আসসালামু আলাইকুম ওয়ারাহ মাতুল্লাহ। আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। ভালো থাকাটাই সব সময়ের প্রত্যাশা। ইতিপূর্বে আমার ছোট একটি ভুলে টেকটিউনসস আমার টিউনারশীপ স্থগিত করে দিয়েছিলো। দীর্ঘদিন যাবত নক করলেও টেকটিউনসস কর্তৃপক্ষ গন্ডারের চামড়ার ন্যায় আচরণ করেছেন। ফলে আমার লেখা থেকে বঞ্চিত হয়েছিলো বহু নতুন পাঠক। ইতিপূর্বে আমি এ কমিউনিটিতে ১০০টিরও বেশী লেখা টিউন করেছি যা দেখে অনেকে উপকৃত হয়েছেন। অবশেষে আমার টিউনারশীপ ফেরত পাওয়ায় টেকটিউনসস কর্তৃপক্ষের নিকট কৃতজ্ঞতা জানাচ্ছি। আশা করি আমি আবার পূর্বের ন্যায় নিত্য নতুন লেখা উপহার দিতে পারবো।
পর সমাচার এই যে, আমি এডসেন্স নিয়ে কাজ করি প্রায় ৭ বছর। এর পূর্বেও আমার দুই দুইটি একাউন্ট ব্যান হয়েছে। এরপর থেকে সকল নিয়ম কানুন অনেক কষ্টে মেনে চলেছি বলে কোন সমস্যা হয়নি। কিন্তু আমার ব্যান হওয়া একটি একাউন্টের অধীনে ইউটিউব চ্যানেল ছিলো, যা মোটামুটি ভালো পারফর্ম করছিলো। কিন্তু, আমি ব্যান হওয়া ইউটিউব চ্যানেলটি আমার রানিং এডসেন্স এর সাথে এসোসিয়েট করতে গিয়ে সব হারালাম। রানিং একাউন্ট ডিসএপ্রোভ হয়ে গেলো। আর ভুল বুঝতে পারলাম। তাই সবাইকে সাবধান করছি, কারো যদি ব্যানকৃত কোন এডসেন্স একাউন্ট থাকে। সে এডসেন্স ইমেইল এর অধীনে যদি ইউটিউব চ্যানেল থাকে, সেটি কখনো রানিং একাউন্টের সাথে লিংক করতে যাবেন না। এটা করতে গিয়ে আমার জীবনে চরম ও পরম একটি তিক্ত অভিজ্ঞতা হলো। প্রায় ৫০টি ওয়েবসাইটের সকল আর্টিকেল এর সাথে আমার এডসেন্স কোড বসানো ছিলো এবং সাইটগুলোর বয়সও ৮-১০ বছর। কিন্তু এখন সব বন্ধ হয়ে যাওয়ায় প্রতি মাসে ৫০-১০০ ডলার ইনকামের পথ বন্ধ হয়ে গেলো আজ প্রায় ৬ মাস। তাই সবার সাথে এটা শেয়ার করলাম আপনারা কখনো এমন ভুল করতে যাবেন না। হোক না মাসে আসুক ১০ কিংবা ৩০ ডলার তা দিয়েও তো চা পানি সহ হাত খরচ চালানো যায়। আমি হয়তো আপাতত আর হাত খরচ চালাতে পারবো না, চা পানি খাওয়াও হবে না সেভাবে। এ শোক কাটাতে আরো ৬ মাস যাবে।
এডসেন্স হারিয়ে আমি ফেসবুকের কিছু কমিউনিটির সাথে যোগাযোগ করে ২টি এডসেন্স কিনেছিলাম। কিন্তু তাতেও সমস্যা। কিছুদিন পরও তা ব্যান হয়ে গেলো। অতপর আরেকটি কিনলাম এক বড় ভাইয়ের ভরসায়। ১ মাস পর সেটিও ব্যান হলো। সারাবিশ্বে একযোগে নাকি কয়েক হাজার এডসেন্স ব্যান হয়েছিলো সেদিন। তাই আর কিনার ইচ্ছা নেই। এডসেন্স কিনতে কিনতে টাকা নষ্ট হয়েছে ২০০০০।
এবার আরেকটি আশার বাণী বলি, ৩ মাসের চেষ্টায় আমি নতুন একটি এডসেন্স পেয়েছি। কিন্তু সেটি কয়দিন টিকেক সেটাই দেখার বিষয়। তবে কোন থার্ড পাটির সহায়তা নেই এখানে, পিউর বাংলাদেশী একাউন্ট। এখন বিষয় হচ্ছে, আমার একটি সাইটে কোন ভাবেই এড শো করছে না। কিন্তু অন্য সকল সাইটে আবার করছে। তাই বিশেষজ্ঞ এডসেন্স ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি। কি কারণে এড শো না করতে পারে, দয়া করে জানাবেন। সাইটটির ঠিকানা--- http://www.mobilerepairx.com/
দয়া করে আমাকে সহযোগীতা করুন।
আমি ওবায়েদ উল্লাহ আইমান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 107 টি টিউন ও 350 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 4 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Computer Science & Engineering www.facebook.com/aimanbd
আমিও আমার http://www.manik4you.com এই সাইটের জন্য এডসেন্স এ এপ্লাই করছিলাম কিন্তু কাজ হলোনা কি যে করি কিছু বুঝতেছিনা।