মানুষের জীবনে বিজ্ঞান ও প্রযুক্তি এসেছে আশীর্বাদ হয়ে কিন্তু কিছু কিছু ক্ষেত্রে এই আশীর্বাদ হতে চলেছে মানুষের ধ্বংসের কারন গাছ পরিবেশের ভারসাম্য রক্ষায় একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কিন্তু দেখা গেছে বিজ্ঞান ও প্রুযুক্তির উন্নতির ক্ষেত্রে মানুষের আরামায়েশের জন্য প্রতি বছর বহু গাছ পালা কাটা হচ্ছে। নাসার তথ্যমতে, প্রতি বছর প্রাকৃতিক দুর্যোগ অথবা বিভিন্ন মানবসৃষ্ট কারণে প্রায় ২৬ লাখ গাছ কমে যায়। কিন্তু রোপণ করা হয় মাত্র ১৫ লাখ। এতে বুঝা যায় যে পৃথিবীর ধ্বংস হতে বেশি দেরি হবেনা।
যেই প্রযুক্তির কারনে পৃথিবী ধ্বংস হতে চলেছে সেই প্রযুক্তিকে কাজে লাগিয়ে এবার রোপন করা হবে গাছ। যুক্তরাজ্যের সংবাদমাধ্যম দ্য ইনডিপেনডেন্টের তথ্যমতে, বায়ো কার্বন ইঞ্জিনিয়ারিং নামের একটি সংস্থা ইতিমধ্যে ড্রোনের মাধ্যমে বৃক্ষরোপণ শুরু করেছে। সংস্থাটির তথ্যমতে, প্রাথমিকভাবে ড্রোনের মাধ্যমে তারা বছরে প্রায় ১০ লাখ গাছ লাগাতে পারবে।
এবং ধীরে ধীরে তারা এটিকে বছরে ১ কোটি পর্যন্ত নিয়ে যাবার আশা রাখেন।
ড্রোনের মাধ্যমে বৃক্ষ রোপন করার মাধ্যমে সময় ও শ্রম দুটোই বেঁচে যাবে এবং অল্প সময়ে লাগানো যাবে অনেক গাছ।
বায়ো কার্বন ইঞ্জিনিয়ারিংয়ের প্রধান নির্বাহী এবং নাসার প্রাক্তন প্রকৌশলী লরেন ফ্লেচার
সংবাদমাধ্যমের কাছে এই অভিনব ড্রোনের কার্যপ্রণালী ব্যাখ্যা করেছেন।
যেই অঞ্চলে গাছ লাগানো হবে প্রথমে সেই অঞ্চল দিয়ে উড়ে যাবে ড্রোনটি এবং সেই অঞ্চলের মাটি পর্যবেক্ষণ করে পরবর্তীতে
পুনরায় সেখান দিয়েই আবার উড়ে যাবে ড্রোন এবং ছড়িয়ে যাবে বীজ।
এই পদ্ধতিতে প্রতিদিন ৩৫ হাজার গাছ রোপন করা যাবে এবং গাছ লাগানোর খরচ কমে যাবে ১৫ শতাংশ।
আমি মিজানুর রহমান মঞ্জু। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 28 টি টিউন ও 29 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।