
সুতারাং আপনার চ্যানেল আরো বড় করতে হবে অর্থাৎ ভিডিও সাবস্ক্রাইবার ভিডিও মান ইত্যাদি আরো বাড়াতে হবে।

অনেকেই প্রশ্ন করেন কতজন সাবস্ক্রাইবারের দরকার হয় একটি চ্যানেল ভেরিফাই করার জন্যে?

সে প্রশ্নের উত্তর হচ্ছে আপনার সাবস্ক্রাইবার সংখ্যা মোটেও গুরুত্বপুর্ন নয়, ভেরিফাই করার বিষয়টি সম্পুর্ন র‍্যান্ডম একটি বিষয়, আপনি আবেদন করেছেন আর ইউটিউবের আপনার চ্যানেলটি ভেরিফাই যোগ্য মনে করেছে তাইলে ভেরিফাইড করে দিবে।

ভেরিফাইড হওয়ার উপকারিতা সমুহ

আপনার চ্যানেলটি ভেরিফাই হলে আপনি যে নামে ইউটিউব চ্যানেল খুলেছেন সে নাম অনুকরন করে অন্য কেউ আর কোনো চ্যানেল খুলতে পারবে না। আপনার চ্যানেলটি ভেরিফাইড হলে আপনার ইউটিউব দর্শকরা এই বিষয়ে নিশ্চিত হবেন যে আপনি একজন সত্যিকার ব্যক্তি অথবা আপনার একটি সত্যিকার কোম্পানি আছে যা গুগলের মাধ্যমে অনুমোদনপ্রাপ্ত।

সুতারাং এই বিষয়টি আপনার সাবসক্রাইবারদের মধ্যে আপনার চ্যানেল সম্পর্কে গ্রহনযোগ্যতা তৈরি হবে।
আসলে ভেরিফাইড হওয়ার আলাদা কোনো উপকারিতা নেই, তবে গ্রহনযোগ্যতার ব্যাপারটি অনেক সাহায্য করে ইউটিউব চ্যানেলটিকে আরো বড় করার ক্ষেত্রে।

সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার টিউনটি পড়ার জন্যে।  আমার লিখা ভালো লেগে থাকলে ইউটিউব থেকে গেইমিং এর মাধ্যমে উপার্জনের জন্যে লেখা আমার চেইনটিউন গুলো দেখতে পারেন এখানে ক্লিক করে। এই টিউনটি শেয়ার করুন, আপনার গুরুত্বপুর্ন টিউমেন্ট জানান টিউনমেন্টের মাধ্যমে। আমার সাথে যোগাযোগ করতে চাইলে আমার ফেইসবুক আইডি

Level 0

আমি আশিকুর রহমান নীল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 20 টি টিউন ও 9 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

দারুন লিখেছেন দাদা